শুভব্রত মুখার্জি:- প্যারিস অলিম্পিক গেমস শেষের পরে ১৪ অগস্ট দেশে এসে পৌঁছান কুস্তিগীর ভিনেশ ফোগট। এরপর রবিবার তিনি তাঁর গ্রাম হরিয়𒁃ানার ঝাঁঝারের বালালিতে পৌঁছেছেন। ১৩ ঘন্টার এক বিরাট রোড-শো করে তিনি ঘরে পৌঁছান। এই যাত্রাপথের বিভিন্ন জায়গায় তাঁকে নানাভাবে সম্মান দেখানো হয়। পুরস্কার দেওয়া হয়। তাঁর গ্রাম থেকে তাঁকে সোনার পদক ও উপহার দেওয়া হয়েছে। এমন আবহে একটি খবর হঠাৎ করেই ছড়িয়ে পড়ে যে ভিনেশ ফোগটকে নাকি বিপুল পরিমাণ অর্থের আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে ! সবমিলিয়ে নাকি ১৬ কোটি টাকা আর্থিক পুরস্কার পেয়েছেন ভিনেশ! বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তাঁর স্বামী। ভুয়ো খবর রটানোর কারণে তিনি একেবারে চটে লাল হয়ে গিয়েছেন।
আরও পড়ুন… WCPL 2024: নাইট রাইডার্সে শুরু হল জেমিম♉া, শিখাদের নতুন ইনিংস! ঝুলনের কাঁধে বড় দায়িত্ব
প্যারিস অলিম্পিক্সে মেয়েদের ৫০ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে ফাইনালে উঠেছিলেন ভিনেশ ফোগট। অভূতপূর্ব লড়াই করে তিনি অলিম্পিকে কোয়ালিফাই করেন।এরপর তিনি পৌঁছে যান ফাই🐭নালেও।তবে ভাগ্য যেন কোনভাবে তাঁকে সহায়তা করল না। নিয়ম মেনে ফাইনালের আগে করা হয় তাঁর শরীরের ওজন। তাঁর বডি ওয়েট বেড়ে যায় মাত্র ১০০ গ্রাম। ফলে নিয়মমাফিক তাঁকে ফাইনালে নামতেই দেয়নি আইওসি অর্থাৎ আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। এরপর ভারতের তরফে ক্যাস অর্থাৎ কোর্ট ফর আর্বিট্রেশান অফ স্পোর্টসে আবেদন করা হয়।তবে সেই আবেদনেও সাড়া দেয়নি ক্যাস। ফলে কোন পদক না পেয়েই খালি হাতে ফিরতে হয় তাঁকে।
কিন্তু দেশের মেয়েকে এরপরেও বীরের সম্মান দেন সকল ভক্তরা। তাঁর লড়াইকে কুর্ণিশ জানানো হয♏় সব তরফে।এমন আবহেই রটে যায় বিভিন্ন সংস্থা থেকে নাকি তাঁকে সবমিলিয়ে মোট ১৬ কোটি টাকার আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে। এই ভুয়ো খবরেই বেজায় চটেছেন ভিনেশ ফোগটের স্বামী।
আরও পড়ুন… IPL 2025: Kolkata Kn⭕ight Riders রিটেন না করলে 'প্ল্যান বি' তৈরি করে রেখেছেন রিঙ্কু সিং?
ভিনেশের স্বামী সোমবীর রাঠি জনসমক্ষেই এই খবর যে সর্বৈব মিথ্যা তা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া সাইট এক্সে তিনি দাবি করেছেন, ‘ভিনেশ ফোগট কোনও সংস্থার থেকে কোনও রকম আর্থিক পুরস্কা🌠র পাননি। কোন ব্যবসায়ী, কোন কোম্পানি বা কোন পার্টির তরফে তাঁকে কোনও রক🌳ম আর্থিক পুরস্কার প্রদান করা হয়নি। তোমরা সবাই আমাদের শুভাকাঙ্ক্ষী। আমাদের শুভানুধ্যায়ী। তোমাদের সমস্ত সত্যি খবর জানার অধিকার রয়েছে। আমি আশা রাখব কেউ এই রকম কোনও ধরনের কোন মিথ্যা খবর রটাবেন না দয়া করে। এই ধরনের মিথ্যা খবর আমাদের ক্ষতি করবে। আমাদের সোশ্যাল ভ্যালুর ক্ষতি করবে। এটা সস্তার জনপ্রিয়তা পাওয়ার একটা উপায় মাত্র।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।