শুভব্রত মুখার্জি:- প্যারিস অলিম্পিক গেমস শুরুর আগেই সমস্যার মধ্যে পড়তে হয়েছে ভারতীয় বক্সিং ফেডারেশনকে। 'হোয়ার অ্যাবাউট ফেলিওর' অর্থাৎ কখন কোথায় রয়েছেন সেই তথ্য নিয়ম মাফিক দাখিল করতে প𝐆ারেননি বক্সার পারভিন হুডা।
নিয়ম অনুযায়ী সমস্ত অ্যাথলিটকে এই তথ্য নির্দিষ্ট সময়ে দাখিল করতে হয় অ্যান্টি ডোপিং এজেন্সি ওয়াডার কাছে। নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট ফর্ম্যাটে তিনি তা না করলে ওই অ্যাথলিট নিষেধাজ্ঞার কবলে পড়তে পারেন। গত ১২ মাসের মধ্যে এই নিয়ে তিনবার এই তথ্য দিতে ব্যর্থ হয়েছেন পারভিন হুডা। ফলে ওয়াডা ♋তাঁর উপর নিষেধাজ্ঞা জারি করেছে। ফলে মেয়েদের ৫৭ কেজি ব♋িভাগে কোয়ালিফাই করার পরেও প্যারিস যাওয়া হচ্ছে না তাঁর। ভারত এবার তাদের সেই অলিম্পিক 'কোটা' ফিরে পেতে একজন কোয়ালিফায়ারকে নামাচ্ছে ওয়ার্ল্ড কোয়ালিফায়ারে।
ইন্টারন্যা🧸শনাল টেস্টিং এজেন্সির কাছে পারভিন হুডা তাঁর পুঙ্খানুপুঙ্খ তথ্য দিতে পারেননি। ফল♌ে তাঁকে নির্বাসনে পাঠিয়েছে ওয়াডা। এমন পরিস্থিতিতে ব্যাঙ্ককে আসন্ন ওয়ার্ল্ড কোয়ালিফায়ারে একজন রিজার্ভ (কোয়ালিফায়ার) বক্সারকে লড়াইতে নামাচ্ছে ভারত। উদ্দেশ্যে একটাই যাতে তাদের কোটাতে থাকা ওই স্থান তারা ফিরে পেতে পারেন।
বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী বক্সার পারভিন হুডা নিষিদ্ধ হওয়ার পরে মেয়েদের ৫৭ কেজ🍬ি বিভাগে প্যারিস অলিম্পি༒ক গেমসে লড়াই করছেন না কোন ভারতীয়। সেই জায়গাটা ফিরে পেতেই এবার একজন কোয়ালিফায়ার বক্সারকে নামানো হবে ব্যাঙ্ককে।
২০২২ সালের এপ্রিল থেকে ২০২৩ সালের মার্চ পর্যন্ত এই যে সময়কাল সেই সময়ে ওয়াডার নিয়ম অনুযায়ী কখন কোথায় আ𝔉ছেন, কি করছেন, কি খাচ্ছেন এই বিস্তারিত তথ্য ফাইল করতে পারেননি পারভিন। আর সেই কারণেই তাঁকে নিষেধাজ্ঞার কবলে পড়তে হয়েছে। হ্যাংঝাউ এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতে প্যারিস অলিম্পিকের টিকিট নিশ্চিত করেছিলেন পারভিন। সেই পারভিনের উপরেই সমস্ত দিক বিচার করে ২২ মাসে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
তবে যেহেতু এর মাঝে অনেকটা সময় কেটে গিয়েছে ফলে এ💖ই নির্বাসন কমিয়ে ১৪ মাসের করা হয়েছে। ব্যাঙ্ককে ২৫ মে থেকে শুরু হয়ে ২ জুন পর্যন্ত চলবে ওয়ার্ল্ড কোয়ালিফায়ার। ২০২৪, ১১ এপ্রিলের আগে যে বক্সারকে রিজার্ভ হিসেবে ভারত নথিভুক্ত করেছিল তাঁকেই এই টুর্নামেন্টে নামাতে পারবে তারা। সেই অনুযায়ী একজনকেই এই টুর্নামেন্টে খেলাতে পারবে ভারত। একজন নামবেন ৬০ কেজি এবং অপরজন নামবেন ৬৬ কেজি বিভাগে।
বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া সূত্রে খবর ২০২২ সালের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ৬০ কেজি বিভাগের কো🌟য়ার্টার ফাইনালে হেরেছিলেন জ্যাসমিন লাম্বোরিয়া। তাঁকে ফেডারেশনের তরফে এই ৫৭ কেজি বিভাগের জন্য প্রস্ಌতুত হতে নির্দেশ দেওয়া হয়েছে। এত কম সময়ের মধ্যে যে কাজটা জ্যাসমিনের পক্ষেও সহজ হবে না তা বলাই যায়।
পাশাপাশি বক্সিং ফেডারেশনের তরফে ওয়াডা এবং আইটিএর সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। পারভিনের হয়ে তারা আপিল করবেন যাতে অলিম্পিক কোটা তারা বাঁচাতে পারেন। পাশাপাশি পা🐻রভিনকে নিষেধাজ্ঞার হাত থেকেও বাঁচাতে পারেন। তাদের মতে এই ঘটনাটি ঘটেছে পারভিনের টেকনিক্যাল অজ্ঞতার কারণে। কিভাবে ওয়েবসাইটে জিনিসটা করতে হয় পারভিন তা না জানার ফলেই হয়েছে সমস্যা। এই মুহূর্তে মাত্র তিনজন ভারতীয় বক্সার ভারতের কোটা স্থান পূরণ করেছেন।এরা হলেন নিখাত জারিন (৫০ কেজি), প্রীতি (৫৪ কেজি) এবং লভলিনা (৭৫ কেজি)।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।