নীরজ চোপড়ার সোনা ছিনিয়ে নিলেন আরশাদ নাদিম। অলিম্পিক্সে রেকর্ড গড়ে প্যারিসে পুরুষদের জ্যাভেলিন থ্রোয়ে সোনা জিতলেন পাকিস্তানি তারকা। যা অলিম্পিক্সের ইতিহাসে পাকিস্তানের প্রথম ব্যক্তিগত সোনা জয়। রুপো জিতলেন নীরজ চোপড়া। ব্রোঞ্জ পেলেন আর রুপো জিতেও ইতিহাস গড়ে ফেললেন ভারতীয় তারকা। এতদিন কোনও ভারতীয় পরপর দুটি অলিম্পিক্সে সোনা এবং রুপো জিততে পারেননি। প্রথম ভারতীয় হিসেবে সেই নজির গড়লেন নীরজ। ২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে সোনা জেতার পরে ২০১২ স꧂ালে লন্ডনে ক༺োনও পদক পাননি অভিনব বিন্দ্রা। নীরজ প্রবল প্রত্যাশার চাপ সামলে সোনার পরে রুপো জিতলেন। অর্থাৎ দুটি অলিম্পিক্স খেলে দুটি পদক জিতলেন।
রুপো জিতলেও ‘সোনার ছেলে’-ই থাকবেন নীরজ
আর ঠিক সেই কারণেই নীরজ সোনা জিততে না পারলেও তাঁর ‘সোনার ছেলে’-র তকমা কেড়ে নেওয়া যাবে না। কারণ সোনা জয়ের পরে ১৪০ কোটি মানুষের প্রত্যাশা সামলে পরবর্তী অলিম্পিক্সে💧ই রুপো জেতা মুখের কথা নয়। তাছাড়া এটা তো ক্রিকেট বা ফুটবল নয় যে বিপক্ষের উইকেট নিয়ে বা বিপক্ষকে ট্যাকল করে আটকে দেবেন। ফলে প্রতিদ্বন্দ্বী খেলোয়াড় যদি অমানুষিক থ্রো করেন, তাহলে তাঁকে আটকাতে পারবেন না। আজ ঠিক সেটাই হল।
ফাইনালের দ্বিতীয় থ্রোয়েই ৯২.৯৭ মিটার পার করে দেন নাদিম। ততক্ষণে কেউই আহামরি কিছু করতে পারেননি। ফলে তাঁর উপর তেমন চাপ ছিল না। খোলা মনে ছুড়তে আসেন। আর একটা অমানুষ🌳িক থ্রো করে দেন। যে থ্রোয়ের পরে নীরজের উপরে চাপ পড়ে গিয়েছিল। সেটা খুব স্বাভাবিক।
নাদিমের ৯২.৯৭ মিটারের থ্রোয়ের পরে নীরজের পাঁচটি 🏅থ্রোয়ের মধ্যে যে চারটি ফাউল হল, সেটাও চাপের জন্য। ৯২.৯৭ মিটারের গণ্ডি ছাপিয়ে যেতে বাড়তি জোর দিচ্ছিলেন। তাঁর জীবনের সেরা থ্রো হচ্ছে ৮৯.৯৪ মিটার। তাই সোনা জিততে নিজেকেই ছাপিয়ে যেত নীরজকে। আজ সেটা পারেননি। তবে সেই না পারার মধ্যে ব্যর্থতা নেই, সেই না পারার মধ্যে সাফল্য লুকিয়ে আছে। যে সাফল্য বলছে যে ১৯০০ সাল থেকে কোনও ভারতীয় যে কাজটা করতে পারেননি, সেটা করে দেখিয়েছেন নীরজ।
জ্যাভেলিনের ফাইনালে নীরজের পারফরম্যান্স
১) প্রথম থ্রো: ফাউল।
২) দ্বিতীয় থ্রো: ৮৯.৪৫ মিটার।
৩) তৃতীয় থ্রো: ফাউল।
৪) চতুর্থ থ্রো: ফাউল।
৫) পঞ্চম থ্রো: ফাউল।
৬) ষষ্ঠ থ্রো: ফাউল।
জ্যাভেলিনের ফাইনালে নীরজের পারফরম্যান্স
১) অ্যান্ডারসন পিটার্স: ৮৪.৭ মিটার, ৮৭.৮৭ মিটার, ফাউল, ৮৮.৫৪ মি༒টার (সেরা), ৮৭.৩৮ মিটার, ৮১.৮৩ মিটার।
২) জাকুব ভ্যাডলেচ: ৮০.১৫ মিটার, ৮🦂৪.৫২ মিটার, ৮৮.৫ মিটার (সেরা), ফাউল, ৮৪.♏৯৮ মিটার, ৮৩.২৭ মিটার।
৩) জুলিয়ান ওয়েবার: ফাউল, ৮৭.৩৩ মি💟টার (সেরা), ফাউল, ৮৬.𒊎৮৫ মিটার, ফাউল, ৮৭.৪ মিটার, ৮৪.০৯ মিটার।
৪) আরশাদ নাদিম: ফাউল, ৯২.৯৭ মিটার (সেরা, অলিম্পিক্স রেকর্ড), ৮৮.৭২ মিটার, ৭৯.৪ মিটার, ৮৪.৮৭ মিটার, ৯১.৭৯ মিটার।𒀰
২০২০ সালের টোকিয়ো অলিম্পিক্সে পদকজয়ীরা
১) সোনা: নীরজ চোপড়া (৮৭.৫৮ মিটার)।
২) রুপো: জাকুব ভ্যাডলেচ (৮৬.৬৭ মিটার)।
কারা পরপর ২ অলিম্পিক্সে সোনা জিতেছেন (পুরুষদের জ্যাভেলিন)?
১) এরিক লেমিং (সুইডেন): ১৯০৮ সাল এবং ১৯১২ সাল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।