প্যারিস অলিম্পিক্সে ফের পদক জয়ের স্বপ্ন দেখাচ্ছেন ভারতের তারকা শাটলার পিভি সিন্ধু। বুধবার (৩১ জুলাই) দু'বারের অলিম্পিক্স পদক বিজয়ী সিন্ধু তৃতীয় বার একই মঞ্চে ফের পদক জয়ের আশা বাঁচিয়ে রাখলেন। প্যারিস অলিম্পিক্সের পঞ্চম দিন তিনি ঝড় তুলে ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গ💖লসের প্রি-কোয়ার্টার ফাইনালে উঠে পড়লে♏ন।
দশম বাছাই সিন্ধু এদিন এস্তোনিয়ার ৭৩তম বাছাই ক্রিস্টিন কুবার বিরুদ্ধে একেবারে ক্লিনিক্যাল পারফরম্যান্স করে তাঁকে উড়িয়ে দেন। পুরোপুরি একতরফা ম্যাচ। গ্রুপ-'এম'-এর শেষ ম্যাচে লা চ্যাপেল অ্যারেনায় কোর্ট ওয়ানে কুবাকে মাত্র ৩০ মিনিটের মধ্যেই হারান সিন্ধু। খেলার ফল ভারতের তারকা শাটলারের পক্ষে ২১-৫, ২১-১০। তিনি গ্রুপ পর্বে অপরাজিত থেকে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে✃র শীর্ষে শেষ করলেন। প্রসঙ্গত, সিন্ধু রবিবার অলিম্পিক্সের দ্বিতীয় দিনে আব্দুল রাজ্জাক ফাতিমার বিরুদ্ধেও সহজ🧸 জয় পেয়েছিলেন।
আরও পড়ুন: র﷽িকার্ভ আর্চারির শুট-অফে ১০ স্কোর করেও ছিটকে গেলেন ধীরজ বোম্মাদেবারা, কিন্তু কোনಞ নিয়মে?
গত কয়েক মাস ধরে কোথাও যেন আত্মবিশ্বাসে চির ধরেছিল সিন্ধুর। চোটের পাশাপাশি একাধিক কোচ বদলে তাঁর খেলায় প্রভাবও পড়েছিল। তাই প্যারিস অলিম্পিক্সে কিছুটা যেন ব্যাকফুটে থেকেই নেমেছিলেন ভারতের তারকা শাটলার। কিন্তু বিশ্ব মঞ্চে ফের নিজের চেনা ছন্দে পাওয়া গেল সিন্ধুকে। প্রথম ম্যাচের তুলনায় বুধবার পিভি সিন্ধুকে অনেক♓ বেশি আগ্রাসী মনে হচ্ছিল। নেট প্লে, স্ম্যাশের উপর জোর দিয়েছিলেন সিন্ধু। সঙ্গে প্রচুর ড্রপ শট। মাঝেমধ্যেই নিজের পেস বাড়িয়ে দেয়। আনফোর্সড এররের সংখ্যা কম ছিল।
আরও পড়ুন: দেশের জন্য আর না… 𝓰প্যারিসে প্রথম র🎃াউন্ড থেকে ছিটকে যাওয়ার পর ঘোষণা বোপান্নার
এদিন শুরুতেই ৮-০ তে এগিয়ে যান সিন্ধু। প্রথম গেমের ব্রেকে ১১-২ তে এগিয়ে ছিলেন। প্রথম গেমে ১৬টি ব্রেক পয়েন্ট ছিল🍬 সিন্ধুর। মাত্র ১৪ মিনিটে ২১-৫ এ প্রথম গেম জেতেন তিনি। এস্তোনিয়༺ার প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি ভারতীয় শাটলার। নিজের উচ্চতার ফায়দা তুলে ঝড়ের গতিতে প্রথম গেম পকেটে পুরে নেন।
আরও পড়ুন: হতাশ করলেন রমিতা, মহি꧒লাদের ১০ মিটার এয়ার রাইফেলে হলেন সপ্তম
দ্বিতীয় গেমের শুরুতেই অবশ্য পয়েন্ট খোয়ান সিন্ধু। ০-২ তে পিছিয়ে পড়েছিলেন, কিন্তু সেখান থেকে অসাধারণ প্রত্যাবর্তন। দ্রুত ২-২ করে ম্যাচে ফেরেন তিনি। প্রথম গেমে প্রতিপক্ষকে উড়িয়ে দিলেও, দ্বিতীয় গেমের শুরুটা কিছুটা হাড্ডাহাড্ডি হয়। ম্যাচে ফেরার চেষ্টা করেন কুবা। কিন্তু একটা সময়ের পর ফের তিনি ম্যাচ থেকে হারিয়ে যান। দ্বিতীয় গ🉐েমের বিরতিতে ১১-৬-এ এগিয়ে ছিলেন সিন্ধু।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।