রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্রতিবছর লাল জার্সি ছেড়ে আইপিএলের একটি ম্যাচে মাঠে নামে সবুজ জার্সি পরে। সমর্থকদের সবুজায়নের বার্তা জিতেই তাদের এই ‘গো গ্রিন’ উদ্যোগ। এবার সেরকমই সাধꦰু উদ্যোগে সামিল হচ্ছে গুজরাট টাইটানস।🧔
শুরু থেকেই গুজরাট টাইটানস⭕ নেভি ব্লু জার্সিতে মাঠে নামে। গতবছর আবির্ভাবেই আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পরে এবার হার্দিকদের জার্সিতে একটি স্টার যোগ হলেও বদলায়নি কিটসের রং। তবে মরশুমের মাঝেই টাইটানস ফ্র্যাঞ্চাইজির তরফে জানিয়ে দেওয়া হয় যে, বিশেষ কারণে একটি ম্যাচে তারা অন্য রংয়ের জার্সি পরে মাঠে নামবে।
গুজরাট তাদের শেষ হোম ম্যাচ খেলবে ল্যাভেন্ডার রংয়ের জার্সি পরে। সব ধরণের ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক হিসেবে এই রং ব্যবহার করা হয়। সুতরাং বোঝাই যাচ্ছে যে, মারণরোগ ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে মানুষের পাশে থাকা ও সচেতনতার 💯বার্তা দিতেই টাইটানস শিবির এই উদ্যোগ নিচ্ছে।
উল্লেখ্য, আগামী ১৫ মে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে লিগ পর্বে নিজেদের শেষ হোম ম্যাচে মাঠে নামবꦛে গুজরাট টাইটানস। লিগে হার্দিকদের আর তিনটি ম্যাচ বাকি রয়েছে। ১২ মে ওয়াংখেড়েতে টাইটানসের প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। ২১ মে চিন্নাস্বামীতে আরসবিরি বিরুদ্ধে ল🤡ড়াই দিয়ে লিগের অভিযান শেষ করবে গুজরাট।
গুজরাট টাইটানস চলতি আইপিএলে দুর্দান্ত ছন্দে রয়েছে। নিজেদের প্রথম ১১টি লিগ ম্যা🍸চের মধ্য হার্দিক পান্ডিয়ারা জয় তুলে নিয়েছেন ৮টি ম্যাচে। যদিও ১৬ পয়েন্ট সংগ্রহ করলেও এখনও টাইটানসের প্লে-অফের টিকিট নিশ্চত হয়নি। গুজরাট এখনও পর্যন্ত হেরেছে মোটে ৩টি ম্য়াচ।
যদিও লিগ টেবিলের শীর্ষস্থান নিজেদের দখল রেখেছেন হার্দিকরা। নিজেদের পরবর্তী ম্যাচের আগে পর্যন্ত তাদের কাছ থেকে সিংহাসন কেড়ে নেওয়া সম্ভব হবে না কোনও দলের পক্ষে। টাইটানস আর একটি ম্যাচ জিতলেই শে🅠ষ চারের টিকিট নিশ্💝চিত করে ফেলবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।