বাংলার তারক🦂া উইকেটকিপার ব্যাটার ঋদ্ধিমান সাহা এখন আইপিএল নিয়ে ব্যস্ত। ইতিমধ্যে গুজরাট টাইটানসের জার্সিতে তিনি নজর কেড়েছেন। তাঁর পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বসিত ক্রিকেট মহল। এর মধ্যেই আবার তাঁকে ঘিরে বাংলা ক্রিকেটে আলোড়ন ছড়িয়ে পড়েছে। হঠাৎ করেই জানা গিয়েছে, ঋদ্ধিমান সাহা নাকি আর বাংলা ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতে রাজি নন। বাংলার হয়ে আর তিনি খেলবেন না। তিনি নাকি অন্য রাজ্যের হয়ে খেলার জন্য সিএবি-র থেকে ছাড়পত্রও চেয়েছেন।
তবে বিষয়টি নিয়ে সিএবি-র তরফে এখনও কিছু বলা হয়নি। ঋদ্ধি নিজেও এই নিয়ে কিছু খোলসা করেননি। তবে মঙ্গলবারই সূত্র মারফৎ জানা গিয়েছিল, ঋদ্ধি নাকি সিএবি কর্তাদের ব্যবহার এবং টিম নির্বাচ🐠নকে কেন্দ্র করে চূড়ান্ত অপমানিতবোধ করেছেন। তাই তিনি বাংলা ছেড়ে অন্য রাজ্যের হয়ে খেলবেন বলে চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন।
এই বিষয় নিয়ে এ বা▨র মুখ খুললেন ঋদ্ধিমান সাহার স্ত্൲রী রোমি সাহা। রোমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ‘ঋদ্ধিমানের সঙ্গে পরের পর যা ঘটেছে, সিএবি যা আচরণ করেছে, তাতে ও অপমানিত। সেই কারণেই বাংলার হয়ে আর খেলতে চায় না।’
এ দিকে সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া এই প্রসঙ্গে বলেছেন, ‘প্লেয়ার আর সংস্থার মধ্যে যে কথাবার্তা হয়, তা ♌কঠোর ভাবে দু’পক্ষের মধ্যেই থাকা উচিত। এই সময় আমি কোনও মন্তব্য করব না।’
আরও পড়ুন: না জানিয়ে দলে নাম, রেগে গিয়ে বাংলা ছা়ড়তে চাইছেন অপমানিত ঋদ্ধিমান- রিপোর্꧑ট
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।