চিন ওপেনে চমক ভারতের মেয়ে মালবিকা বনসোদের। ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে বিশ্বের সাত নম্বরকে হারিয়ে চমক ♚দিয়েছিলেন তিনি। শুক্রবার অবশ্য দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন আকনে ইয়ামাগুচির কাছে পরাজিত হন তিনি। আন্ডারডগ হিসাবে প্রবেশ করার পরে চাংঝুতে সুপার ১০০০ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছে নজর কাড়েন তিনি। এটি তাঁর প্রথম কোনও সুপার ১০০০ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ছিল।
মালবিকা শুধু মাত্র পেছনের সারির খেলোয়াড়দের হারিয়েছেন এমন নয়। তিনি অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জয়ী এবং বিশ্বের 𝕴৭ নম্বর টেনিস তারকা গ্রেগরিয়া মারিসকা টুংজুংকে হারিয়েছিলেন। এরপর অভিজ্ঞ স্কটল্যান্ডের কির্স্টি গিলমৌরকেও পরাজিত করেন তিনি। হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই মরশুমে আমি টপ ২০ খেলোয়াড়দের বিরুদ্ধে অনেকগুলি ম্যাচ খেলেছি। যেখানে হয়তো আমি জিততে পারিনি তবে লড়াই করেছিলাম। সেই ম্যাচগুলির হার থেকে আমি শিক্ষা নিয়েছিলাম। ভুলগুলি বুঝতে পেরেছিলাম, এবারের টুর্♑নামেন্টে সেগুলি এড়িয়ে চলতে সক্ষম হয়েছি’।
মালবিকা ভারতীয় ব্যাডমিন্টন জগতের একটি পরিচিত নাম। ২০২২ সালে তিনি প্রথম শিরোনামে আসেন। সেবছর ইন্ডিয়ান ওপেনে প্রাক্তন বিশ্বের ১ নম্বর টেনিস তারকা তথা অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জয়ী সাইনা নেহওয়ালকে পরাজিত করেন। পরবর্তীতে টুর্নামেন্টের ফাইনালে পিভি সিন্ধুর কাছে পরাজিত হন। তবে ২০২২ সালে তিনি একাধিক প্রতিযোগিতার সেমিফাইনাল ও ফাইনাল খেলে ছিলেন। যার সুবাদে তিনি বিশ্ব ব্যাডমিন্টন খেলোয়াড়দের র্যাঙ্কিংয়ে ২৮ নম্বর স্থানে উঠে এসেছিলেন ২০২৩ সালে। তবে এরপর তাঁর র্যাঙ্কিংয়ের পতন হয়, কারণ ডেঙ্গির কারণে একাধিক টুর্নামেন্টে অংশ নিতে ♏পারেননি মালবিকা।
এরপর কোচ পরিবর্তন করেন মালবিকা বনসোদ। তাঁর ছোটবেলার কোচ সঞ্জয় মিশ্র ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি হিসেবে যোগ দেওয়ায় তাঁকে এই সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। কয়েজন কোচ এবং কয়েকটি অ্যাকাডেমিতে চেষ্টা করার পরে তিনি ২০২৩ সালে কোচ শ্রীকান্ত ভাদের অধীনে প্রশিক্ষণের জন্য থানে ব্যাডমিন্টন অ্যাকাডেমিতে যোগ দেন। কোচ শ্রীকান্ত বলেন, 'মালবিকা খুবই পরিশ্রমী এবং ফিট, যেই কারণে তিনি অনেকক্ষণ সময় ধরে কোর্🌠টে খেলতে পারেন। ওঁ খুবই ভালো শিক্ষার্থী। মালবিকার মধ্যে জেতার খিদে রয়েছে এবং সবসময় আরও ভালো করার চেষ্টা করেন’। এবছর মা﷽লবিিকার লক্ষ্য বিশ্বের টপ ২৫ ব্যাডমিন্টন খেলোয়াড়দের মধ্যে জায়গা করে নেওয়া। সেই লক্ষ্যেই প্রস্তুতি চলছে তাঁর।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।