দেশকে ব্রোঞ্জ পদক এনে দিয়েছেন ভারতের সরবজ্যোৎ সিং। হরিয়ানার মাত্র ২৩ বছর বয়সী এই শ্যুটার নজর কেড়েছেন প্যারিস অলিম্পিক্সে ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে। আরেক অলিম্পিক্স পদকজয়ী মনু ভাকেরকে সঙ্গে নিয়ে নেমেছিলেন এই ইভেন্টের ব্রোঞ্জ মেডেল ম্যাচে। দেশকে গর্বিত করার পর একগুচ্ছ ফোন আসছে তাঁর কাছে। হবে নাই বা কেন, অলিম্পিক্সে চতুর্থ দিন পর্যন্ত ভারতের ঝুলিতে রয়েছে দুটি মাত্র ব্রোঞ্জ পদক, সেই দুটো এস✅েছে শ্যুটিং থেকে। যেখানে ভারতের পদক জয়ের সম্ভাবনা ছিল, তবে নীরজ চোপড়া বা পিভি সিন্ধুদের মতো নয়। সেখানেই নজর কেড়েছেন হরিয়ানার এই জুটি। অথচ ব্রোঞ্জ পদক পাওয়ার পর মা'কে ফোন করে সেভাবে পাত্তাই পেলেন না সরবজ্যোৎ সিং।
হরিয়ানার ছেলে সরবজ্যোৎের বাবা জতিন্দর সিং পেশায় কৃষক। মা হরদীপ কৌর পরিবার চালান, হোমম❀েকার যাকে বলে। সেই ঘরেরই ছেলে সরবজ্যোৎ দেশকে গর্বিত করেছেন। ভারতের ষষ্ঠ শ্যুটার হিসেবে অলিম্পিক্স পদক জয়ের ইতিহাসে নাম তুলে ফেলেছেন। রাজ্যবর্ধন সিং রাঠোর, অভিনব বিন্দ্রা, গগন নারাং, বিজয় কুমার, মনু ভাকেরের পর তিনি এখন এই খেলায় ভারতের গর্ব। মা'কে ফোন করে মঙ্গলবার🌼ই চেয়েছিলেন সুখবর দিতে, কিন্তু মা বলে বসলেন, এখন ব্যস্ত আছি, পরে ফোন কর। মা হরদীপ কৌর তখনও হয়ত জানতেন না তাঁর সন্তান দেশের জন্য ঠিক কি কীর্তি গড়ে ফেলেছেন।
ভারতীয় এই শ্যুটার বলছেন, ‘আমি ফোন করলাম মা'কে, আমায় মা বলল, এখন ব্যস্ত আছি পরে ফোন কর। আমি অনেক ছোটবেলা থেকেইꩲ শ্যুটিং শুরু করেছি। এই পদক অবশ্যই আমায় অনেক উদ্বুদ্ধ ক👍রবে, কিন্তু আমি আমার পারফরমেন্সে তেমন খুশি নই। আমার মনে হয় বেশ কিছু টেকনিক নিয়ে সমস্যার সম্মুখীন হয়েছি আমি, তাই লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে আরও ভালো ফল করার চেষ্টায় থাকব ’।
মনু ভাকেরের সঙ্গে জুটিতে শক্তিশালী দঃ কোরিয়ার জুটিকে ১৬-১০ ফলে হারিয়ে দিয়েছিলেন সরবজ্যোৎ সিং। দ্য গ্রেটেস্ট শো অন আর্থে প্রতিদ্বন্দিতা করার অভিজ্ঞতা ঠিক কেমন, তা বলতে গিয়েই সরবজ্যোৎ জানান, ‘ আমি এখান থেকে অনেক কিছুই শিখেছি। কীভাবে চাপকে সামলাতে হয়। কির꧃কম মানসিকতার প্রয়োজন হয় এই ধরণের প্রতিযোগিতায় নামতে গেলে। নিজের নিঃশ্বাসকেও শট নেওয়ার সময় কন্ট্রোলে রাখতে হয়, আরও অনেক কিছু। আমি আমার কাজে ফিরে এই দিকগুলোতে আরও বেশি করে নজর দেব’ ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।