সূর্যকুমার যাদব নিজের চেনা ছন্দে থাকলে, প্রতিপক্ষ দল একেবারে ল্যাজꦛেগোবরে হয়ে যায়। যেমনটা মঙ্গলবার ওয়াংখেড়েতে হল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। একা দায়িত্ব নিয়ে মুম্বইকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন সূর্য। ২০০ রান তাড়া করতে নেমে ৩৫ বলে ৮৩ রানের ইনিংস খেলেন স্কাই। শেষ ৬টি ইনিংসে চার নম্বর অর্ধশতরান করে ফেললেন টি-টোয়েন্টির এ🔯ক নম্বর ব্যাটার।
হাইভোল্টেজ ম্যাচে জয় পাওয়ার পর সূর্যকুমꦬার যাদব বলেছেন, প্র্যাক্টিসের সময়ে তিনি মাঠে সর্বত্র শট খেলার বিষয়েই ফোকাস করেছিলেন। তিনি দাবি করেছেন, ‘আপনি ম্যাচগুলিতে যে ভাবে খেলতে চান, আপনার অনুশীলনেও সেটাই করতে হবে। আমি জানি, কী ♕ভাবে রান পেতে পারি। আমরা খোলা নেট সেশন করেছি। আমি আমার খেলা সম্পর্কে ওয়াকিবহল আলাদা কিছু করি না।’
সূর্যকুমার তৃতীয় উইকেটে নেহাল ওয়♐াধেরার সঙ্গে ৬৪ বলে ১৪০ রানের ﷽পার্টনারশিপ গড়েন। সূর্য দাবি করেছেন যে, তাঁর বিরুদ্ধে আরসিবি বোলাররা একটি পরিকল্পনা নিয়েছিলেন। কিন্তু তিনি সব পরিকল্পনা ভেস্তে দিয়েছেন।
তাঁর দাবি, ‘দলের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জয় ছিল এটি। ঘরের মাঠে এ ভাবে জয় পেয়ে আমি খুব খুশি। আরসিবি পরি🌌কল্পনা করেই মাঠে নেমেছিল। ওরা চাইছিল, মাঠের যেদিকে বড় বাউন্ডারি সেদিকেই আমি শট খেলি। ওদের বোলাররা মন্থর গতিতে বোলিং করছিল। আমি নেহালকে (ওয়াধেরা) বলি, মাঠের ফাঁকা জায়গায় শট খেলে ছুটে রান নিতে হবে।’
আরও পড়ুন: ক্রিজে প্রায় ৩ মিটার এগিয়ে এসে⛄ছিলেন রোহিত, তবু LBW দেওয়া হল,ক♐্ষেপে লাল নেটপাড়া
২০০ রান তাড়া করা যেন জলভাত করে ফেলেছে মুম্বই ইন্ডিয়ান্স। এ বারের আইপিএলে আরও এক বার ২০০ রান বা তার বেশি তাড়া করে জিতল মুম্বই। এই নিয়ে এই মরশুমে তৃতীয় বার এই কীর্তি গড়ল তারা। এরꦍ আগে রাজস্থান রয়্যালস এবং পঞ্জাব কিংসকে ২০০ রানের বেশি তাড়া করে হারিয়েছিল মুম্ব❀ই। সেই তালিকায় নতুন সংযোজন বেঙ্গালুরু। ২১ বল বাকি থাকতে ২০০ রান তাড়া করে নিল মুম্বই।
মঙ্গলবার নির্দিষ্ট ২০ ওভারে ৬ উইকেটে ১৯৯ রান করে আরসিবি। �💝�৩৩ বলে ৬৮ করেন গ্লেন ম্যাক্সওয়েল। ৪১ বলে ৬৫ করেন ফ্যাফ ডু'প্লেসি। ১৮ বলে ৩০ করেন দীনেশ কার্তিক।
জবাবে রান করতে নেমে ইশান কিষাণ ২১ বলে ৪২ করে আউট হওয়ার পর হাল ধরেন সূর্য। তিনি ৩৫ বলে ৮৩ করেন।𓆏 ৩৪ বলে অপরাজিত ৫২ করেন নেহাল ওয়াধেরা। ১৬.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০০ করে ফেলে মুম্বই। ২১ বল বাকি থাকতে ৬ উইকেটে জয় ছিনিয়ে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। সেই সঙ্গে তারা আইপিএল টেবলের তিনে উঠে এসেছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।