প্যারিস প্যারালিম্পিক্সে ষষ্ঠ পদক ঘরে তুলল ভারত।🌠 রবিবার ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে আসে ব্রোঞ্জ মেডেল। যদিও নতুন কারও হাত ধরে নয়, বরং ইতিমধ্যেই প্যারিস থেকে দেশকে পদক দেওয়া প্রীতি পাল ফের পোডিয়াম ফিনিশ করলেন প্যারালিম্পিক্সে।
রবিবার মেয়েদেꦯর ২০০ মিটার টি-৩৫'এর ফাইনালে নামেন প্রীতি। তিনি ব্যক্তিগ💞ত সেরা পারফর্ম্যান্স উপহার দিয়ে তৃতীয় স্থানে থেকে ইভেন্ট শেষ করেন এবং জিতে নেন ব্রোঞ্জ মেডেল। ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ৭ জন প্যারাথলিট। প্রীতি ৩০.০১ সেকেন্ডেই শেষ করেন রেস।
এই ইভেন্টে প্রীতির কেরিয়ারের এটিই সেরা পারফর্ম্যান্স। অর্থাৎ, তিনি প্যারিসে ব্যক্তিগত সেরা পারফর্ম্যান্স উপহার দিয়ে দেশকে গর্বিত করেন। এই ইভেন্টে সোনা ও রুপো জেতেন চিনের দুই তারকা। জিয়া ঝৌ ২৮.১৫ সেকেন্ডে রেস শেষ করে♔ গোল্ড মেডেল গলায় ঝোলান। কিয়ানকিয়ান গুয়ো ২৯.০৯ সেকেন্ডে রেস শেষ করে রুপোর দখল নেন।
মেয়েদের ২০০ মিটার টি-৩৫ ইভেন্টের তিন পদকজয়ী
১. সোনা- জিয়া ঝৌ (চিন), ২৮.১৫ সেকেন্ড।২. রুপো- কিয়ানকিয়ান গুয়ো (চিন), ২৯.০৯ সেকেন্ড।৩. ব্রোঞ্জ- প্রীতি পাল (ভারত), ৩০.০১ সেকেন্ড।
উল্লেখ্য, এর আগে মেয়েদের ১০০ মিটার টি-৩৫ ইভেন্টে তৃতীয় হয়ে ব্রোঞ্জ জেতেন প্রীতি। অর্থাৎ, প্যারিস প্যারালিম্পিক্সে এই নিয়ে মোট ২টি ব্রোঞ্জ জিতলেন তিনি। ভারত ইতি🌠মধ্যেই শু♔টিং থেকে চারটি পদক জিতেছে, যার মধ্যে রয়েছে একটি সোনা ও ১টি রুপো।
রবিবার প্রীতির ব্রোঞ্জ পদক ছাড়াও ব্যাডমিন্টন থেকে অন্তত ২টি পদক নিশ্চিত করেছে ভারত। ছেলেদের ব্যাডমিন্টনের সিঙ্গলস এসএল-৩ 💮ইভেন্টের ফাইনালে উঠেছেন ভারতের নিতেশ কুমার। তিনি সেমিফাইনালে জাপানের প্রতিপক্ষকে হারিয়ে দেন ২১-১৬, ২১-১২ স্ট্রেট গেমে।
অন্যদিকে মেনস সিঙ্গলস এসএল-৪ ইভেন্টের ফাইনালে উঠেছেন সুহাস যথিরাজ। তিনি ༺সেমিফাইনালে হারিয়ে দেন ভারতেরই সুকান্ত কদমকে। ম্যাচের ফল সুহাসের অনুকূলে ২১-১৭, ২১-১২। গোল্ড মেডেল ম্যাচে ফ্রান্সের লুকা মাজুরের বিরুদ্ধে লড়াইয়ে নামবেন সღুহাস।
টোকিও প্যারালিম্পিক্সের ফাইনালে এই লুকার কাছেই হারতে হয়েছিল সুহাসকে। যদিও সুহাস এবার কোর্টে নামবেন বিশ্বচ্যাম্পিন এবং বিশ্বের এক নম্বর তারꦗকা হিসেবে। অন্যদিকে সুকান্ত এই ইভেন্টের ব্রোঞ্জ মেডেল ম্যাচে কোর্টে নামবেন ইন্দোনেশিয়ার ফ্রেডি সেতিয়াওয়ানের বিরুদ্ধে।
রবিবার তিরন্দাজির ব্রোঞ্জ মেডেল ম্যাচে ಞহেরে যান রাকেশ কুমার। শট পাটে পঞ্চম হয়ে অভিযান শেষ করেন রঙ্গলি রবি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।