বয়স তাঁর মাত্র ২০ বছর। এটিপি র্যাঙ্কিংয়ে বিশ্বের ১২৩ নম্বরে রয়েছেন। তিনি লুকা নার্দি। এবার এই তরুণ টেনিস তারকা হারিয়ে দিলেন নোভাক জকোভিচকে। শুনে অনেকেই চমকে যেতেই পারেন। তবে এটাই সত্যি। এমনই ঘটনা ঘটেছে ইন্ডিয়ান ওপেনে। পুরুষদের সিঙ্গেলসের ফাইনা🦄লে এই তরুণ হারি🌺য়ে দিলেন জকোভিচকে। স্বাভাবিক ভাবেই এটা এক বড় ধাক্কা সার্বিয়ান তারকার জন্য। নার্দি নিজেও জানতেন না এমন কিছু অপেক্ষা করে রয়েছে তাঁর জন্য। শুধু নার্দি একা নন, একই সঙ্গে গোটা বিশ্ব অবাক হয়েছে জকোর হারে।
এদিন ফাইনাল🅰ে ২০ বছরের এই তরুণ ২৪ বারের গ্র্যান্ড স্লাম জয়ীকে কোনও রকম সুযোগই দেননি। দাপটের সঙ্গে খেলে যান। প্রথম সেটই জিতে যান তিনি। যদি দ্বিতীয় সেটে কামব্যাক করে জকো। ফলে জমে ওঠে খেলা। কিন্তু নার্দি হাল ছেড়ে দেননি। কিংবদন্তি জকোর বিরুদ্ধে লড়াই জারি রাখেন। ফলে শেষ সেটটি জিতে নেন নার্দি। ম্যাচের ফলাফল 🦋দাঁড়ায় ৪-৬, ৬-৩ এবং ৩-৬। স্বাভাবিক ভাবেই আনন্দে উৎফুল্ল হয়ে ওঠেন ইতালিয় এই তারকা। নিজেও বুঝে উঠতে পারেননি, তিনি জকোভিচের মতো একজনকে হারিয়ে পুরুষদের সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হয়েছেন।
পাঁচবারের ইন্ডিয়ান ওপেন চ্যাম্পিয়নকে হারিয়ে উৎফুল্ল নার্দি। ম্যাচ শেষে তিনি জানান, 'গত রাতেও আমাকে কেউ চিনত না। আশা করি স্টেডিয়ামে খেলা দেখতে আসা সমর্থকরা খুব ভালো ভাবে ম্যাচ উপভোগ করতে পেরেছে। সত্যি আমি নিজে খুব খুশি। তবে আজ ঘটেছে এটা সত্যি আমার কেরিয়ারে﷽ সব সময় মনে থাকবে। এটা মীরাক্কেল বলা চলে। আমি এই মুহূর্তে এটিপি র্য🦹াঙ্কিংয়ে ১০০ জনের মধ্যে নেই। কিন্তু তারপরও আমি নোভাক জকোভিচের মতো একজনকে আমি হারাতে পেরেছি। সত্যি পাগল আমি।'
তরুণ তুর্কির কাছে হেরে হতাশ জকোভিচ। শুধু ত♍াই নয়, তরুণ তারকাকে শুভেচ্ছা জানিয়েছে এই কিংবদন্তি। সার্বিয়ান তারকা বলেন, 'খুব ভালো খেলেছে নার্দি। যোগ্য ব্যক্তি চ্যাম্পিয়ন হয়েছে। ওর এই সাফল্য আমি আনন্দিত। তবে আমার এই পারফরম্যান্স নিয়ে সত্যি অবাক হয়েছি। খুব খারাপ পারফরম্যান্স ছিল আমার।'
প্রসঙ্গত, এই টুর্নামেন্টജটা খেলারই কথা ছিল না ২০ বছর বয়সী ইতালিয়ান তরুণের। বাছাইপর্বে হেরে যান নার্দি। পরে থমাস মার্টিনের এক চোট ভাগ্য খুলে দেয় নার্দির। ইন্ডিয়ান ওয়লস ওপেনে খেলার সুযোগ পান তিনি। সেই সঙ্গে নিজের জাত চেনালেন এই তরুণ। বিশ্ব মঞ্চে তিনি যে শোরগোল ফেলে দিয়েছেন তা বলার অপেক্ষা রাখে না।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।