শুভব্রত মুখার্জি: ইন্দোর টেস্টে ভরাডুবি ঘটেছে টিম ইন্ডিয়ার। ৯ উইকেটের বিরাট ব্যবধানে ভারতীয় দলকে হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া দল। সিরিজের ফল আপাতত ২-১। ইন্দোর টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারত ১৬৩ রানে অলআউট হয়ে যায়। যার মধ্যে ভারতের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেন চেতেশ্বর পূজারা। ওই ইনিংসেই এক অনবদ্য ক্যাচে পূজ🐼ারাকে প্যাভিলিয়নে ফের🦋ত পাঠান অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। আর সেই ক্যাচকেই টেস্ট ইতিহাসের অন্যতম সেরা ক্যাচ বলে আখ্যা দিয়েছেন প্রাক্তন অজি কিপার ব্যাটার ইয়ান হিলি।
স্মিথের একহাতে নেওয়া এই ক্যাচ ম্যাচের রংটাই বদলে দেয়। পূজারা ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসে কার্যত একাই লড়াই চালাচ্ছিলেন। ধীরে ধীরে ইনিংস গড়ার কাজ করছিলেন তিনি। এই সম🤡য়েই যখন তিনি ৫৯ রানে ব্যাট করছিলেন তখনই লেগ স্লিপে স্মিথের অনবদ্য ক্যাচে সাজঘরে ফিরতে হয় পূজারাকে। এই ক্যাচ দেখে এতটাই উচ্ছ্বসিত হয়ে পড়েন হিলি যে তিনি এই ক্যাচকে ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা বলে আখ্যা দেন।
সেনকিউ ব্রেকফাস্ট নামক এক অনুষ্ঠানে হিলি বলেন, 'এই ক্যাচটাই ম্যাচের রং বদলে দিয়েছে। যে ক্যাচে স্টিভ স্মিথ ৫৯ রানে চেতেশ্বর পূজারাকে সাজঘরে প্যাভিলিয়নে ফেরান। পূজারার আউটটা আমি বারবার দেখেছি। টেস্ট ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা ক্যাচ। এতটাই ভালো ক্যাচ যে আমি বারবার দেখেছি। ও♔র (স্মিথের) পিঠে একটা সমস্যা রয়েছে। তারপরেও এমন অনবদ্য ক্যাচে ও মার্ক ও🍨য়াহকে মনে করিয়ে দিয়েছে। মার্ক ওয়াহ হোক বা ববি সিম্পসন যে কোনও ভালো স্লিপ ফিল্ডার এই ক্যাচটা ধরলে গর্বিত হতেন। লেগ স্লিপে স্মিথ দাঁড়িয়েছিদ যে বলটা স্পিন করবে বা বাউন্স করবে ব্যাটের কাঁধে লেগে বা ভেতরের কানায় লেগে প্যাডে লেগে 'বেলুন' হয়ে উঠবে আর সহজ ক্যাচ নেবে। তবে ও তো একটা দুরন্ত লেগ গ্লান্সকেই তালুবন্দি করে নিল!'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।