রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সেরা তিন তারকাকে (KGF) আটকানোর হাতিয়ার রয়েছে কলকাতা নাইট রাইডার্সের কাছে। যদিও সেই অস্ত্র এই মুহূর্তে কতটা ধারালো, সেটার উপরেই নির্ভর করছে কেকেআরের সাফল্য। আসলে কোহলি, গ্লেন ও ফ্যাফ, আরসিবির এই ত্রিফলা আক্রমণ বরাবর ব্যর্থ হয়েছে এমন দুই বোলারের সামনে, ♔যাঁরা এই মুহূর্তে নাইট শিবিরের অন্যতম সেনানি।
চলতি মরশুমে আরসিবির ব্যাটিং পুরেপুরি নির্ভর করছে ফ্যাফ ডু'প্লেসি, বিরাট কোহলি ও গ্লেন ম্যাক্সওয়েলের উপরে। ডু'প্লেসি আরসিবির হয়ে ৭ ম্যাচে এখনও পর্যন্ত 🍃সব থেকে বেশি ৪০৫ রান করেছেন। তিনি হাফ-সেঞ্চুরি করেছেন ৫টি। কোহলি করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ২৭৯ রান। বিরাট হাফ-সেঞ্চুরি করেছেন ৪টি। ম্যাক্সওয়েল ৩টি অর্ধশতরান-সহ দলের হয়ে তৃতীয় সর্বোচ্চ ২৫৩ রান সংগ্রহ করেছেন।
উল্লেখযোগ্য বিষয় হল, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের আর কোনও ব্যাটসম্যান সাকুল্যে একশো রানের গণ্ডি টপকাতে পারেননি। চতুর্থ সর্বোচ্চ রান দীনেশ♚ কার্তিকের ৬১। সুতরাং ফ্যাফ-বিরাট-ম্যাক্সওয়েল ত্রয়ীকে সস্তায় ফেরাতে পারলেই কেল্লা ফতে কলকাতার।
ফ্যাফকে সস্তায় ফেরাতে কলকাতার অস্ত্র হতে পারেন সুনীল নারিন। কেননা টি-২০ ক্রিকেটে নারিনের বিরুদ্ধে কখনও সফল হতে পারেননি প্রোটিয়া তারকা। নারিনের ৬৭টি বল খেলে ডু'প্লেসি সাকুল্যে ৪৭ রান সংগ্রহ করেছেন। আউট হয়েছꦕেন ২ বার। ১টি চার মারলেও সুনীলকে কোনও ছক্কা হাঁকাতে পারেননি আরসিবি দলনায়ক।
টি-২০ ক্রিকেটে নারিনকে সামলাতে হিমশিম খেয়েছেন বিরাট কোহলিও। সুনীল নারিনের ১৪১টি বল খেলে কোহলি সাকুল্যে ১৩৭ রান সংগ্রহ করেছেন। ক্যারিবিয়𝄹ান স্পিনারের ব𒉰লে বিরাট আউট হয়েছেন ৪ বার। নারিনের বলে বিরাট ১১টি চার মেরেছেন বটে, তবে ছক্কা হাঁকিয়েছেন মোটে ১টি।
ডু'প্লেসি ও কোহলিকে থামাতে কলকাতার হাতিয়ার যদি হন সুনীল নারিন, তবে ম্যাক্সওয়েল⛎কে চমকে দিতে কেকেআরের ভরসা হতে পারেন উমেশ যাদব। ম্যাক্সওয়েলকে ৭টি টি-২০ ইনিংসে বল করে উমেশ আউট করেছেন ৪ বার। উমেশের সাকুল্যে ২৮টি বল খেলে গ্লেন সংগ্রহ করেছেন ৩১ রান। ৫টি চার মারলেও যাদবের বলে কোনও ছক্কা হাঁকাতে পারেননি অজি তারকা।
আরও পড়ুন:- RCB vs RR: আইপিএলে ক্যাচ ধরার সেঞ্চুরি বিরাটেওর, নিরাপদ নয় সুরেশ রায়নার সর্বকালীন রেকর্ড
এখন প্রশ্ন হল, আরসিবির তিন তারকা এই মুহূর্তে যে ♎রকম ফর্মে রয়েছেন, তাতে তাঁদের চিন্নাস্বামীতে অল্পে সন্তুষ্ট করা নিতান্ত কঠিন কাজ। সেই কঠিন কাজটা করে দেখানোর মতে ছন্দে রয়েছেন কিনা নারিন-উমেশ, সেটাই হতে চলেছে কোটি টাকার প্রশ্ন।
নারিন চলতি আইপিএল💃ের ৭টি ম্যাচে বল করে সাকুল্যে ৬টি উইকেট সংগ্রহ করেছেন। উমেশ যাদব ৭ ম্যাচে নিয়েছেন মোটে ১টি উইকেট।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।