গত বছর অভি𓃲ষেকেই প্লে-অফে পৌঁছেছিল লখনউ সুপার জায়ান্টস। যদি ফাইনালে তারা🍃 পৌঁছতে পারেনি। তবে এ বারও দুরন্ত ছন্দে রয়েছে কেএল রাহুলের টিম। চারটি ম্যাচের তিনটিতেই তারা জিতেছে। শুধু চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হোঁচট খেতে হয়েছে। শনিবার ডাবল হেডারের ম্যাচে রাতে লখনউ মুখোমুখি হবে শিখর ধাওয়ানের পঞ্জাব কিংসের। পঞ্জাব আবার প্রথম দু'টি ম্যাচ জিতলেও, পরের দু'টিতে হেরেছে। লখনউকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে জয়ের ফিরতে মরিয়া পঞ্জাব। তবে কাজটা খুব সহজও হবে না। আইপিএলে এই দুই দল মাত্র একবারই মুখোমুখি হয়েছে। সে বার জিতেছিল লখনউ। স্বভাবতই পরিসংখ্যানেও এগিয়ে রাহুলের দল।
লখনউয়ের মিডল অর্ডারে ভরসা মার্কাস স্টোইনিস, নিকোলাস পুরানরা। তবে ওপেন করতে নেমে কাইল মেয়ার্সের ব্যর্থতা চিন্তায় ফেলেছে লখনউকে। মেয়ার্সের প্রথম দিকের সাফল্যের কথা মাথায় রেখেই তাঁকে একাদশে খেলানো হচ্ছে। এ দিকে ভারতের আসার পর থেকে কুইন্টন ডি'ককের মতো প্লেয়ার রিজার্ভ বেঞ্চে বসে র🍷য়েছেন। তবে সানরাইজার্স হায়দরাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মেয়ার্সের পরপর দুই ম্যাচে ব্যর্থতার পরে তাঁকে একাদশের বাইরে রেখে ডি'কককে খেলানো হতে পারে। তবে বোলিং বিভাগটা লখনউয়ের শক্তি।
আরও পড়ুন: খুঁড়িয়ে মাঠ ছাড়েন,ব্যাট হাতে ব্যর্থ হন, রাসেলের চোটের 🍌হাল𒁃 কী?আপডেট দিলেন নীতিশ
মার্ক উড, রবি বিষ্ণোইরা ধারাবাহিক ভাবে উইকেট নিচ্ছেন। অমিত মিশ্রর অভিজ্ঞতা কাজে লাগছে। ক্রুণাল পাণ্ডিয়াও বল হাতে নজর কেড়েছেন। হায়দরাবাদের বিরুদ্ধে তিন উইকেট নেওয়ার পাশা⛄পাশি ব্যাট হাতেও অবদান রাখেন।
পঞ্জাবের তারকা প্লেয়ার লিয়াম লিভিংস্টোন হাঁটু এবং গোড়ালির চোট সারিয়ে দেরীতেই ভারতে এসে পৌঁছেছেন। এর মধ্যেই আবার তিনি প্রশিক্ষণের সময়ে পেশীতে ট⭕ান অনুভব করেন। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন শিখর ধাওয়ান। সুতরাং তাঁর দলে থাকার সম্ভাবনা কম। আর যদি একাদশে থাকেন, তবে তিনি ভানুকা রাজাপক্ষের জায়গায় খেলতে পারেন।
এ ছাড়াও পঞ্জাব কিংস তাদের সিমারদের রোটেশনে খেলানোಞর কথা ভাবতে পারে। ৪৮ ঘন্টার মধ্যে তারা দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে। যদি তাই হয়, সে ক্ষেত্রে কাগিসো রাবাডা, যিনি গুজরাট টাইটান্সের বিপক্ষে ব্যয়বহুল প্রমাণিত হয়েছিলেন, তাঁকে বসিয়ে নাথান এলিসকে খেলানো হতে পারে।
আরও পড়ুন: SRH-এর কাছে হেরে শ꧑ীর্ষে ওঠা হল না KKR-এর, বড় লাফ 🐻দিল সানরাইজার্স
লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য একাদশ (প্রথমে ব্যাটিং): কুইন্টন ডি'কক, কেএল রাহুল (অধি🐬নায়ক), দীপক হুডা, ক্রুনাল পাণ্ডিয়া, মার্কাস স্টোইনি❀স, নিকোলাস পুরাণ (উইকেটরক্ষক), আয়ুশ বাদোনি, জয়দেব উনাদকাট, মার্ক উড, রবি বিষ্ণোই, আবেশ খান।
লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য একাদশ (প্রথমে বোলিং): কুইন্টন ডি'কক, কেএল রাহুল (অধিনায়ক), দীপক হুডা, ক্রুনাল পাণ্ডিয়া, ম🌃ার্কাস স্টোইনিস, নিকোলাস পুরাণ (উইকেটরক্ষক), অমিত মিশ্র/কৃষ্ণাপ্পা গৌতম, জয়দেব উনাদকাট, মার্ক উড, রবি বিষ্ণোই, আবেশ খান
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।