ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের একটি টুইট ঘিরে সমালোচনার ঝড় উঠেছে। আজহার নিজের টুইটে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নির্বাচিত ভারতীয় দলকে নিয়ে নিজের বিবৃতি দিয়েছিলেন। যা দেখে ভক্তরা তাঁর উপর ক্ষিপ্ত হয়েছিলেন। আজহারউদ্দিন ত♒াঁর টুইটে লিখেছেন যে শামি এবং শ্রেয়স আইয়ারের এই দলে জায়গা পাওয়া উচিত ছিল। যাইহোক, ভক্তরা তার মতামতে খুশি ছিলেন না এবং টুইটারে তাঁর প্রচুর সমালোচনা করেছিলেন।
আসলে মহম্মদ শামি এবং শ্রেয়স আইয়ারꦏকে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নির্বাচিত ভারতীয় দলে রাখা হয়নি। শামি ও আইয়ার দুজনকেই স্ট্যান্ডবাই রাখা হয়েছে। আজহারউদ্দিনের মতে, এই দুই খেলোয়াড়েরই মূল দলে জায়গা ছিল। মহম্মদ আজহারউদ্দিন টুইট করে লিখেছিলেন, ‘মহম্মদ শামি এবং শ্রেয়স আইয়ার মূল দলে জায়গা না পেয়ে আমি অবাক হয়েছি। দীপক হুডার জায়গায় শ্রেয়স আইয়ার এবং হার্ষাল প্যাটেলের জায়গায় মহম্মদ শামি হল আমার পছন্দ।’
আরও পড়ুন… অধিনায়কত্ব করার উপর নিষেধাজ্ঞা আছে, এমন ক্রিকেটারকেই তাঁর প⛦রিবর্ত🗹ে পছন্দ ফিঞ্চের
ভারতীয় দলের ভক্তরা মহম্মদ আজহারউদ্দিনকে টুইটারে প্রচণ্ডভাবে ট্রোল করছেন। ভক্তরা কী ধরনের প্রতিক্রিয়া দিয়েছেন তা জেনে নেওয়া যাক। এক নেটিজেন লিখেছেন, ‘꧙আপনি কি ভুলে গেছেন গত টি-টোয়েন্টি বিশ্বকাপে শামির সঙ্গে কী হয়েছিল, নাকি শর্ট পিচ বোলিংয়ের বিপক্ষে শ্রেয়স আইয়ারের রেকর্ড ভুলে গেছেন? নাকি ভুলে গেছেন অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ। আপনার মন্তব্যের ভিত্তি কি? আপনি একজন প্রাক্তন অধিনায়ক।’
অন্য আর একজন লেখেন, ‘আজহার স্যার আপনি কি জানেন মহম্মদ শামির ইকোনমি রেট কি? দয়া করে আমাকে বলুন ভা꧋রতে কোন বোলারের ইকোনমি খুব খারাপ।’ অন্য আর এক জন লꦏিখেছেন, ‘আপনার বয়স হয়েছে এবং শামি কখনওই ভালো টি-টোয়েন্টি বোলার ছিলেন না। বল করতে পারেন দীপক হুডা। মনে রাখবেন টি-টোয়েন্টি ফর্ম্যাট কি।’
অস্ট্রেলিয়া সিরিজের জন্য ভারতের স্কোয়াড : রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্ত, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, আর. অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার , মহম্মদ শামি, হার্ষাল প্যাটেল, 🉐দীপক চাহার, জাসপ্রীত বুমরাহ।
দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টির জন্য ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-❀অধিনায়ক), বিরাট 🌱কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্ত, দীনেশ কার্তিক, আর. অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, মহম্মদ শামি, হার্ষাল প্যাটেল, দীপক চাহার, জাসপ্রীত বুমরাহ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।