গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএল ২০২৩-এর ম্যাচে মাঠে নামার আগে স্কোয়াডে রদবদল করতে বাধ্য হল পঞ্জাব ক🦹িংস। চোটের জন্য ছিটকে গেলেন তরুণ অল-রাউন্ডার রাজ বাওয়া।
২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ৫ উইকেট নিয়ে ভারতকে চ্যাম্পিয়ন করেন রাজ। বিশ্বকাপ ফাইনালের নায়ককে পরবর্তী আইপিএল নিলাম থেকে দলে নেয় পঞ্জাব। গত মরশুমে পঞ্জ🙈াব কিংসের হয়ে একজোড়া ম্যাচে মাঠে নামেন রাজ।
যদিও এবছ꧂র বাঁ-কাঁধের চোটের জন্যই কোনও ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। টুর্নামেন্ট চলাকালীন চোট সেরে ওঠার সম্ভাবনা না থাকায় রাজ বাওয়াকে স্কোয়াড থেকে ছেড়ে দেয় প♈ঞ্জাব কিংস। পরিবর্তে তারা দলে নেয় ২২ বছর বয়সী অল-রাউন্ডার গুরনূর সিং ব্রারকে।
গত ডিসেম্বরে পঞ্জাবের হয়ে সিনিয়র ক্রিকেটে হাতেখড়ি হয় গুরনূরের। তরুণ অল-রাউন্ডার পঞ্জাবের হয়ে ৫টি ফার্স্ট ক্লাস ও ১টি লিস্ট-এ ম্যাচে মাঠে নামলেও এখনও পর্যন্ত সিনিয়র ক্রিকেটে কোনও টি-২০ ম্যাচ খেলেননি। সুতরাং, টি-২০ ক্রিকেটে অপরীক্ষিত অল-রাউন্ডারকে 🀅দলে নেওয়ার ঝুঁকি নেয় পঞ্জাব কিংস। যদিও জুনিয়র ক্রিকেটের পারফর্ম্যান্স দিয়েই পঞ্জাবের স্কোয়াডে ঢুকেছিলেন রাজ বাওয়া।
গুরনূরকে বাওয়ার পরিবর্ত হিসেবে ২০ লক্ষ টাকার বিনিময়ে দলে নেয় পঞ্জাব কিংস। তরুণ এই ক্রিকেটার বাঁ-হাতে ব্যাট করলেও ডান হাতে মিডিয়াম পেস বোলিং করেন। তিনি ফার্স্ট ক্লাস ক্রিকেটে ১০♍৭ রান ও ৭টি উইকেট সংগ্রহ করেছেন। লিস্ট-এ ক্রিকেটে ১টি উইকেট নিয়েছেন গুꩵরনূর।
রাজ বাওয়া পঞ্জাবের হয়ে আরসিবি ও কেকেআরের বিরুদ্ধে যে ২টি আইপিএল ম্যাচে মাঠে নেমেছেন, বিশেষ কিছু করে দেখাতে পারেননি। ২টি ম্যাচ থেকে মাত্র ১১ রান সংগ্রহ করেছেন তিনি। চণ্ডীগড়, পঞ্জাব কিংস ও ভারতীয়-এ দলের হয়ে প্রতিনিধিত্ব করে রাজ মোট ২টি ফার্স্ট ক্লাস, ২টি লিস্ট-এ ও ৬টি টি-২০ ম্যাচে মাঠে নেমেছেন। ফার্স্ট ক্লাস ক্রিকেটে ১৫২ রান সংগ্রহ করার পাশাপাশি তিনি ৩টি উইকেট নিয়েছেন। লিস্ট-এ ক্রিকেটে মাত্র ৪ রান করলেও রাজ ৫টি উইকেট সং👍গ্রহ করেছেন। টি-২০ ক্রিকেটে ৮৯ রান করার পাশাপাশি তিনি ৩টি উইকেট পকেটে পুরেছেন।
পঞ্জাব কিংসের পরিবর্তিত স্কোয়াড: শিখর ধাওয়ান (ক্যাপ্টেন), অথর্ব টাইডে, ভানুকা রাজাপক্ষে, হরপ্রীত সিং, শাহরুখ খান, শিবম সিং, লিয়াম লিভিংস্টোন, ম্যাথিউ শর্ট, মোহিত রথী, গুরনূর সিং ব্রার, ঋষি ধাওয়ান, স্যাম কারান, সিকন্দর রাজা, জিতেশ শর্মা, প্রভসিমরন সিং, অর্শদীপ সিং, বলজেত সিং, হরপ্রীত ব্রার, কাগিসো রাবাদা, ন্যাথন এলিস, রাহুল চাহার, বিদ্যাত কাভ✃েরা😼প্পা।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।