চিপকে꧂র মাঠ যেন হলুদ শর্ষেতে ভ🙈রে উঠেছে। চারদিকে গমগম করছে একটাই নাম- ধোনি, ধোনি। এই শব্দব্রহ্মই যেন বারবার আছড়ে পড়ছে চিপকের ২২ গজে। রবিবারের মেগা ডাবল হেডারের প্রথম ম্যাচে ধোনি তাঁর ভক্তদের একেবারেই নিরাশ করলেন না। এলেন, দেখলেন, জয় করলেন ভঙ্গিতে মহেন্দ্র সিং ধোনি একেবারে মাতিয়ে দিলেন।
২০তম ওভারের প্রথম বলে রবীন্দ্র জাদেজা আউট হলে ক্রিজে আসেন ধোনি। নিজের প্রথম বলে কোনও রান নেননি। দ্বিতীয় বলে নেন ১ রান। এর পরের বলে স্ট্রাইকে ছিলেন ডেভন কনওয়ে। স্যাম কারান চতুর্থ বল ওয়াইড করেন। অতিরিক্ত বলে ১ রান নেন কনওয়ে। ১৯.৪ ওভারে ১৮৮ রান ছিল চেন্নাই সুপ🐎ার কিংসের। কেউ হয়তো ভাবেনইনি এই রান দু'শোত🤪ে পৌঁছবে। কিন্তু শেষ দুই বলে ধোনি ধামাকা।
আরও পড়ুন🌸: শখের মাশুল, প্লেয়ারদের ভালোবেসে খাওয়াতে গিয়ে ১২০টি আলুর পরোটা বানাতে হয়েছিল প্রীতিকে
পঞ্চম বলটি স্যাম কারান ওয়াইড বাউন্সার দেন। তিনি ধোনির থেকে বলটি দূরে রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু সেই বলেই সোজা ছক্কা হাঁকান মাহি। এর পর শেষ বলে কারান ইয়র্কার না দিয়ে, একটি কম ফুল টস বল দেন। ধোনি সেই বলটি ডিপ মিডউইকেটের উপর দিয়ে মারেন। ৮৮ মিটার লম্বা ছক্কা হয়ে যায়। শেষ দুই বলে ১২ রান করে চে💛ন্নাইয়ের স্ক♛োর দু'শোতে নিয়ে যান ধোনি। ৪ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন তিনি।
আরও পড়ুন: উমেশের বদলে খেলে তাক লাগালেন হর্ষিত, নিলেন হার🌠্দিকের উইকেট,কে এই তরুণ?
ধোনিকে দেখলে কে বলবেন, বয়স ৪🌌১ হয়ে গিয়েছে। বয়স যে শুধুমাত্র সংখ্যা, সেটা আরও একবার প্রমাণ করে দিলেন ক্যাপ্টেন কুল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।