অর্ধেকেরও বেশি সময় লিডিং গ্রুপের সঙ্গে তাল মেলালেও শেষমেশ লড়াইয়ে পিছিয়ে পড়েন প্রিয়াঙ্🀅কা গোস্ব🐼ামী। মেয়েদের ২০ কিলোমিটার রেস ওয়াকে ভারতীয় তারকাকে ইভেন্ট শেষ করতে হয় ১৭ নম্বরে থেকে।
প্রিয়াঙ্কা প্রথম সারির অ্যাথলিটদের সঙ্গে সমান তালে পাল্লা 💫দিচ্ছিলেন। তিনি ১২ কিলোমিটারেরও বেশি দৈর্ঘ্য অতিক্রম করেন প্রথম দশ জনের মধ্যে থেকে। তবে রেস য꧟ত শেষের দিকে গড়ায়, ততই পিছিয়ে পড়তে থাকেন প্রিয়াঙ্কা। শেষ পর্যন্ত তিনি রেস শেষ করেন ১ ঘণ্টা ৩২ মিনিট ৩৬ সেকেন্ডে।
(টোকিও অলিম্পিক্স ২০২🐎০-র যাবতীয় খবর, আপডেটের জন্য চোখ রাখুন হিন্দুস্তা𒉰ন টাইমস বাংলায়)
এই ইভেন্টে সোনা জয়ী ইতালিয়ান অ্যাথলিট অ্যান্তোনেলা পালমিসানোর (১ ঘণ্টা ২৯ 🙈মিনিট ১২ সেকেন্ড) থেকে ৩ মিনিট ২৪ সেকেন্ড পিছিয়ে থাকেন প্রিয়াঙ্কা। উল্লেখ্য, এই ইভেন্টে প্রিয়াঙ্কার ব্যক্তিগত সেরা সময় হল ১ ঘণ্টা ২৮ মিনিট ৪𒈔৫ সেকেন্ড। সুতরাং, টোকিওয় নিজের সেরা পারফর্ম্যান্স মেলে ধরতে পারেননি তিনি। প্রিয়াঙ্কা ২০২২ বিশ্বচ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জনের জন্য প্রয়োজনীয় ১ ঘণ্টা ৩১ মিনিটের নির্ধারিত সময়সীমাও টপকাতে পারলেন না টোকিওয়।
মেয়েদের ২০ কিলোমিটার রেস ওয়াকে ভারতের অপর প্রতিনিধি ভাবনা জট ৩২ নম্বরে থেকে ইভেন্ট শেষ করেন। তিনি🍒 সময় নিয়েছেন ১ ঘণ্টা ৩৭ মিনিট ৩৮ সেকেন্ড। সুতরাং সোনা জয়ী অ্যাথলিটের থেকে ৮ মিনিট ২৬ সেকেন্ড পিছনে ছিলেন ভাবনা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।