রবিবার ওয়াংখেড়ে স্ট🍃েডিয়ামে আইপিএলের ১০০০তম ম্যাচে আলোচনার কেন্দ্রে ছিলেন রোহিত শর্মা। কেননা রবিবারই ছিল তাঁর 🥀জন্মদিন। ঘরের মাঠে বার্থডে বয় একই সঙ্গে একাধিক মাইলস্টোন টপকে যান রবিবার। তিনি কায়রন পোলার্ডকে টপকে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সব থেকে বেশি ম্য়াচ খেলা ক্রিকেটারে পরিণত হন। মহেন্দ্র সিং ধোনির পরে দ্বিতীয় ক্যাপ্টেন হিসেবে আইপিএলে ১৫০ ম্যাচ পূর্ণ করেন হিটম্যান।
নিজে রা♉ন না পেলেও রাজস্থান রয়্যালসকে হারিয়ে মুম্বই ইন্ডিয়ান্স ক্যাপ্টেনের জন্মদিন তথা মাইলস্টোন ম্যাচ স♋্মরণীয় করে রাখে। স্বাভাবিকভাবেই খুশির ঠিকানা ছিল না রোহিতের। ম্যাচের শেষে বোঝা যায় মুম্বই দলনায়ক কতটা খোশমেজাজে ছিলেন।
পুরস্কার বিতরণী মঞ্চে হিটম্যান স্বভাবসু🅷লভ মস্করায় হাসিয়ে ছাড়েন সকলকে। শুধুমাত্র বিব্রত হন সঞ্চালক হর্ষ ভোগলে। আসলে হর্ষ রোহিতের ৩৬তম জন্মদিনে গড়া মাইলস্টোনগুলির কথা স্মরণ করিয়ে দিচ্ছিলেন শুরুতেই। তাঁকে থামিয়ে রোহিত অত্যন্ত𒆙 গম্ভীরভাবে বলেন যে, ৩৬তম নয়, ৩৫তম জন্মদিন।
শুরু থেকেই রোহিতের ৩৬তম জন্মদিন নিয়ে আলোচনা হচ্ছিল বিস্তর। হর্ষ তাই অবাক হন সবাই এত ভুল খবর রটাচ্ছিল ভেবে। ভুল শুধরে দেওয়ার জন্য রোহিতকে ধন্যবাদ জানাতে উদ্যত হওয়া মাত্রই হর্ষকে ফের চমকে দেন হিটম্যান। তিনি জানান যে, ৩৫তম নয়, 𓆉এটি তাঁর ৩৬তম জন্মদিন। অর্থাৎ, কেউ ভুল খবর রটায়নি। সবাই ঠিকই বলছে𒈔। তিনি শুধু একটু মস্করা করছিলেন মাত্র। হর্ষ বিব্রত হয়েই কিছুক্ষণ চুপ করে থাকেন। পরে প্রশংসা করেন রোহিতের মস্করা করার ধরণের।
কথোপকথন:-
হর্ষ: আজ সবকিছু ঘটল। ক্যাপ্টেন হিসেবে ১৫০তম ম্যাচ, মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ১৯০তম ম্য়াচ, ৩৬তম জন্মদিন…
রোহিত: ৩৫তম, ৩৬তম নয়।
হর্ষ: ওহ, ওরা তাহলে আমাকে ১ বছর বেশি বলেছে, ভালো করেছ শুধরে দিয়ে।
রোহিত: না না, এটা ৩৬তমই (হাসি)।
উল্লেখ্য, রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে পোলার্ডের অনবদ্য রেকর্ড ভেঙে দেন রোহিত শর্মা। মুম্বই ফ্র্যাঞ্চাইজির হয়ে সব থেকে বেশি ম্য়াচ খেলা ক্রিকেটারদের তালিকায় কায়রনকে টপকে এক নম্বরে উঠে আসেন হিটম্যান। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএল ম্যাচটি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে রোহিতের ১৯০তম আইপিএল ম্যাচ। এতদিন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সব থেকে বেশি ১𝕴৮৯টি আইপিএল ম্যাচ খেলার রেকর্ড ছিল পোলার্ডের নাম꧃ে। ক্যারিবিয়ান তারকা আপাতত তালিকার দ্বিতীয় স্থানে চলে গেলেন। রোহিত শর্মা সার্বিকভাবে ইন্ডিয়ান প্রিমিয়র লিগে ২৩৫টি ম্যাচে মাঠে নামেন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।