শুভব্রত মুখার্জি: দীর্ঘ প্রায় তিন বছর ব্যাট হাতে খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে বিরাট কোহলিকে। ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি টেস্টে শতরান করার পরে আর শতরানের দেখা পাননি বিরাট। ১০২০ দিনꦬ পরে এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে এসেছে তার কেরিয়ারের ৭১তম আন্তর্জাতিক শতরান। আর এমন আবহেই কার্যত বিস্ফোরক দাবি করে বসেছেন পাকিস্তানের প্রাক্তন কিপার ব্যাটার রশিদ লতিফ। তাঁর মতে সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআইয়ে আসার পরেই 'পরিবর্তনের' শুরু। বিরাটকে নাকি ইচ্ছে করেই সমস্যাতে ফেলা হয়েছে!
আরও পড়ুন… আসন্ন T20 WC জিততে হলে এই ক্রিকেটারকে দলে চাই! ক🎉ার কথা বল🀅লেন সুনীল গাভাসকর?
অফিসিয়াল ইউটিউব চ্যানেল 'কট বিহাইন্ডে' প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অজয় জাদেজার সঙ্গে এক আলোচনায় লতিফ বলেন, ‘ওরা (ভারত) ধোনিকে মেন্টর হিসেবে বিশ্বকাপে নিয়ে গিয়েছিল। তার কিছুদিন আগেই 🍨ও (বিরাট) ঘোষণা করেছিল যে ভারতের টি-২০ অধিনায়কত্ব ও কখন ছেড়ে দিতে চলেছে। ব্যাপারটা আমাদেরকে খুব হতচকিত করে দেয়। আমরা জানতাম তো না যে পর্দার পিছনে কি ঘটে চলেছে। তারপর দল দক্ষিণ আফ্রিকায় যায়। রোহিত আনফিট হয়ে যায়। কেএল রাহুল অধিনায়ক হয়। আর সেখানেই কোহলি টেস্ট অধিনায়কত্বও ছেড়ে দেয়। ফলে বলাই যায় অনেক কিছুই ঘটছিল।’
আরও পড়ুন… দাবাং চুলবুল পাণ্ডে সাজে ধোনি! ভাই💯র🍸াল ভারতের প্রাক্তন অধিনায়কের নতুন লুক
রশিদ লতিফ আরও যোগ করে বলেন, ‘আমি যদি ২০১৯ বিশ্বকাপের সময়ে ফিরে যাই তাহলে দেখব সেই সময়তে রবি শাস্ত্রী হেড কোচ ছিল। এই সব ঘটনা থেকে আমি পর্যবেক্ষণ যেটা পর্যবেক্ষণ করেছি তা হল সৌরভের আগমনে একটা পরিবর্তন আসে। শাস্ত্রী চলে যায়। রাহুল দ্রাবিড় দায়িত্ব নꦍেয়। বিক্রম রাঠোর ছিল। আমি মনে করি পর্দার পিছনে কিছু একটা ঘটনা ঘটছিল। আমার মনে হয়েছে একজন ক্রিকেটার যে (বিরাট) নিজের কেরিয়ারের শীর্ষে ছিল তাঁকে ইচ্ছে করে সমস্যার মধ্যে ফেলা হয়েছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।