RCB vs RR: ‘কমেডি অফ এররস’, রান-আউট মিস হয়েও হল না যুজির, নিজের দোষে আউট কার্তিক
1 মিনিটে পড়ুন Updated: 27 Apr 2022, 07:30 AM ISTকার্তিক কিন্তু ক্রিজে ফিরে আসতেই পারতেন, যদি তিনি ছোটার গতি কমিয়ে চাহালকে দেখতে না যেতেন। কারণ যুজির হাত থেকে বল পড়ে যাওয়ায়, তিনি কিছুটা বিচলিত হয়েছিলেন। বল কুড়িয়ে উইকেট ভাঙার আগেই কার্তিক কিন্তু নিজের জায়গায় পৌঁছে যেতে পারতেন।
এই রান-আউট নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হা💝সাহাসি চলছে।
কার্তিক কিন্তু ক্রিজে ফিরে আসতেই পারতেন, যদি তিনি ছোটার গতি কমিয়ে চাহালকে দেখতে না যেতেন। কারণ যুজির হাত থেকে বল পড♍়ে যাওয়ায়, তিনি কিছুটা বিচলিত হয়েছিলেন। বল কুড়িয়ে উইকেট ভাঙার আগেই কার্তিক কিন্তু নিজের জায়গায় পৌঁছে যেতে পারতেন। যাইহোক স্পষ্ট রান আউট থাকলেও, বিষয়টি চলে যায় তৃতীয় আম্পায়ারের কাছে। রিভিউতে দেখা যায়, কার্তিক ক্রিজে পৌঁছানোর আগেই বল দিয়ে উইকেট ভেঙে দেন চাহাল। কার্তিকের আউটটা ম্যাচের বড় টার্নিং পয়েন্ট। কারণ তিনি আউট হওয়ার পরেই ব্যাঙ্গালোরের জেতার সব আশা শেষ হয়ে যায়।
আর♛ও পড়ুন: ব্যাটে-ফিল্ডিংয়ে কামাল রিয়ানের, সুপারহিট অশ্বিন-কু🐻লদীপ, হারল কোহলিরা
আরও পড়ুন: GT-কে ঘাড় ধরে দুইয়ে নামিয়𒀰ে শীর্ষে উঠল RR, কঠিন হল RCB-র লড়াই
মঙ্গলবা🐼র টসে জিতে রাজস্থান রয়্যালসকে প্রথমে ব্যাট করতে পাঠায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক ফ্যাফ ডু'প্লেসি। ব্যাট করতে নেমে শুরুতে একেবারে ল্যাজেগোবরে হয় রাজস্থানের ব্যাটাররা। ব্যাটিং বিপর্যয়ের জেরে রীতিমতো চাপে পড়ে গিয়েছিল রাজস্থান। তবে রিয়ান পরাগ ৩১ বলে অপরাজিত ৫৬ রান করেন। রিয়ানের হাত ধরে রাজস্থানের স্কোর পৌঁছয় ১৪৪ রানে। তারা ৮ উইকেটে এই রান করে।
জবাবে রান তাড়া করতে নেমে ফের ব্যাটিং বিপর্যযয় ঘটো আরসিবির। শুরু থেকেই পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যান ফ্যাফ ডু'প্লেসিরা। রবিচন্দ্রন অশ্বিন এবং কুলদীপ সেনের দাপটে শেষ হয়ে যায় আরসিবি-র যাব🌠তীয় জারিজুরি। মাত্র ১৯.৩ ওভারে ১১৫ রানে অল আউট হয়ে যায় ব্যাঙ্গালোর। ২৯ রানে ম্যাচ জিতে যায় রাজস্থান রয়্যালস।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।