আগ্রাসনে ক্যাপ্টেন মায়াঙ্ক আগরওয়ালকেও টেক্কা দিলেন অনিরুদ্ধ য🍒োশী। বরং বলা ভালো যে, দলনায়কের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালিয়ে অনিরুদ্ধে দাপুটে জয় এনে দিলে♔ন দলকে।
মহারাজা টি-২০ ট্রফির ১৭তম লিগ ম্যাচে সম্মুখসমরে নামে বেঙ্গালুরু ব্লাস্টার্স ও ম্যাঙ্গালোর ইউন൲াইটেড। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে মায়াঙ্কের ন🐻েতৃত্বাধীন বেঙ্গালুরু। তারা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৯১ রানের বিশাল ইনিংস গড়ে তোলে।
নিশ্চিত হাফ-সেঞ্চুরি মাঠে ফেলে আসেন মায়াঙ্ক। ওপেন করতে নেমে তিনি ২টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৭ বলে ৪৭ রান করে আউট হন। দুর্দান্ত হাফ-সেঞ্চু💜রি করেন অনিরুদ্ধ। ৫ নম্বরে ব্যাট করতে নেমে তিনি মাত্র ২৩ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর🔯্ণ করেন। শেষমেশ ৭টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৪ বলে ৫৭ রান করে নট-আউট থাকেন অনিরুদ্ধ।
এছাড়া কেভি অনꦜীশ ৪০ ও শিবকুমার রক্ষিত ৩৪ রান করেন। ১টি করে উইকেট নেন অনীশ্বর গৌতম, এইচএস শরৎ, শশী কুমার ও আদিত্য সোমান্না।
পালটা ব্যাট করতে নেমে ম্যাঙ্গালোর ১৬ ওভারে ১২৫ রানে অল-আউট হয়ে যায়। রবিকুমার সামর্থ দলের হয়ে সব থেকে বেশি ৩২ রান করেন। এছাড়া অভিনব মনোহর ২৩, শরৎ অপরাজিত ২২, আদি𓃲ত্য ১১ ও বিজয়কুমার ১০ রান কর▨েন। ৬৬ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে বেঙ্গালুরু।
টি প্রদীপ ও ঋষি বোপান্না ৩টি করে উইকেট দখল করেন। ২টি উইকেট🐠 নেন ক্রান্তি কুমার। ১টি করে উইকেট নিয়েছেন এলআর কুমার ও জগদীশা সূচিত। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন অনিরুদ্ধ। এই জয়ের সুবাদে বেঙ্গালুরু ব্লাস্টার্স লিগ টেবিলের শীর্ষস্থান ছিনিয়ে নেয় ম্যাঙ্গালোরের কাছ থেকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।