লকডাউন, জৈব বলয় ও নিজের পরিবার থেকে দীর্ঘ সময় দূরে থেকে নিজেদের সেরাটা দিতে গিয়ে হাঁপিয়ে উঠছেন অনেকেই। বেন স্টোকস থেকে নাওমি ওসꦐাকা, হালে ক্রীড়াজগতের তাবড় তাবড় তারকারা বর্তমান পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্য নিয়ে ভোগার কথা স্বীকার করে নিয়েছেন।
এই নিয়ে চর্চারও অন্ত নেই। তবে অবশেষে মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলাপ আলোচনা হওয়ায় খুশি রাহুল দ্রাবিড়। তিনি জানান, ‘মানসিক স্বাস্থ্য বরাবরই খেলার জগতে একটা বড় সমস্যা এবং ক্রিকেটেও এর উপস্থিতি রয়েছেই। বিগত দশকে অনেক খেলোয়াড়ই এই বিষয়ে সামনে এসে সত্যিটা স্বীকার করার সাহস দেখিয়েছে। এটা একটা খুবই ইতিবাচক দিক। ক্রীড়াজগত বিশেষত ক্রিকেটে সবসময় পারফর্ম করার চাপ থাকে। বহু খেলোয়াড়কেই এই চ𒐪াপ সামলেই নিজ🌳েদের খেলা খেলতে হয়।’
সাম্প্রতিক সময়ে মনিন্দর সিং স্বীকার করে নিয়েছেন যে অতীতেও অনেকেই মানসিক স্বাস্থ্য জনিত সমস্যার সম্মুখীন হয়েছেন। দ্রাবিড়ও সেই কথা স্বীকার করে নিয়ে জানান শুধু এখনকার সময়ই নয় বহু আগে থেকেই ক্রীড়বিদদের অনেকেই মানসিক স্বাস্থ্যজনিত 🥃সমস্যায় ভুগেছে। তবে অনেকেই সত্যিটা স্বীকার করার সাহস দেখাত🌊ে পারেননি বলেই দাবি ভারতীয় কিংবদন্তির।
‘অতীতে নিজের দুর্বলতা স্বীকার করার ব্যাপারে অনেকেই সাহস দেখাতে পারেননি। অনেকেরই সমস্যা সমাধানের জন্য কী করা উচিত সেই বিষয়ে কোন ধারণা ছিল না। তবে ধীরে ধীরে কয়েকজন এগিয়ে আসার সাহস দেখানোর ফলে আমার মনে হয় তার মধ্য়ে দিয়ে অবস্থার খানিক﷽টা হলেও উন্নতি হয়েছে। খেলার জগত বা ক্রিকেটে অনেকেই এখন মন খুলে মানসিক স্বাস্থ্যের বিষয়ে কথা বলতে পারছে, অনেক আলাপ আলোচনাও হচ্ছে।’ মত প্রাﷺক্তন ভারতীয় অধিনায়কের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।