শুভব্রত মুখার্জি:- দু'দুবার ডোপ পরীক্ষায় ফেল করেন এই মুহূর্তে লন টেনিসে বিশ্ব ক্রমতালিকায় এক নম্বরে থ﷽াকা ইতালিয়ান তারকা ইয়ানিক সিনার।এরপরেও তিনি নিষেধাজ্ঞা এড়াতে সক্ষম হন। আন্তর্জাতিক টেনিস ইন্টিগ্রিটি এজেন্সির দাবি ছিল সিনার ইচ্ছাকৃতভাবে ডোপিং করেননি। তাঁর চোটের জায়গায় ওষুধ দিযﷺ়ে ফিজিওথেরাপির সময়ে ওই নিষিদ্ধ ওষুধ তাঁর শরীরে অনিচ্ছাকৃতভাবে প্রবেশ করেছিল।আর সেই কারণেই তাঁকে নির্বাসন দেয়নি ইন্টিগ্রিটি এজেন্সি।এই ঘটনার পরেই লন টেনিস খেলোয়াড়দের মধ্যে একটা অসন্তোষ দেখা দিয়েছিল।আর এমন আবহেই এবার ডোপিং কেসের ক্ষেত্রে নিয়ম বদলের সওয়াল করেছেন লন টেনিসের কিংবদন্তি নোভাক জকোভিচ।
আরও পড়ুন-রেলকে বেলাইন করল মোহনবাগান! কলকাতা লিগে ৮-১ গোলে দুরন্ত জয় সবুজ মেরুন শিবিরে🦩র
বিশ্ব ক্রমতালিকায় দুই নম্ꦇবরে থাকা নোভাক জকোভিচের স্পষ্ট বক্তব্য আমি খেলোয়াড়দের সেন্টিমেন্টটা বুঝতে পারছি। পাশাপাশি আমি অ্যান্টি ডোপিংয়ের যে নিয়ম তাতেও পরিবর্তনের দাবি জানাচ্ছি। তাঁর মতে বর্তমান যে আইন রয়েছে তাতে ধারাবাহিকতার অভাব রয়েছে।আর এই অভাব পূরণের কারণেই প্রয়োজন আইনে পরিবর্তন করার। নোভাক জানিয়েছেন ' আমি খেলোয়াড়দের হতাশার কারণটা বুঝি। তাদের হতাশা থাকাটাই স্বাভাবিক। এই আইনে ধারাবাহিকতার অভাব রয়েছে। আমি যতটা বুঝি ওঁর (সিনারের) কেসটা যে মুহূর্তে ধরা পড়েছিল বিষয়টা বা ঘোষণা করা হয়েছিল সেই মুহূর্তেই ক্লিয়ারও করে দেওয়া হয়েছিল। এর ফলে একটা জিনিস স্পষ্ট তা হল আইনের ধারাবাহিকতায় যথেষ্ট অভাব রয়েছে🐭। আমি খেলোয়াড়দের সেন্টিমেন্টটা বুঝতে পারি। এই ধারাবাহিকতার অভাবের জন্য অনেকেই এই বিষয়টাকে নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে।'
আরও পড়ুন-গোল করলেন, করালেন! জেসিনের দুর্দান্ত ফুটবলে পিয়ꦅা♋রলেসকে ২-১ গোলে হারাল ইস্টবেঙ্গল
জকোভিচ আরো যোগ করেন ' একাধিক খেলোয়াড় রয়েছেন যাদের সঙ্গে এক ঘটনা ঘটেছে। কিন্তু𓆏 তাদের ক্ষেত্রে কিন্তু ফলাফল (শাস্তি) এক হয়নি। এখন একটা প্রশ্ন তো উঠবেই। তা হল এখানে কি ফান্ডের (অর্থের) কোন বিষয় রয়েছে? একজন খেলোয়াড় কি তাহলে বেশি টাকা দিয়ে নামি দামি আইনি ফার্মকে নিয়োগ করতে পারলে ওই ফার্ম তাদেরকে সঠিক বিচার পাইয়ে দেবে! ' উল্লেখ্য চলতি বছরের মার্চে ইন্ডিয়ান ওয়েলসের প্রতিযোগিতা জেতেন সিনার।
আরও প🐲ড়ুন-MLS- ভিডিয়ো, দুরন্ত সুয়ারেজ,জিততে অসুবি💦ধা হল না মেসিহীন মিয়ামির! মুখে হাসি ফুটল LM10-র
প্রতিযোগিতার সময় তাঁর ডোপ পরীক্ষা হয়। প্রতিযোগিতার পরেও তাঁর ডোপ পরীক্ষা হয়।এই সময়ে তাঁর শরীরে নিষিদ্ধ অ্যানাবোলিক মেটাবোলাইট কোস্টেবলের উপস্⛦থিতি পাওয়া যায়। তাঁর শিরোপা ও পুরস෴্কার মূল্য কেড়ে নেওয়া হয়। টুর্নামেন্ট থেকে তাঁর অর্জিত পয়েন্টও কাড়া হয়। যদিও অনিচ্ছাকৃত ভুলের জন্য তাঁকে নির্বাসন দেওয়া হয়নি।যা নিয়েই প্রশ্ন ওঠে বিভিন্ন মহল থেকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।