নোভক জোকোভিচ এবং প্যারিস অলিম্পিক্সের তাঁর সোনা জয়ের স্বপ্ন পূরণের মাঝে বড় বাধা এখন তারকার হাঁটুর চোট। পুরুষদের সিঙ্গলসের শেষ আটের লড়াইয়ে স্টেফানোস সিসিপাসকে পরাজিত করে সেমিফাইনালে উঠলেও,📖 চোট নিয়ে জেরবার জোকার।
সিসিপাসের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে দ্বিতীয় সেটের সময়ে হাঁটুর চোটের জায়গায় নতুন করে সমস্যা দেখা দেয়। ৩৭ বছর বয়সী তারকাকে কোর্টের মধ্যেই চিকিৎসা নিতে হয়। এর পর ব্যথা উপশমকারী ওষুধ খেয়ে সার্বিয়ান তারকা বাকি লড়াই লড়েন। তবে চোটের জেরে তাঁর খেলতে বেশ সমস্যা হচ্ছিল। সেটা তাঁর খেলা এবং বডি ল্যাঙ্গোয়েজের মধ্যে দেখেই বোঝা গিয়ে☂ছে। তবে জোকার বৃহস্পতিবার প্যারিস অলিম্পিক্সের ষষ্ঠ দিন সিসিপাসের বিরুদ্ধে ৬-৩, ৭-৬ (৭/৩) ম্যাচ পকেটে পুড়ে শেষ চারে জায়গা করে নেন।
আরও পড়ুন: ৯ বছর ধরে আটকে পদোন্নতির ফাইল, স্বপ্নিল ব্রোঞ্জ ♌জিততেই ডাবল প্রোমোশনের ঘཧোষণা রেলের
শেষ চারে উঠলেও, জোকোভিচের চোট তাঁকে চিন্তায় রেখেছেন। ম্যাচের পর তাঁর হাঁটুর চোট নিয়ে উদ্বেগও প্ওরকাশ করেছেন তিনি। ২০২৪ সালের ফ্রেঞ্চ ওপেনের সময়ে একই রকম পরিস্থিতির মুখে পড়েছিলেন নোভক। যে কারণে সার্বিয়ান তারকাকে এই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিতে হয়েছিল। এবং এই বছর উইম্বলডনের আগে পুরোপুরি ফিট হতে অস্ত্রোপচারও করিয়েছিলেন জোকার। সেটা কাজেও এসেছিল। কারণ উইম্বলডনের ফাইনালে উঠেছিলেন জোকোভিচ। যদিও শেষ রক্ষা হয়নি। এখন প্যারিসে সেমিতে পৌঁছেও কি তাঁর অলিম্পিক্সে সোনা জয়ের স্বপ্ন অধরা থাকবে? নিজেও বেশ দ্বিধায় জোকার।
আরও পড়ুন: স্বপ্নিলের স্বপ্নপূরণ, প্রথম বার থ্রি পজিশন রাইফেলে মেডেল ভারতের, শুটিংয়ে হল রেকর্♋ড তিন♑ পদক
ম্যাচের পর জকোভিচ সাংবাদিকদের বলেছেন, ‘আমি একটি পথ খুঁজে বের করার চেষ্টা করছি। তবে আমি সত্যিই আনন্দিত যে, ম্যাচটি জিততে পেরেছি। দ্বিতীয় সেটের শুরুতে আমি হাঁটুর চোট নিয়ে ভয় পেয়ে গিয়েছিলাম। কয়েক মাস আগে রোলাঁ গারোয় যা ঘটেছিল, তার থেকে একই ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। চোট পেয়ে ছিটকে যেতে হয়েছিল সেবার। সেবারও ম্যাচ জিত♏ে কোর্ট ছেড়েছিলাম। কিন্তু তার পর আবিষ্কার করি, আমার মেনিস্কাস ছিঁড়ে গিয়েছে।’
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, ‘তবে আম🐓ি আশা করছি যে, এবার সেরকম কিছু হবে না। তবে আমি সত্যিই উদ্বিগ্ন হয়ে রয়েছি। মেডিকেল টিম আমার হাঁটুর মূল্যায়ন করবে। পরীক্ষা করবে। সেমিফাইনালের আগে আমাকে সেরে উঠতে হবে। এবং প্রস্তুত হওয়ার জন্যও কিছুটা সময় পাব। আশা করি, সেমিফাইনালে খেলার জন্য আমি শারীরিক ভাবে ফিট হয়ে উঠতে পারব।’
গেমসে সোনার জন্য জোকোভিচের খোঁজ
শনিবার (৩ অগস্ট) সেমিফাইনালে ইতালির ১১তম বাছাই লরেঞ্জো মুসেত্তির মুখোমুখি হবে জোকোভিচ। উইম্বলডন সেমিফাইনাল সহ এই মরশুমে মুসেত্তির বিরুদ্ধে তিনটি ম্যাচে জয়🌊 পেয়েছেন জোকোভিচ। আর মোট সাতটি ম্যাচের মধ্যে ছ'টিতে জিতেছেন জোকার। ২০০৮ বেজিং অলিম্পিক্সে তিনি ব্রোঞ্জ পদক জিতেছিলেন। কিন্তু এই মঞ্চে তাঁর সোনা এখনও অধরা। আর এবার সেই লক্ষ্যেই লড়াই চালিয়ে যাচ্ছেন সার্বিয়ান তারকা। কিন্তু বাধা হয়ে উঠেছে তাঁর চোট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।