শুভব্রত মুখার্জি: এবারের প্যারিস অলিম্পিক গেমসের লন টেনিসের আসর বসেছে ক্লে কোর্টে। ফরাসি ওপেন যেখানে খেলা হয় সেই রোলাঁ গারোতে অনুষ্ঠিত হচ্ছে এবারের গেমসের লন টেনিস প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন দেশ বিদেশের তারকারা। অংশ নিচ্ছেন স্প্যানিশ কিংবদন্তি রাফায়েল নাদাল ও। ক্লে কোর্ট তাঁর সবথেকে পছন্দের কোর্ট। এই কোর্টেই রেকর্ড সংখ্যক ১৪ বার ফরাসি ওপেনের শিরোপা জিতেছেন রাফায়েল নাদাল। ২২ বারের গ্রান্ড স্ল্যাম জয়ী তারকা এবার পুরুষদের ডাবলস এবং সিঙ্গেলস উভয় বিভাগেই খেলছেন। সদ্য চোট সারিয়ে ফিরে এসেছেন তিনি। ডাবলসে তাঁর গেমসের অভিযান ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। প্রথম রাউন্ডে স্বদেশীয় প্রতিভাবান তারকা কার্লোস আলকারাজকে সঙ্গী করে তিনি ডাবলসের ম্যাচ ও জিতে নিয়েছেন।এরপরেই গেমসের টেনিসের সূচি নিয়ে তিনি ক্ষোভ উগড়ে দিয়েছেন। পাশাপাশি সূচির কারণেই তিনি সিঙ্গেলস থেকে নাম প্রত্যাহার যে করতে পারেন এমন সম্ভাবনা🐭র ইঙ্গিত দিয়েছেন।
আরও পড়ুন… কেমন হল ইস্টবেঙ্গল দল? ডুরা🔯ন্ড কাপ ও নেক্সট জেন কাপের আগে দেখে নিন লাল হলুদ ব্রিগেডকে
ডাবলসের প্রথম রাউন্ডে স্প্যানিশ জুটি মুখোমুখি হয়েছিল ষষ্ঠ বাছাই আর্জেন্তিনার জুটির। ম্যাক্সিমো গঞ্জালেস এবং আন্দ্রেস মোলতিনি জুটির বিরুদ্ধে বেশ লড়াই করেই জিততে হয়েছে তাদের। খেলার ফল তাদের পক্ষে ৭-৬(৪),৬-৪। এই ম্যাচ জিতে তারা দ্বিতীয় রাউন্ডে চলে গিয়েছেন। শনিবার রাত ১০ টায় শেষ হয়েছে এই ম্যাচ। আবার রবিবার🗹 দুপুরে ২টোর সময়ে রাখা রয়েছে রাফায়েল নাদালের সিঙ্গেলস ম্যাচ। অর্থাৎ একটা ম্যাচ খেলার পরে একজন খেলোয়াড় গোটা একা দিনের পর্যাপ্ত বিশ্রামের সুযোগ ও পাচ্ছেন না। আর এই জায়গাতেই অসন্তোষ রয়েছে নাদালের। তিনি সূচি নিয়ে একেবারে তাঁর ক্ষোভ উগড়ে দিয়েছেন। নাদালের মন্তব্য ' দুপুর ২ টোয় ফের ম্যাচ(সিঙ্গেলস)! আমি সত্যিই এই সূচির মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। আমার কাছে এটা অবিশ্বাস্য মনে হচ্ছে!'
আরও পড়ুন… Paris Olympics 2024: ২৭ মিনিটেই শেষ ম্যাচ, দুর্দান্ত জয় দিয়ꦐে অভিযান শুরু করলেন পিভি সিন্ধু
গেমসের অনুশীলনের সময়ে নাদাল তাঁর থাইতে চোট পেয়েছেন। তারপরে ও ডাবলসের প্রথম রাউন্ডে তাদের টানা এক ঘন্টা ৪৭ মিনিটের কঠিন লড়াই লড়তে হয়েছে। পাশাপাশি এই মুহূর্তে নাদালের বয়স ৩৮ বছর। অর্থাৎ সবমিলিয়ে তাঁর শরীরের পর্যাপ্ত বিশ্রাম প্রয়োজন। কিন্তু তা তিনি একেবারেই পাবেন না যদি সূচি মেনে ডাবলস এবং সিঙ্গেলস দুটি বিভাগেই খেলেন। তাই এমন আবহে সিঙ্গেলস বিভাগ থেকে নিজের নাম প্রত্যাহারের একটা ইঙ্গিত ও দিয়েছেন তিনি। প্রথম রাউন্ডে নাদাল সিঙ্গেলসে লড়লে তাঁর বিপক্ষে রয়েছেন হাঙ্গেরির ফুসকোভিচ। এই ম্যাচ জি🐬তলে পরের রাউন্ডে তাঁর প্রতিপক্ষ নোভাক জকোভিচ। যিনি প্রথম রাউন্ডে ম্যাথু এবডেনকে ৬-০,৬-১🌄 ফলে হারিয়েছেন। দুটি অলিম্পিক স্বর্নপদক জয়ী জানিয়েছেন ' আমি জানিনা আমি খেলব কিনা। আমাকে ভিলেজে ফিরে যেতে হবে। দলের সঙ্গে বসে আলোচনা করব তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব আমি।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।