এ বারের আইপিএল মরশুমটা একেবারেই ভাল কাটেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের। হতাশাজনক মরশুমে বহু আগেই প্লে-অফের দৌড় থেকে꧅ ছিটকে গিয়েছিল হলুদ ব্রিগেড। মরশুমের শেষের দিকে মহেন্দ্র সিং ধোনি অধিনায়কত্বে ফেরার পর সিএসকে কিছু ম্যাচ জিতলেও লা💮ভের লাভ কিছুই হয়নি।
মরশুম শুরুর মাত্র দিন দু'য়েক আগে ধোনি সিএসকের অধিনায়কত্ব রবীন্দ্র জাদেজাকে হস্তান্তরিত করেন। তবে জাদেজা টানা ব্যর্থতার পর ধোনিকেই আবার সিএ𝕴সকের নেতৃত্ব ফিরিয়ে দেন। মাহির অধিনায়ক হওয়ার পর হলুদ ব্রিগেডের পারফরম্যান্স একটু হলেও আগের থেকে উন্নত হয়। এর জেরেই অনেক সিএসকে অনুরাগীর মনে প্রশ্ন জেগেছে, ধোনি যদি মরশুমের শুরু থেকেই অধিনায়ক থাকতেন, তাহলে কী সিএসকের ভাগ্য ভিন্ন হত? প্রাক্তন সিএসকে তারকা হরভজন সিং কিন্তু এমনটা মনে করছেন না।
Sportskeeda-র এক আলোচনাসভায় হরভজন বলেন, ‘ধোনি অধিনায়ক থাকলে সিএসকের অবশ্যই সুবিধা হত এবং ওরা হয়তো লিগ তালিকায় আরেকটু উপরের দিকেও থাকত। তবে তা সত্ত্বেও ওরা (প্লে-অফে) কোয়ালিফাই করত না, কারণ ওদের তেমন দলই নেই। ওদের বোলিং আক্রমণ বেশ দুর্বল। দীপক চাহার উইকেট নেওয়া একজন বোলার এবং ও আহত ছিল। এমনকী ব্যাটাররাও তো ভাল পারফর্ম করতে ♈প🏅ারেননি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।