কথায় আছে কারও সর্নাশ, তো কারও পৌষ মাস। চোটের কারণে ইংল্যান্ড সফর থেকেও ছিটকে গিয়েছেন কেএল রাহুল। তাঁর পরিবর্ত হিসেবে সম্ভবত ভাগ্য খুলছে মায়াঙ্ক আগরওয়ালের। ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্টে ব্যাকআপ ওপেনার হিসেবে ভারতীয় দলে ফিরে আসতে পারেন মায়াঙ্ক। কুঁচকির চোটের কারণে ইংল্যান্ড সফর থেকে ছিটকে গিয়েছেন সহ-অধিনায়ক কেএল রাহুল। তাই এই সফরের জন্য সহ-অধিনജায়ক হিসেবে বেছে নেওয়া হতে পারে ঋষভ পন্তকে।
বিসিসিআইয়ের একজন সিনিয়র কর🌳্মকর্তা InsideSport.IN-কে বলেছেন, ‘মায়াঙ্ককে ইংল্যান্ড সফরের জন্য স্ট্যান্ডবাই রাখা হয়েছে। আমরা টিম ম্যানেজমেন্টকে জিজ্ঞেস করেছি, রাহুলের পরিবর্তের প্রয়োজন কি না! ১৯ জুনের মধ্যে একটি উত্তর দরকার। সে ক্ষেত্রে ইংল্যাꩲন্ডে পাঠানো হবে মায়াঙ্ককে। কিন্তু তা এখনও চূড়ান্ত হয়নি। তবে ঋষভ সহ-অধিনায়ক হবেন।’
আরও পড়ুন: ড্রেসিংরুমের পরিবেশটা খুব ভালো রেখেছেন দ্রাবিড়, প✨্রশ꧟ংসায় পঞ্চমুখ DK
আরও পড়ুন: ব্যর্থ হয়েই চলেছেন পন্ত, ধোনিকে টপকে গড়লেনꦍ লজ্জার নজির
তবে এটাও ভাবা হচ্ছে, যেহেতু এটি একমাত্র টেস্ট এবং মা🍬য়াঙ্ককে সীমিত ওভারের সিরিজের জন্য দলে রাখার সম্ভাবনা কম, তাই নির্বাচকেরা আবার মনে করেন, মায়াঙ্ককে পরিবর্ত হিসেবে পাঠানোর প্রয়োজন নেই। কারণ শুভমান গিলের চোট হলে হনুমা বিহারী ওপেনার 🍸হতে পারেন। যাই হোক, গত ইংল্যান্ড সফরে ভারত যেহেতু তিনটি চোটের মধ্যে পড়েছিল, তাই বিসিসিআই কোনও রকম ঝুঁকি নিতে চায় না। এবং রাহুলের ব্যাকআপ বিকল্প হিসেবে মায়াঙ্ক আগরওয়ালকে দলে যোগ করতে চায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।