আইপিএলের কোয়াল🌄িফায়ার ওয়ানে মুখোমুখি হতে চলেছে যুযুধান দুই প্রতিপক্ষ গুজরাট টাইটান্স এবং চেন্নাই সুপার কিংস। তার আগে টাইটান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া বিশেষ শ্রদ্ধা জানিয়েছেন সিএসকে অধিনায়🦄ক মহেন্দ্র সিং ধোনিকে। এবং হার্দিক স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে, তিনি সব সময়ে ধোনির ভক্ত হয়েই থাকবেন।
গুজরাট টাইটান্সের পোস্ট করা একটি ভিডিয়োতে হার্দিক বলেছেন, ‘অনেকেই মনে করেন, মাহি সিরিয়াস এবং ও রকম কিছু। তবে আমার জন্য, আমি ওকে মহেন্দ্র সিং ধো🍎নি হিসেবে দেখি ❀না। ওর সঙ্গে রসিকতা করি।’
তিনি যোগ করেছেন, ‘অবশ্যই আমি ওর কাছ থেকে 🧜অনেক কিছু শিখেছি। ওকে দেখে অনেক ইতিবাচক জিনিস শিখেছি। তার জন্য যে খুব বেশি কথা হয়েছে, তেমনটাও নয়। কিন্তু আমার জ🌟ন্য, ও শুধু আমার প্রিয় বন্ধু, প্রিয় ভাই, ওকে আমি ঠাট্টা করি, ওর সঙ্গে আমি চিল করি।’
আরও পড়ুন: ২০২৩-এ দুরꦑꦡ্ভেদ্য নয় চিপক দুর্গ, টাইটান্স কি পারবে চেন্নাইকে হারাতে?
এখানেই থামেননি হার্দিক। তিনি আরও বলেছেন, ‘মহেন্দ্র সিং ধোনির অগণিত ভক্তের মধ্যে আমিও একজন হয়ে থাকব।এমএস ধোনিকে ঘৃণা করার জন্য আপনাকে ওর বড় শত্রু🎃 হতে হবে।’
প্রসঙ্গত, এ বারের আইপিএলের উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্স এবং চেন্নাই সুপার কিংস। ঘরের মাঠে ৫ উইকেটে জিতেছিল হার্দিক পাণ্ডিয়ার গুজরাট। তবে এ বার প্লে-অফের ম্যাচে লড়াইটা মোটেও সহজ হবে না। মরশুমের একেবারে শুরুতে চেন্নাই সুপার কিংস সেরা কম্বিনেশন খুঁজে নিতে পারেনি ঠিকই, কিন্তু সময় যত গড়িয়েছে, ততই এক ঝাঁক চোট পাওয়া খেলোয়াড়দের মাঝে সেরা কম্বিনেশন খুঁজে নিয়েছে তারা। ফলেꦿ চিপকে এই ম্যাচটি গুজরাটের কাজ একেবারেই সহজ হবে না।
আরও পড়﷽ুন: প্লে-অফে চেন্নাইয়ের বদলার ম্যাচ, স্পিন সহায়ক পিচে অপরিবর্তিত থাকবে দুই দল?
তবে এটাও ঘটনা আইপিএলে এখনও পর্যন্ত তিন বার মুখোমুখি হয়েছে এই দুই দল। সব ক’টি ম্যাচই জিতেছে গুজরাট টাইটান্স। এ দিকে গুজরাট ফাইনালে উঠলে, তারাই প্রথম দল হবে, যারা প্রথম দুই মরশুমে ফাইনালে উঠবে। গত বছর রাজস্থান রয়্যালসকে সাত উইকেটে হারিয়ে টাইটান্স তাদের প্রথম আইপিএল শিরোপা জিতেছౠিল।
টাইটান্স ১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে শেষ করেছে। ১০টি ম্যাচ তারা জিতেছে। চারটিতে হেরেছে। সিএসকে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শ🔥েষ করেছে। তৃতীয় স্থানে থাকা লখনউ সুপার জায়ান্টসের সমান পয়েন্ট হলেও, সিএসকে নেট রানরেটে এগিয়ে রয়েꦯছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।