বিশেষজ্ঞরা বলছেন রোহিত শর্মা আফগানিস্তানের বিরুদ্ধে একাদশ নির্বাচন করতে কোনও ভুল করতে চাইবেন না। কোন খেলোয়াড়রা সুযোগ পেতে পারেন তা নিয়ে চলছে জোর জল্পনা। ২০২২ এশিয়া কাপ থেকে ছᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱🧸ᩚᩚᩚিটকে গিয়েছে ভারত ও আফগানিস্তান। নিয়মরক্ষার ম্যাচে বৃহস্পতিবার তারা তাদের শেষ ম্যাচ খেলতে মাঠে নামবে। সুপার ফোরে প্রথম দুই ম্যাচেই পরাজয়ের মুখে পড়ে দুই দল। এমন অবস্থায় টুর্নামেন্টের শেষ ম্যাচ জিতে লজ্জা বাঁচানোর দিকেই চোখ থাকবে ভারত ও আফগানিস্তানের।
ভারতীয় দলের কথা বললে রোহিত শর্মা এদিনের ম্যাচে একাদশ মিস করতে চান না। মনে করা হচ্ছে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতীয় একাদশে অনেক পরিবর্তন দেখা যেতে পারে। জাদেজার চোটের পর ভারতীয় দলের কম্বিনেশন ঠিক হচ্ছে না। শেষ দুই ম্যাচের জন্য ৪ বোলার ও এ🌞কজন অলরাউন্ডার নিয়ে খেলেছ টিম ইন্ডিয়া।
আরও পড়ুন… কাউন্টি ক্রিಌকেটের অভিষেক ম্যাচে মাত্র ৮ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া🐭 করলেন গিল
মনে করা হচ্ছে বৃহস্পতিবারও শীর্ষ ৬-এ পরিবর্তনের সুযোগ কম। আজও ওপেনার হিসাবে,আমরা কেএল রাহুল এবং রোহিত শর্মাকে জুটি হিসাবে দেখব।মিডল অর্ডারের দায়িত্ব বিরাট কোহলি, সূর্যকুমার যাদব এবং ঋ♓ষভ পন্তের কাঁধে থাকবে। হার্দিক পান্ডিয়াকে একজন অলরাউন্ডারের ভূমিকায় দেখা যাবে এবং এক নম্বর ফিনিশারের ভূমিকা পালন করবে।
একাদশে দীপ🎃ক হুডার জায়গায় সুযোগ পেতে পারেন দীনেশ কার্তিক অথবা অক্ষর প্যাটেল। অক্ষর প্যাটেল দলে একজন অলরাউন্ডারের ভূমিকা পা🍌লন করতে পারেন।যা রোহিত শর্মাকে ৬তম বোলারের বিকল্প দেবে। তিনি যদি কার্তিকের সঙ্গে যান, তাহলে ব্যাটিং-এ আরও গভীরতা পাবে। অন্যদিকে ভুবনেশ্বর কুমারের জায়গায় ঢুকে পড়তে পারেন দীপক চাহার।
আরও পড়ুন… আফগানদের ব🐻িরুদ্ধে গোল্ডেন ডাক বাবর, ‘বিরাট’ রোগ ধরছে বলে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ
যেখানে ভুবনেশ্বর কুমার শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪ ওভারে ৩০ রান খরচ করেন কোনও উইকেট না নিয়ে,তিনি পাকিস্তানের বিরুদ্ধে ৪ ওভারের কোটায় ১০-এর ইকোনমিরেটে ৪০ রান দিয়েছিলেন। আবেশ খানের জায়গায় দলে এসেছেন দীপক চ🦹াহার।
আজকের ম্যাচে যুজবেন্দ্র চাহালকে বিশ্রাম দিয়ে,রবি বিষ্ণোইকে সুযোগ দেওয়ার কথা ভাবতে পারেন রোহিত। বিষ্ণোই পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন, কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি একাদশে সুযোগ পাননি। পাকিস্তানের বিরুদ্ধে ৪ ওভারে ২৬ রান খরচ করে বাবর আজমের গুরুত্🦂বপূর্ণ উইকেট নিয়েছিলেন বিষ্ণোই।
আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ - কেএল রাহুল, রোহিত শর্মা (অধিনায়ক),বিরাট কোহলি,সূর্যকুমার যাদব,ঋষভ পন্ত,হার্দিক পান্ডিয়া,দীনেশ কার্তিক/অক্ষর প্যাটেল,আর অশ্বিন, দীপক চাহার, রবি বিষ্ণোꦑই, আর্শদীপ সিং
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।