জোফ্রা আর্চার, জ𒊎োফ্রা আর্চার, জোফ্রা আর্চার - ২০২২ সালের আইপিএলের মেগা নিলামের পর থেকে মুম্বই ইন্ডিয়ান্সের নয়নের মণি হয়ে উঠেছেন ইংল্যান্ডের তারকা পেসার। কেউ কেউ তো এমন ভাব করছিলেন যে আর্চার বল করতে নামলেই বিপক্ষের ব্যাটাররা একেবারে দাঁড়াতেই পারবে ন। কিন্তু রবিবার চিন্নস্বামীতে সেটা হল না। ইংরেজ পেসারকে পুরোপুরি শাসন করলেন বিরাট কোহলি। শুধু যে শাসন করেছেন, তা নয়, চরম ঔদ্ধত্যের সঙ্গে আর্চারকে বেধড়ক মারেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) তারকা খেলোয়াড়। যা দেখে মুগ☂্ধ হয়ে গিয়েছেন আরসিবিতে বিরাটের সতীর্থ দীনেশ কার্তিক। তিনি বললেন, এটাই হলেন বিরাট কোহলি। যিনি বিপক্ষের সেরা অস্ত্রকে পালটা দেওয়ার জন্য মুখিয়ে আছেন।
রবিবার আইপিএলের প্রথম 🌟ম্যাচে মুম্বইকে গুঁড়িয়ে দেওয়ার পর ডিজিটাল সম্প্রচারকারী জিয়ো সিনেমায় বিরাটের বিষয়ে প্রশ্ন করা হয় কার্তিককে। যে বিরাট ৪৯ বলে অপরাজিতꩵ ৮২ রান করন। তিনি যেভাবে আর্চারের বিরুদ্ধে খেলেন, সেটা আগে থেকেই ঠিক করে রেখেছিলেন কিনা, তা জানতে চাওয়া হয়। কার্তিক বলেন, ‘দেখুন, এটাই বিরাট কোহলি। প্রতিপক্ষ শিবিরের সেরা অস্ত্রকে চিহ্নিত করে। আর সেই অস্ত্রকেই পালটা দেওয়ার পথে হাঁটে (বিরাট)। একটা বার্তা দিতে চায়।’
আরসিবির তারকা ব্যাটার ও উইকেটকিপার আরও বলেন, ‘ (রবিবার যেমন) স্টেপ-আউট করে মিড-অফের উপর বাউন্ডারির ফেলে দিয়েছে বিরাট। খুব বেশি খেলোয়াড় বলতে পারবে না যে তারা জোফ্রা আর্চারের বলে স্টেপ-আউট করে কভারের উপর দিয়ে মেরেছে। যে পুল শট মেরেছে, (ওটাও দুর্দান্ত)। ও যেভাবে শাসন করেছে, তাꦇতে একটি স্পষ্ট বার্তা ছিল - আমি এখানে আছি এবং দলের হয়ে কিছু একটা করে দেখাতে চাই। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আজ (রবিবার) প্রথম ম্যাচ খেলল জোফ্রা। বিরাট যেভাবে ওকে খেলেছে, তাতে মাঠের বাইরে থেকেই আত্মবিশ্বাস বেড়ে যাবে।’
কার্তিক যা বলেছেন, সেটা 🎐এক বিন্দুও বাড়িয়ে বলেননি। রবিবার আর্চারকে পুরোপুরি শাসন করেছেন বিরাট। প্রথম বলে একটি হাফ-চান্স দেন। ব্যস, ওখানেই শেষ। তারপর আর্চারকে চরম ঔদ্ধত্যের সঙ্গে খেলেন। দ্বিতীয় বলেই চার মারেন। পঞ্চম বলে স্টেপ-আউট ജকরে ছক্কা হাঁকান। পরে আর্চারকে আরও একটি চার এবং ছক্কা মারেন বিরাট। সবমিলিয়ে আর্চারের ১৭ টি বল খেলে ২৮ রান করেন।
(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে - ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।