নিতান্ত ছোটখাটো লক্ষ্যমাত্রা তাড়⭕🌃া করতে নেমেও জয় তুলে নিতে ব্যর্থ হল পাকিস্তান। ফলে ১ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ হেরে চলতি মহিলা এশিয়া কাপ থেকে বিদায় নিতে হয় বিসমাহ মারুফদের। রুদ্ধশ্বাস সেমিফাইনাল ম্যাচে জয় তুলে নিয়ে খেতাবি লড়াইয়ে ভারতের বিরুদ্ধে মাঠে নামার ছাড়পত্র আদায় করে নেয় শ্রীলঙ্কা।
বৃহস্পতিবার মহিলা এশিয়া কাপ💜ের প্রথম সেমিফাইনালে থাইল্যান্ডকে একতরফাভাবে পরাজিত করে ভারত এবং ফাইনালের যোগ্যতা অর্জন করে। দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কাকে বাগে পেয়েও হারাতে ব্যর্থ হয় পাকিস্তান।
সিলেট ইন্টারন্যাশন🎐াল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১২২ রান তোলে। চামারি আতাপাত্তু ১০, অনুষ্কা সঞ্জীবনী ২৬, হর্ষিতা সমরাবিক্রমে ৩৫, নীলাক্ষী ডি'সিꦆলভা ১৪, হাসিনি পেরেরা ১৩, ওশাদি রণসিংহে ৮ ও কবিশা দিলহারি অপরাজিত ৭ রান করেন।
পাকিস্তানের হয়ে দুর্দান্ত বোলিং করেন নাশরা সান্ধু। তিনি ৪ ওভারে ১৭ রানের বিনিময়ে ৩টি 🥃উইকেট দখল করেন। এছাড়া ১টি কর💛ে উইকেট নেন সাদিয়া ইকবাল, নিদা দার ও আইমন আনোয়ার।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২১ রানে আটক♍ে যায়। শেষ ওভারে জয়ের জন্য ৯ রান দরকার ছিল পাকিস্তানের। তবে তারা ৭ রানের বেশি সংগ্রহ করতে পারেনি।
ক্যাপ্টেন মারুফ দলের হয়ে সব থেকে বেশি ৪২ রান করলেও খরচ করেন ৪১টি বল। তিনি ৪টি চার মারেন। ওপেনার মুনিবা ছাড়া পাকিস্তানের কোনও ব্যাটারই দ্রুত⛎ রান সংগ্রহ করতে ❀পারেননি। মুনিবা আলি ১৮, সিদরা আমিন ৯, ওমাইমা সোহেল ১০, নিদা দার ২৬, আয়েশা নাসিম ২ ও আলিয়া রিয়াজ ২ রান করেন।
শ্রীলঙ্কার হয়ে ৪ ওভারে ১৭ রান খরচ করে ২টি উই🌳কেট নেন ইনোকা রণবীরা। ত💖িনিই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন। এছাড়া সুগন্ধিকা কুমারি ও কবিশা দিলহারি ১টি করে উইকেট দখল করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।