ওয়াংখেড়ে স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বড় রান তাড়া করতে নেমে গুজরাট লায়ন্সকে জয়ের ভি⛄তে বসিয়ে দেন ঋদ্ধিমান সাহা। ঋদ্ধির ঝোড়ো হাফ-সেঞ্চুরি জন্যই হার্দিক পꦏান্ডিয়াদের পক্ষে শেষমেশ ম্যাচ জিতে মাঠ ছাড়া সম্ভব হয়।
ঋদ্ধিমান শেষ পর্যন্ত ৬৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে উমরান মালিকের অবিশ্বাস্য ডেলিভারিতে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন♓। ৩৮ বলের আগ্রাসী ইনিংসে বাংলার তারকা উইকেটকিপার-ব🌳্যাটসম্যান ১১টি চার ও ১টি ছক্কা মারেন।
এমন অনবদ্য ইনিংসের পথে ঋদ্ধিমান সাহা আইপিএলে দুর্দান্ত এক মাইলস্টোন টপকে যান। তিনি ইন্ডিয়ান প্রিমিয়র লিগে ২০০টি চার মারারা নজির গড়েন। গুজরাট বনাম হায়দরাবাদ ম্যাচের আগে আইপিএলে ঋদ্ধি🍸মানের বাউন্ডারির সংখ্যা ছিল ১৯৩টি। ওয়াংখেড়েতে ১১টি চার মারার সুবাদে সেই সংখ্যা গিয়ে দাঁড়ায় ২০৪-এ।
টুর্নামেন্টের ইতিহাসে ৪১ নম্বর ক্রিকেটার হিসেবে ২০০টি চার মারার মাইলস্টোন ছুঁয়ে ফেলেন ঋদ্ধি। তিনি র🏅য়েছেন আইপিএলে সব থেকে বেশি চার মারা ক্রিকেটারদের তালিকায় ৪০ নম্বরে। ঋদ্ধি এদিন একযোগে টপকে যান তিন কিংবদন্তি কুমার সাঙ্গাকারা, মাইক হাসি ও মাহেলা জয়াবর্ধনেকে। সাঙ্গাকারা আইপিএলে ১৯৫টি, হাসি ১৯৮টি ও জয়াবর্ধনে ২০০টি চার মেরেছেন।
আপাতত ইন্🙈ডিয়ান প্রিমিয়র লিগে সব থেকে বেশি ৬৮৪টি চার মারার রেকর্ড রয়েছে শিখর ধাওয়ানের নামে। বিরাট কোহলি রয়েছেন দ্বিতীয় স্থানে। তিনি আইপিএলে ৫৫৭টি চার মেরেছেন। ডেভিড ওয়ার্নার সার্বিক তালিকার তৃতীয় স্থানে রয়েছেন। আইপিএলে তাঁর বাউন্ডারি সংখ্যা ৫৩৪টি। বিদেশি ক্রিকেটারদের মধ্যে এই নিরিখে সবার আগে রয়েছেন অজি তারকা। রোহিত শর্মা আইপিএলে ৫০৮টি ও সুরেশ রায়না ৫০৬টি চার মেরেছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।