পঞ্জাব কিংসের মালিক এবং বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টা প্রﷺকাশ করেছেন যে, ২০০৯ সালে একবার একটি ম্যাচে জয়ের পর তিনি তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজি টিমের জন্য প্𝓀রায় ১২০টি আলুর পরোটা তৈরি করেছিলেন। তার পর থেকে অবশ্য অলুর পরোটা বানানোই ছেড়ে দিয়েছেন প্রীতি।
প্রীতি জিন্টা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি টিমের মালিকদের মধ্যে একজন এবং বিশেষ পরিস্থিতি ব্যতীꦕত সাধারণত নিজের প্রিয় দলের খেলায় উপস্থিত থাকেন বলিউড সুন্দরী। প্রীতি জিন্টা যে সময়ের কথা বলেছেন, তখন𝄹 পঞ্জাব কিংসের নাম ছিল কিংস ইলেভেন পঞ্জাব। দলটি দক্ষিণ আফ্রিকায় ছিল। যেখানে ২০০৯ সালে আইপিএল টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছিল। এবং একটি ম্যাচের আগে প্রীতি জিন্টা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, আসন্ন ম্যাচটি পঞ্জাব জিততে পারলে, খেলোয়াড়দের আলুর পরোটা তৈরি করে খাওয়াবেন।
আরও পড়ুন: উমেশের বদলে খেলে তাক লাগালেন হর্ষিত,🔜 নিলেন হার্দিকের উইকেট,কে এই🐠 তরুণ?
তার পরে অবশ্য বড় শিক্ষা হয়েছিল প্রীতির। তিনি সেই ঘটনার উಌল্লেখ করতে গিয়ে বলেছেন, ‘প্রথম বার বুঝেছিলাম, ছেলেরা কত খায়!’ তিনি বলেছেন, ‘আমরা দক্ষিণ আফ্রিকায় ছিলাম, এবং হোটেলে ভালো পরোটা দেয়নি। যে কারণে আমি ওদের বলেছিলাম, আমি সবাইকে শেখাবো কী ভাবে আলুর পরোটা তৈরি করতে হয়।’
তিনি এর পর হাসতে হাসতে আরও যোগ করেন, ‘সেটা শুনে ছেলেরা জিজ্ঞেস করল, আমি কি তাদের জন্যও আলুর পরোটা বানাতে পারি? আমি তাদের বলেছিলাম যে, পরের ম্যাচে ওরা জিতলে আমি আলুর পরোটা তৈরি করব। তারা ম꧟্যাচ জেতে। তার পর আমি দলের জন্য ১২০টি আꦐলুর পরোটা তৈরি করি। এর পর থেকে আমি নিজেই আলুর পরোটা তৈরি করা বন্ধ করে দিয়েছি।’
আরও পড়ুন: KKR-কে হারিয়ে পয়েন্ট টেবলের শীর্ষে GT, নাইটদের বেগতিক অবস্থা, লাসꦰ্টবয় এখনও সৌরভরা
পঞ্জাব কিংস শুক্রবার ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের কাছে হেরেছে। রবিবার তারা আইপিএলের ম্যাচে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হতে চলেছে। শিখর ধাওয়ান ব্রিগেড এমএ চিদম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হওয়ার আগে পর্যন্ত যারা ৮টি ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ꧒্ঠ স্থানে রয়েছে। আর সিএসকে ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে।
দুই দলই তাদের শেষ ম্যাচ হেরেছে। চেন্নাই সুপার কিংস রাজস্থান রয়্যালসের কাছে ৩২ রানে হেরেছে। আর পঞ্জাব ৫৬ রানে হেরেছে লখনউয়ের কাছে। দুই দল🔥ই জয়ে ফিরতে মরিয়া হয়ে থাকবে। তবে চেন্নাইয়ের মাঠে 🎶অ্যাডভান্টেজে অবশ্যই মহেন্দ্র সিং ধোনির টিম।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।