শুভব্রত মুখার্জি: করাচিতে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছিল পাকিস্তান এবং নিউজিল্যান্ড। সেই টেস্ট অমীমাংসিত ভাবে শেষ হয়েছে। ম্যাচে ব্যাট হাতে দুই দলের অধিনায়ক অনবদ্য ব্যাটিং করার পরেও, কোনও ফলাফল সম্ভব হয়নি। ম্যাচ ড্র হওয়ার পরেই এক অদ্ভূত দাবি করেছেন পাক অধিনায়ক বাবর🎀 আজম। তিনি জানিয়েছেন, তাঁরা ম্যাচে ফলাফল চেয়েছিলেন। ম্যাচ জিততে চেয়েছিলেন বলেই তিনি ডিক্লেয়ারও করে দেন ইনিংস। তবে উপযোগী আলো না থাকায়, ম্যাচ জেতা সম্ভব হয়নি।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাবর জানিয়েছেন, ‘আপনারা নিশ্চয় দেখে থাকবেন আমরা ম্যাচ থেকে ফলাফল চেয়েছিলাম। আমি টসের সময়েও সেটাই বলেছিলাম। আর সেই কারণেই আমরা আমাদের দ্বিতীয় ইনিংসে ডিক্লেয়ার ♕করার পথেও হাঁটি। তবে আলো একেবারেই উপযোগী ছিল না। সেই কারণেই ম্যাচে ফলাফল সম্ভব হয়নি।’
আরও পড়ুন: ইশ সোধির সেরা পারফরম্যান্স, তবে সাকিল-ওয়াসিমের লড়াই আর খারাপ আলোয় মান বাঁচল বাবরদ🌳ের
পরবর্তী টেস্টে পঞ্চম বোলারের বিকল্প নিয়ে বলতে গিয়ে তিনি দ𝕴াবি করেছেন, ‘আমাদের পঞ্চম বোলার সলমন আগা। ও শারীরিক ভাবে এই টেস্টে ভালো অনুভব করেনি। সেই কারণে বল হাতে আমরা ওকে খুব মিস করেছি। আমি মনে করি, পাঁচ বোলার নিয়ে আমাদের🐼 যে আক্রমণ রয়েছে, তা খুব ভালো। ওয়াসিম এবং সউদ আমাদেরকে ম্যাচে ফিরিয়েছিল। ওদেরকে (নিউজিল্যান্ড) কৃতিত্ব দিতেই হবে। সউদ খুব ভালো একটা ইনিংস খেলেছে। আমরা আশা রাখব, ভবিষ্যতেও এমনটাই খেলবে।’
আরও পড়💟ুন: রাহুল-রোহিতের সঙ্গে বছরের প্রথম দিনই আলোচনায় বসবে BC🅷CI- রিপোর্ট
উল্লেখ্য, এই ম্যাচে প্রথম ইনিংসে ৪৩৮ রান করে পাকিস্তান। জোড়া শতরান করেন বাবর আজম (১৬২) এবং সলমন আগা(১০৩)। জবাবে ৯ উইকেটে ৬১২ রান করে ডিক্লেয়ার করে নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসন অনবদ্য ২০০ রান করে অপরাজিত থাকেন। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ৮ উইকেটে ৩১১ রান করে ডিক্লেয়ার করে দেয়। দলের হয়ে সর্বোচ্চ ৯৬ রান করেন ইমাম উল হক। জবাবে ১ উইকেটে ৬১ রান করতে সমর্থ হয় নিಞউজিল্যান্ড দল। তার পরেই খারাপ আলোর কারণে খেলা বন্ধ করে দেওয়া হয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।