টেনিস কোর্টে শেষবারের জন্য মুখোমুখি হলেন নোভাক জকোভিচ এবং রাফায়েল নাদাল। আগামী মাসেই শেষবার রাফা খেলতে নামবেন টেনিসের কোর্টে। এরপরই আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানবেন। আর ফিরবেন না এই কোর্টে ঘাম ঝড়াতে। জোকারের সঙ্গে দীর্ঘদিনের লড়াইও শেষ হতে চলেছে। ফেডেরার আগেই🎃 অবসর ন💦িয়েছেন, এবার সেই পথে হাঁটলেন রাফাও।
আরও𝓰 পড়ুন-ISL ডার্বিতে গোল দুই অজি তারকার… মরশুমের প্রথম ডার্বিতে ২-০ জয় মোহনবাগানের…
সৌদি আরবের সিক্স কিংস স্ল্যাম কাপে শেষবারের জন্যই মুখোমুখি হয়েছিলেন রাফায়েল নাদাল এবং নোভাক জকোভিচ। সেখানেই শারীরিক ফিটনেসের দিক থেকে এগিয়ে থাকায় সার্বিয়ান তারকাই শেষ হাসি হাসলেন। এই মরশুমে এর আগেও রাফাকে হারিয়েছেন জোকার। প্যারিসে রোলা গাঁরোর কোর্টেই🐟 ক্লে কোর্টের সম্রাট রাফাকে হারিয়েছিলেন জোকার, এরপর তিনি জেতেন প্রথম অলিম্পিক্স সোনাও।
আরও পড়ুন-চাপের প🍎্রেসার কুকারের মধ্যেই বেঙ্গালুরুতে সরফরাজ শো! চাপা টেনশনেই খেলা উপ♋ভোগ সমর্থকদের…
সৌদিতে সিক্স কিংস স্লামে নাদালকে হারালেন জোকার-
এবার সৌদিতে সিক্স কিংস স্ল্যাম কাপেও স্ট্রেট সেটে রাফাকে শেষবারের লড়াইয়ে হারালেন বিশ্বের সব থেকে বেশি গ্র্যান্ডস্লামের মালিক। ম্যাচ শেষে রাফাকে নিয়ে বিশেষ বার্তাও দিলেন জোকার। স্প্যান🌟িয়ার্ডকে পাশে দাঁড় করিয়েছে জোকার বললেন, 'তোমার সঙ্গে কোর্টে খেলতে পারাটাও সকলের কাছে গর্বের ব্যাপার। এতবছর ধরে এতগুলো ম্যাচ খেলার পর অবশেষে তোমায় বিদায় বলাটাও আমার কাছে বেশ কঠিন'।
আরও✃ পড়ুন-‘খোঁড়াতে খোঁড়াতে ২ রান নেবে, তাই আটকেছি’! পন্তকে নিয়ে꧅ সরল স্বীকারোক্তি সরফরাজের…
'টেনিসকে ছেড়ে যেও না, আরও কিছুদিন থেকে যাও'
সার্বিয়ান তারকা আরও বলেন, ‘তোমার সঙ্গে আমার দ্বৈর♛থ সব সময়ই অত্যন্ত রুদ্ধশ্বাস হয়েছে। আশা করব ভবিষ্যৎে কোথাও কখনও একসঙ্গে বসে কিছু খেতে খেতে অন্য কোনও বিষয় নিয়ে গল্প করার সুযোগ পাব। তুমি টেনিসের জন্য যা করেছ, আর যা রেখে যাচ্ছ, তার জন্য তোমায় ধন্যবাদ। আমরা তোমার কৃতিত্বকে কুর্নিশ জানাই। টেনিসকে ছেড়ে যেওনা, পারলে আরꦓও কিছুদিন আমাদের সঙ্গে থেকে যেও ’। এরপর পাল্টা নোভাককে ধন্যবাদ জানান নাদালও।
আরও পড়ুন-এꦕক হাতে ক্যাচ নিয়ে পাকিস্তানের সেট ব্যাটার𒁏কে ফেরালেন নাইট তারকা! জিতল ইন্ডিয়া এ…
'তুমি আমার সেরাটা বের করে এনেছো'
তৃতীয় স্থান নির্ধারনকারী ম্যাচে রাফায়েল নাদালকে ৬-২, ৭-৬ ফলে হারিয়ে দিলেন নোভাক জকোভিচ। ডেভিস কাপে নেদারল্যান্ডসের বিপক্ষে আগামী মাসেই ম্যাচ খেলতে নামবেন রাফায়েল ন🌃াদাল। জোকারের সঙ্গে কোর্টে শেষ সাক্ষাৎের পর ২২টি গ্র্যান্ডস্লামের মালিক বললেন, ‘তোমায় অনেক ধন্যবাদ কোর্টে এমন লড়াই দেওয়ার জন্য। গত প্রায় ১৫ বছর ধরেই , তুমি সাহায্য করেছ আমায় আমার সেরাটা বের করে আনতে, নাহলে আজ আমি এই জায়গায় আসতেও পারতাম না। তোমার ভবিষ্যৎের জন্য অনেক শুভেচ্ছা, আরও অনেক শিরোপা জেত তুমি, এই আশাই করব’।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।