ꦉ ২০১৪ থেকে ২০২১ পর্যন্ত দীর্ঘ ৮ বছর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে আইপিএল খেলেছেন যুববেন্দ্র চাহাল। পরে ২০২২ সালের আইপিএল নিলাম থেকে তাঁকে দলে নেয় রাজস্থান রয়্যালস। রাজস্থানের জার্সিতে এই নিয়ে ২টি মরশুমে মাঠে নামছেন যুজি। স্বাভাবিকভাবেই ২ বছরের সংক্ষিপ্ত সময়ে ৮ বছররে স্মৃতি মন থেকে মুছে ফেলা সম্ভব নয়। তাই যুজবেন্দ্রর কাছে আজও স্পেশাল এম চিন্নাস্বামী স্টেডিয়াম।
꧒রাজস্থানের হয়ে আরসিবির বিরুদ্ধে আইপিএল ২০২৩-এর ম্যাচ খেলতে চিন্নাস্বামীতে পা দিয়েই তাই স্মৃতিমেদুর যুজবেন্দ্র। কোনও রকম রাখঢাক না করে চাহাল নিজেই সেকথা জানিয়ে দেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা রাজস্থান রয়্যালসের ভিডিয়োয় চাহাল বুঝিয়ে দেন, আরসিবি ছাড়লেও এখনও তাঁর হৃদমাঝারে রয়েছে চিন্নাস্বামী।
♒সেটাই অবশ্য স্বাভাবিক। কেননা চিন্নাস্বামী তাঁকে কখনও খালি হাতে ফেরায়নি। চিন্নাস্বামীতে ইতিমধ্যেই সব থেকে বেশি ৫১টি উইকেট নিয়েছেন তিনি। এই স্টেডিয়াম, ড্রেসিংরুম, বাইশগজ, সব কিছুই হাতের তালুর মতো চেনেন চাহাল। দল বদলালেও যুজবেন্দ্র আশা করছেন যে, চিন্নাস্বামী তাঁকে সমর্থন করবে আগের মতোই।
🌱চাহাল বলেন, ‘চিন্নাস্বামীতে খেলতে নামার অনুভূতি আলাদা। আমি এখানে আট বছর খেলেছি। এখানে খেলতে নামলে সব সময় মনে হয়ে যেন ঘরের মাঠে খেলছি। এখানে খেলা সর্বদা উপভোগ করেছি। আমি (সাজঘরের) ভিতরে গিয়ে হার্ষালকে বলি যে, এটা আমার জায়গা, এখানে আমি আট বছর বসেছি। আমি ওদের সঙ্গে কথা বলছিলাম। সবাই খুব খুশি। পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হলে ভালো লাগে।’
𒆙চাহাল আরও যোগ করেন, ‘আমি রীতিমতো উত্তেজিত। ফলাফল যাই হোক না কেন, আমি নিজের মতো করে খেলা উপভোগ করতে চাই। আশা করি চিন্নাস্বামী আগের মতোই আমাকে ভালোবাসবে এবং সমর্থন করবে।’
✨চিন্নাস্বামীতে বরাবর ব্যাটসম্যানরা ছড়ি ঘোরান। তা সত্ত্বেও চাহাল এই মাঠে সাফল্য পেয়েছেন বিস্তর। নিজের এই সাফল্যের রহস্যও জানান যুজবেন্দ্র। তিনি বলেন, ‘আমি মনে করি যে এখানে খোলা মনে বল করা উচিত। শুধু নিজের সেরাটা দাও, সেটা বোলারদের কাছে খুব একটা কঠিনও নয়। খেলা উপভোগ করাটা আসল বিষয়। এখানে সাফল্য পেতে হলে নিজের উপর বিশ্বাস থাকা জরুরি। মাঠ ছোটো বলে দুশ্চিন্তার কিছু নেই। এখানে রান তোলা সহজ এবং বিস্তর বাউন্ডারি মারতে দেখা যায়। তবে সেই চ্যালেঞ্জটাকে উপভোগ করতে হবে।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।