ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ৩-০তে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। সেই অস্বস্তিকর জ্বালা নিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলতে নেমেছে পাক ক্রিকেট দল। এর মাঝে অনেক পরিবর্তন ঘটেছে পাকিস্তান ক্রিকেটে। বদলেছে পাক বোর্ডের চেয়ারম্যান। বদল এসেছে নির্বাচক কমিটিতেও। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একাদশে দুটি পরিবর্তন ঘটিয়েছে পাকিস্তান। সরফরাজ আহমেদ এবং বাঁহাতি পেসার মীর হামজাকে দলে নেওয়া হয়েছে। তাঁরা দুজনেই প্রায় চার বছরের বেশি সম꧒য় দলের বাইরে ছিলেন।
মহম্মদ রিজওয়ানকে বাদ দিয়ে নেওয়া হয়েছে সরফরাজ আহমেদকে। এই সিদ্ধান্তকে বিদ্রুপ করতে শুরু করেছেন নেটিজেনরা। সোশ্যাল মি𝄹ডিয়ায় ব্যাপক রোষের মুখে পড়েছে পাকিস্তানের নির্বাচকমন্ডলী। উল্লেখ্য সদ্য নির্বাচন কমিটির প্রধান হয়েছেন প্রাক্তন পাকিস্তানি অলরাꦺউন্ডার শাহিদ আফ্রিদি।
টিম সাউদ💃ির নেতৃত্বাধীন নিউজিল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। টসের পর তিনি জানান ২০১৯ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টেস্ট খেলা সরফরাজকে প্রথম একাদশে রাখা হয়েছে। সেইসঙ্গে মীর হামজাকেও দলে নেওয়া হয়েছ।
আরও ♔পড়ুন:- প্রয়াত সুনীল গাভ🐼াসকরের মা, কর্তব্যে অবিচল সানি মাঝপথেই ধারাভাষ্য ছেড়ে আসেননি
অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচক শাহিদ আফ্রিদি দায়িত্ব নেওয়ার পরে তাঁর প্রথম সাংবাদিক সম্মেলনে এই দুজনের কথা বলেছিলেন। সিরিজ শুরু 𓂃হওয়ার আগে তিনি পাকিস্তান অধিনায়কের সাথে প্রথম একাদশ 🐼কী হবে সেই নিয়ে আলোচনাও করেছিলেন।
নির্বাচকমন্ডলীর এই সিদ্ধান্ত ও প্রথম একাদশে সারফরাজের ফিরে আসা নিয়ে উত্তাল সামাজিক মাধ্যম। টুইটারে একজন বলেছেন, ‘সরফরাজ আജহমেদের জন্য এটা খুব ভালো। কিন্তু কোনও খেলোয়াড়কে মাত্র ছয়টা ইনিংস দিয়ে বিচার করা ঠিক নয়।’
আরও পড়ুন:- AUS vs SA: যেন উড়ন্ত বাজ মার্ন🔥াস, মেলবোর্নে দুর্ধর্ষ ক্যাচ ল্যাবুশানের, ভিডিয়ো
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।