গত মরশুমের হতাশাজনক আইপিএলের পর লিয়াম লিভিংস্টোনকে ১১ಞ.৫০ কোটি টাকায় পঞ্জাব কি👍ংস দলে নেওয়ায় অনেকেই ভ্রু কুঁচকেছিলেন। তবে যত দিন যাচ্ছে, ততই যেন নিজের জাত চেনাচ্ছেন ইংল্যান্ড তারকা। ঝোড়ো ইনিংসে নাগাড়ে এই মরশুমে নিজের দ্বিতীয় অর্ধশতরান করলেন লিভিংস্টোন।
ব্রেবোর্ন স্টেডিয়ামে গুজরাট টাইটানসের মুখোমুখি হয়েছে পঞ্জাব কিংস। সেই ম্যাচেই পঞ্জাবের হয়ে চারে ব্যাট করতে নেম🉐ে ২৩৭-র অধিক স্ট্রাইক রেটে ২৭ বলে ৬৪ রানের একটি তুখড় ইনিংস খেলেন লিভিংস্টোন। তাঁর ইনিংস সাজানো ছিল সাতটি চার ও চারটি ছক্কায়। লিভিংস্টোন মাত্র ২১ বলে নিজের হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন, যা এবারের আইপিএল💙ের দ্বিতীয় দ্রুততম অর্ধশতরান।
দিন দুয়েক আগেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এ মরশুম তথা সর্বকালের দ্রুততম (যুগ্মভাবে) অর্ধতরানটি এসেছিল প্যাট কামিন্সের ব্যাট থেকে। তিনি মাত্র ১৪ বলে ৫০ করেছিলেন। প্রসঙ্গত, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে গত ম্যাচে ৩২ বলে ৬০ রানের ইনিংস খেলেছিলেন লিভিংস্টোন। পাশাপাশি বল হাতে দুই উইকেটও এসেছিল তাঁর ঝুলিতে। ইংল্য়ান্ড অলরাউন্ডারের এমন বিধ🌌্বংসী ফর্ম দেখে নিশ্চয় কারুরই আর বুঝতে অসুবিধা নেই, কেন তাঁকে এত বিশাল মূল্যে পঞ্জাব নিজেജদের দলে সামিল করেছিল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।