আজ আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটানস এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে আইপিএল ২০২৩-এর🔴 ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। হার্দিক পান্ডিয়া অ্যা𒁏ন্ড কোম্পানি টানা দ্বিতীয় মরশুমে শিরোপা দখল করার জন্য লড়াই-এ নামবে। মাহির সিএসকে পঞ্চমবার শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। দারুণ এই ম্যাচের জন্য ভক্তরাও বেশ উচ্ছ্বসিত, তবে বৃষ্টি ভক্তদের আশা নষ্ট করে দিতে পারে বলে আশা করা হচ্ছে। আবহাওয়া পূর্বাভাস তো তেমনই ইঙ্গিত দিচ্ছে।
আরও পড়ুন… ভবিষ্যতে রুতুরাজ কী করবেন বলে দিলেন মাইক হাসি
হ্যাঁ, আমদাবাদের আবহাওয়ার ধরণ বদলে যাচ্ছে এবং রবিবার সন্ধ্যায় আইপিএল ফাইনালের দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস পাওয়া য🎃াচ্ছে। এমন পরিস্থিতিতে আইপিএল ২০২৩-এর ফাইনাল ম্যাচ যদি বৃষ্টিতে ভেসে যায়, তাহলে কোন দল চ্যাম্পিয়ন হবে, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। তাহলে আর দেরি কীসের, চলুন উত্তরটা জেনে নেওয়া যাক-
আরও পড়ুন… IPL 2023 ফাইনালের আগে হ🌱ঠাৎ করেই ভাইরাল হচ্ছে ধোনির চার বছর আগেকার এই পুরনো ভিডিয়ো
ফাইনাল ম্যাচের দিন আমদাবাদের আবহাওয়া কেমন থাকবে?
Accuweather-এর রিপোর্ট অনুযায়ী, আমদাবাদের আবহাওয়া সকালের দিকে খুব ভালো এবং রৌদ্রোজ্জ্বল থাকবে, কিন্তু সন্ধ্যা নাগাদ আবহাওয়ার মেজাজ বদলে যাবে এবং কালো মেঘে ঢেকে যাবে। বলা হচ্ছে সন্ধ্যা♊য় ৬৮ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেখানে ৫০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া ৭৮ শতাংশ মেঘলা✃ থাকবে এবং আর্দ্রতার সম্ভাবনা ৬৩ শতাংশ।
আরও পড়ুন… বোল্ট ও জনসনকে পিছনে ফেললেন মဣহম্মদ শামি, IPL-এর ইতিহাস🍬ে গড়লেন নতুন রেকর্ড
IPL 2023 ফাইনালের কোনও রিজার্ভ ডে আছে কি?
গত বছর আইপিএল ২০২৩-এর ফাইনালের জন্য একটি রিজার্ভ ডে ছিল, কিন্তু এই বছর তা নেই। আইপিএল ২০২৩-এর ফাইনাল আজই ঠিক হয়ে যাবে। আজ বৃষ্টি হলে কে হবে চ্যাম🥃্পিয়ন দল, জেনে নেওয়া যাক সে সম্পর্কে-
বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে চ্যಌাম্পিয়ন দলের সিদ্ধান্ত হবে কীভাবে?
আইপিএল ২০২৩ এর ফাইনাল শুরু হবে সন্ধ্যা ৭.৩০ মিনিটে। এমন পরিস্থিতিতে, কাট অফ টাইম হবে কমপক্ষে ১১:৫৬ মিনিট পর্যন্ত। দুই দল পাঁচ ওভার পেতে পারে। অন্যদিকে, যদি ম্যাচটি শুরু হয় ৮ টায়, তবে কাট অফ টাইম হবে ১২:২৬ পর্যন্ত। এই সময় পর্যন্ত আম্পায়াররা পাঁচ ওভারের জন্য অপেক্ষা করবেন। কাট অফ সময়ের পরেও বৃষ্টি অব্যাহত থাকলে আম্পায়াররা সুপার ওভারে য🦋াবেন। অন্যদিকে, সুপার ওভারের জন্য সময় না থাকলে লিগ পর্বের পয়েন্ট টেবিলের ভিত্তিতে চ্যাম্পি🧜য়ন দল নির্ধারণ করা হবে।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- //pbv88casino.cc/sports/ipl)
আইপিএল ২০২৩-এর পয়েন্ট টেবিলের দিকে তাকালে, গুজরাট টাইটানস ২০ পয়েন্ট নিয়ে টেবিলের 🌱শীর্ষে ছিল, চেন্নাই সুপার কিংস ১৭ পয়েন্ট🐭 নিয়ে দ্বিতীয় স্থানে ছিল। বৃষ্টিতে যদি পুরো ম্যাচ ভেস্তে যায় তবে এমন পরিস্থিতিতে গুজরাট টাইটানসকে বিজয়ী দল বলে ঘোষণা করা হবে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউ💎নলোড করার লিঙ্ক
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।