꧙ MLC 2023 Champion MI New York: মেজর লিগ ক্রিকেটের প্রথম মরশুমের ট্রফি ঘরে তুলল MI নিউ ইয়র্ক। এবারের ফাইনাল ম্য়াচে সিয়াটল অর্কাসকে সাত উইকেটে হারিয়ে দিল MI। এদিন দুরন্ত ব্যাটিং করলেন এমআই-এর ক্যাপ্টেন নিকোলাস পুরান। মাত্র ৫৫ বলে তিনি করলেন অপরাজিত ১৩৭ রান। এদিনের ইনিংসে তিনি ১০টি চার ও ১৩টি ছক্কা মেরেছিলেন। ফাইনাল ম্যাচে ২৪৯ এর স্ট্রাইক রেটে রান করে দলকে জেতালেন তিনি। এদিন এমআই-এর হয়ে তিনটি করে উইকেট নিয়েছিলেন ট্রেন্ট বোল্ট ও রশিদ খান।
👍এদিন টস জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত এমআই নিউ ইয়র্ক। সিয়াটল অর্কাস প্রথমে ব্যাট করতে নমে নাউমন আনোয়ারের উইকেট হারায়। তবে একদিক থেকে ইনিংসের রাশ ধরে রাখেন কুইন্টন ডি’কক। ৫২ বলে ৮৭ রানের ইনিংস খেলেন তিনি। এদিন তাঁর ইনিংসে ছিল ৯টি চার ও চারটি ছক্কা। তবে এদিন তাঁর সঙ্গে কেউই সেভাবে বড় রানের ইনিংস খেলতে পারেননি। শেহান জয়সূর্য ১৫ বলে ১৬ রান। তবে ক্লাসেন এদিন ব্যাট হাতে ব্যর্থ হন এবং চার রানের মাথায় রশিদ খানের শিকর হন। এরপরে শুভম রানজানে কিছুটা হাল ধরার চেষ্টা করলেও সেটা সেভাবে কার্যকারী হয়নি। ১৬ বলে ২৯ করে সাজঘরে ফেরেন শুভম। এরপরে ডোয়াইন প্রিটোরিয়াস ৭ বলে ২১ রানের ইনিংস খেলে রানকে ১৮০ উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং তাতে তিনি অনেকটা সফল হন। এফলে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে সিয়াটল অর্কাস তোলে ১৮৩ রান। এদিন বল হাতে ফের সফল হন ট্রেন্ট বোল্ট। চার ওভার বল করে ৩৪ রান দিয়ে তিন উইকেট তুলে নেন কিউয়ি বোলার। এছাড়াও রশিদ খান চার ওভারে ৯ রান দিয়ে তিন উইকেট শিকার করেন। এছাড়াও স্টিভেন টেলর ও উইসে একটি করে উইকেট পেয়েছেন।
𒈔সিয়াটল অর্কাসের দেওয়া ১৮৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমেই প্রথমে স্টিভেন টেলরের উইকেট হারায় এমআই। শূন্য রানেতেই এক উইকেট হারানোয় অনেকেই ভাবতে তাকেন হয়তো চাপে পড়ে গিয়েছে এমআই। তবে এরপরে ব্যাট হাতে হাল ধরেন দলের ক্যাপ্টেন নিকোলাস পুরান। ব্যাট হাতে নেমেই ঝড় তোলেন তিনি। প্রায় একার কাঁধেই রান তোলার সব দায়িত্ব যেন তিনি নিয়ে ফেলেছিলেন।
ಌ৪০ বলে ১০০ রানের ইনিংস খেলেন তিনি। এই ইনিংসে তিনি ৬টি চার ও ১০টি ছক্কা মারেন। ২৫০ স্ট্রাইক রেটে ১০০ রান করেন পুরান। তাঁকে ব্যাট হাতে প্রথমে সঙ্গ দেন শায়ন জাহাঙ্গীর ও পরে ব্রেভিস তাঁর সঙ্গে ইনিংসকে এগিয়ে নিয়ে যান। মাত্র ১০ ওভারেই ২ উইকেট হারিয়ে ১১৬ রান তুলে নেয় এমআই নিউ ইয়র্ক। ফলে ফাইনাল ম্যাচ জিততে হলে তাদের ৬০ বলে ৬৮ রানের দরকার ছিল।
🐎এরপরে সাবধানের সঙ্গে ইনিংস এগিয়ে নিয়ে যান পুরান। খেলা শেষ করে মাঠ ছাড়েন তিনি। তবে তাঁর মাঝেই ব্রেভিস ১৮ বলে ২০ রান করে সাজঘরে ফিরে যান। এরপরে মাঠে নামেন টিম ডেভিড।৯ বলে তিনি করেন অপরাজিত ১০ রান। শেষ পর্যন্ত ৫৫ বলে অপরাজিত ১৩৭ রান করেন নিকোলাস পুরান। ১০টি চার ও ১৩টি ছক্কা দিয়ে সাজানো ছল তাঁর এদিনের ইনিংস। ১৮৪ রান তাড়া করতে নেমে মাত্র ১৬ ওভারেই লক্ষ্য অর্জন করে এমআই। এর ফলে মেদর লিগ ক্রিকেটের প্রথম ট্রফি জিতে ইতিহাস গড়ে ফেলল এমআই নিউ ইয়র্ক।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।