শুভব্রত মুখার্জি: এই মুহূর্তে ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের অন্যতম ভরসা যোগ্য পেসার মহম্মদ সিরাজ। লাল বলের ক্রিকেট হোক কিংবা সাদা বলের ক্রিকেট দুই ফর্ম্যাটেই চুটিয়ে খেলছেন তিনি। চলতি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলছেন তিনি। বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা🥀 পালন করছেন এই ডানহাতি পেসার। আরসিবির জয়ে এ দিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। তাঁর পারফরম্যান্সের কারণেই এ দিন ম্যাচ সেরা নির্বাচিত করা হয় তাঁকে।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- //pbv88casino.cc/sports/ipl)
ম্যাচ সেরা হওয়ার পরে মহম্মদ সিরাজ জানিয়েছেন, ‘প্রথম বলটা এ দিন একটু শর্ট বল করি। এরপরেই আমি উপলব্ধি করি বল সুইং করাতে আমাকে ফুল লেন্থে বল করতে হবে। আর প্রথম উইকেট নেওয়ার ক্ষেত্রে এই পরিকল্পনাই কাজে দিয়েছে। লকডাউনটা আমার জন্য ꦗখুব গুরুত্বপূর্ণ ছিল। এই সময়ে কঠোর অনুশীলন করেছি। নিজের ভুল শুধরাতে পেরেছি। আমার পরিকল্পনা নিয়ে কাজ করেছি। আমার ফিটনেসের উপর কাজ করেছি। আমার বোলিং নিয়ে তো দিন রাত কাজ করেছি। আর এখন♚ তার সুফল পাচ্ছি। খেলার প্রতিটি বিভাগেই আমি সবসময় উন্নতির জন্য লড়াই চালিয়ে যাচ্ছি। কারণ আমি জানি যে কোন উপায়ে দলের হয়ে যোগদান করতে পারাটা গুরুত্বপূর্ণ। আমি নিজেকে বরাবর মোটামুটি ভালো ফিল্ডার মনে করেছি। মিসফিল্ডিং হতেই পারে তবে আমি ফিল্ডিংকে নিয়ে খুব সিরিয়াস।’
আরও পড়ুন… PB♔KS vs RCB, IPL 2023: ১৫০ শেষ পঞ্জাবের ইনিংস, ২৪ রানে জিতল বিরাটের ব্যাঙ্গালোর
প্রসঙ্গত এ দিন মোহালিতে প্রথমে ব্যাট করে আরসিবি নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৪ রান করে। ফ্যাফ ডু'প্লেসি মাত্র ৫৬ বলে ৮৪ এবং এ দিনের অধিনায়ক বিরাট কোহলি ৪৭ বলে ৫৯ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে শিখর ধাওয়ানহীন পঞ্জাব ১৫০ রানেই অলআউট হয়ে যায়। প্রভসিমরন সিং ৪৬ এবং জিতেশ শর্মা ৪১ রান করেন এদিন। মহম্মদ সিরাজ চার 𓄧ওভার বল করে ২১ রান দিয়ে নেন চারটি উইকেট।
এই খবরটি আপনি পড♔়তে পারেনಞ HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।