শুভব্রত মুখার্জি: কমনওয়েলথ গেমসের ২২ গজ সাক্ষী থেকেছে এক টানটান উত্তেজনার সেমিফাইনালের। ভারতের কাছে শনিবার সেই ম্যাচে মাত্র চার রানে হেরে ছিটকে যেতে হয়েছে ইংল্যান্ড দলকে। আর সেই ম্যাচেই খারাপ আচরণের꧑ জন্য আইসিসির কোড অফ কন্ডাক্ট ভাঙার কারণে সতর্ক করা হল ই☂ংল্যান্ডের তারকা পেসার ক্যাথরিন ব্রান্টকে। আইসিসির কোড অফ কন্ডাক্টের লেভেল-১ ভাঙার কারণে তাকে অফিসিয়ালি সতর্ক করল আইসিসি।
আরও পড়ুন: ফ্লোরিডায় দ⛦ুরন্ত রোহিত শর্মা, ভাঙলেন শাহিদ আফ্রিদিജর রেকর্ড
প্রসঙ্গত আইসিসির নিয়ম অনুযায়ী লেভেল-১ অপরাধ করলে হয় অফিসিয়াল সতর্কতা না হয় ম্যাচ ফি'র ৫০ শতাংশ জরিমানা করা হয♑়। এক্ষেত্রে ক্যাথরিনকে শুধুমাত্র সতর্ক করেই আপাতত ছাড়া হল। বার্মিংহামে প্রথম সেমিফাইনাল চলাকালীন এই অপরাধটি করেন ক্যাথরিন ব্রান্ট। আইসিসির কোড অফ কন্ডাক্টের ধারা ২.৩ ভেঙে এই লেভেল-১ অপরাধ করেছেন ব্রান্ট। আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন শোনা গেছে এমন অশ্লীল ভাষাতে কথা বলায় শাস্তির মুখে পড়তে হল ব্রান্টকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।