বর্তমানে আইপিএলে সব দলেরই বাকি রয়েছে আর একটি💝 করে ম্যাচ। অনেক দলের কাছেই এই একটি ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ প্লেঅফে যাওয়ার জন্য। আবার অনেক দলই ছিটকে গিয়েছে টুর্নামেন্ট থেকে। এবারের আইপিএলে সবার আগে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে দিল্লি ক্যাপিটালস। মরশুমের শুরু থেকেই একেবারেই ছন্দে ছিল না দিল্লি। ফলে প্রথমের দিকে পরপর ম্যাচ হার টুর্নামেন্টে পিছিয়ে দেয় রিকি পন্টিংয়ের দলকে।
এবার দলের এমন খারাপ পারফরম্যান্সের জন্য এবার ২২ গজকে তুলোধোনা করলেন শেন ওয়াটসন। গত কয়েক দিন আগেই কলকাতা নাইরাইডার্স অধিনায়ক নীতীশ রানা ইডেনের পিচ নিয়ে মুখ খোলেন। তাঁর দাবি, শুধুমাত্র কেকেআরই হোম অ্যাডভান্টেজ পায় না। এবার সেই তালিকায় নাম লেখালেন প্রাক্তন অজি তারকা। আগামী শনিবার ২০ মে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হবে চেন্নাই স💞ুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস। দিল্লির এই শেষ ম্যাচ খেলার আগে ওয়াটসন সাংবাদিকদের বলেন, 'দিল্লির পিচ খেলার জন্য একেবারেই ভালো নয়। বিপক্ষ দলের কাছে যদি ভারতীয় টপ অর্ডার ব্যাটার থাকে তাহলে তারা হয়তো দুর্দান্ত খেলবে। তবে দেশের বাইরের ক্রিকেটারদের এই পিচ বুঝে উঠতে অনেকটা সময় লাগবে।'
দিল্লি ক্যাপিটালস শেষ ম্য়াচে মুখোমুখি হয় পঞ্জাব কিংসের সঙ্গে। তবে সেই ম্যাচটি খেলা হয় ধরমশালায়। সেই স্টেডিয়ামের পিচ যথেষ্টই ভালো ছিল পারফরম্য🔥ান্সের জন্য। আর সেই জন্যই দিল্লি ২১৩ রান তুলতে পারে। যা এবারের আইপিএলে সর্বোচ্চ রান তাদের। দিল্লির এই ম্যাচের কথা উল্লেখ করে ওয়া💧টসন বলেন, 'ধরমশালায় ম্যাচটি আমাদের জন্য খুবই ভালো ছিল। সেখানে আমরা খুবই ভালোভাবে উইকেট তুলতে পেরেছি। বলগুলি খুব সুন্দর টার্নও করছিল। ব্যাটাররাও ভালো রান পেয়েছে। টি-টোয়েন্টির জন্য একেবারে আদর্শ পিচ। কিন্তু দিল্লিতে কোনও কিছুই আমাদের পক্ষে যায় না। আমাদের দিল্লির পিচে খুব বেশি ঘাস নেই। এজন্য আমরা সেখানে ভালোভাবে উইকেটেও নিতে পারি না। এটাই আমাদের জন্য দুর্ভাগ্য। আশা রাখছি পরের মরশুমে এই পিচগুলিকে উন্নত মানের হবে।'
পাল্টা দিয়েছে ডিডিসিএ। তারা জানিয়েছে, পিচ নিয়ে ফ্র্যাঞ্চাইজিকে কোনও উত্তর দিতে তারা একেবারেই প্রস্তুত নয়। ফ্র্যাঞ্চাইজির কথা না শুনতে বলা হয়েছে। দিল্লি এখনও পর্যন্ত যে কটি হোম ম্যাচ খেলেছে তার মধ্যে দুটি ম্যাচে জিতেছে। শেষ ম্যাচের🦄 জিতে তারা পয়েন্ট টেবিলের ৯ নম্বর স্থানে উঠে এসেছে। তবে দিল্লির প্লেঅফে যাওয়ার আর কোনও সুযোগ নেই। এখন শুধু তারা নিয়মরক্ষার ম্যাচ খেলছে। তবে শেষ ম্যাচ চেন্নাইয়ের বিরুদ্ধে দিল্লি জিতবে কিনা 𒊎সেদিকেই এখন নজর থাকবে।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- //pbv88casino.cc/sports/ipl)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।