ভারতের সবচেয়ে সফল ক্রীড়াবিদ এবং প্রাক্তন অলিম্পিক্স চ্যাম্পিয়ন নীরজ চোপড়া একটি বড় সম্মান পেয়েছেন। দু'বারের অলিম্পিক্স পদকজয়ী নীরজ চোপড়াকে টেরিটোরিয়াল আর্মিতে সম্মানসূচক লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদা দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, নীরজ চোপড়াকে এই পদমর্যাদায় সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নীরজ ইতিমধ্যেই ভারতীয় সেনাবাহিনীতে সুবেদার মেজর হিসেবে নিযুক্ত।
বুধবার (১৪ মে) এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ঘোষণা করেছে। ৯ মে রাষ্ট্রপতি এই বিষয়ে সবুজ সঙ্কেত দিয়েছিলেন। প্রতিরক্ষা মন্ত্রকের এই বিজ্ঞপ্তি অনুসারে, রাষ্ট্রপতি, টেরিটোরিয়াল আর্মি রেগুলেশনের অধীনে তাঁর ক্ষমতা প্রয়োগ করে, নীরজ চোপড়াকে সম্মানসূচক লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদা প্রদান করেছেন। নীরজের এই পদমর্যাদা ১৬ এপ্রিল ২০২৫ থেকে কার্যকর হয়েছে।
আরও পড়ুন: প্র্যাকটিস ম্যাচ মোটেও খেলতে চাইতেন না… কোহলিকে নিয়ে চাঞ্চল্যকর দাবি ভারতের প্রাক্তন কোচের
সেনাবাহিনীতে থাকাকালীনই অলিম্পিক্সে চ্যাম্পিয়ন হয়েছিলেন নীরজ
ভারতীয় সেনাবাহিনীর রাজপুতানা রাইফেলস-এ প্রথমে সুবেদার এবং পরে সুবেদার মেজর ছিলেন নীরজ। বিশ্ব জুড়ে তাঁর অসাধারণ পারফরম্যান্স দিয়ে দেশ ও সেনাবাহিনীকে গৌরবান্বিত করেছেন চারকা জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। ২০১৬ সালে সেনাবাহিনীতে থাকাকালীন নীরজ জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। একই বছরে, তিনি সেনাবাহিনীর অংশ ছিলেন এবং তারপর তাঁকে সুবেদার পদমর্যাদা দেওয়া হয়েছিল। তারপর টোকিয়ো অলিম্পিক্সে জ্যাভলিন থ্রোতে স্বর্ণপদক জিতে তিনি অ্যাথলেটিক্সে অলিম্পিক্স চ্যাম্পিয়ন হওয়া প্রথম ভারতীয় হয়ে ওঠেন। এর পরেই তিনি পদোন্নতি পেয়ে সুবেদার মেজর হন। এই সময় কালের মধ্যে, তিনি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন এবং তার পরে ডায়মন্ড লিগ শিরোপাও জিতেছেন। গত বছরই নীরজ প্যারিস অলিম্পিক্সেও ফের পদক পান। তবে প্যারিসে হাতছাড়া হয় সোনা। রুপো জিতে সন্তুষ্ট থাকতে হয় নীরজকে।
আরও পড়ুন: রোহিত, কোহলির বিদায় মঞ্চ এমনটা হওয়া উচিত ছিল না… BCCI-কে ঝেড়ে কাপড় পরালেন অনিল কুম্বলে
এই তারকাদেরও একই ভাবে সম্মানিত করা হয়েছিল
এটিই প্রথম বার নয় যে, রাষ্ট্রপতি কোনও ক্রীড়াবিদকে টেরিটোরিয়াল আর্মিতে এই পদমর্যাদায় সম্মানিত করেছেন। বহু বছর আগে, প্রাক্তন অধিনায়ক কপিল দেব, যিনি ভারতকে প্রথম বিশ্বকাপ জিতিয়ে ইতিহাস লিখেছিলেন, তাঁকে লেফটেন্যান্ট কর্নেল করা হয়েছিল। তার পর ২০১১ সালে, এমএস ধোনি এবং অভিনব বিন্দ্রাও এই সম্মান পেয়েছিলেন। ধোনির নেতৃত্বে ভারত বিশ্বকাপ জিতেছিল, আর বিন্দ্রা অলিম্পিক্সে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় খেলোয়াড় হয়েছিলেন। অন্য দিকে কিংবদন্তি ব্যাটসম্যান সচিন তেন্ডুলকরকেও ভারতীয় বিমান বাহিনী কর্তৃক সম্মানসূচক গ্রুপ ক্যাপ্টেন করা হয়েছিল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।