বিরাট কোহলি এশিয়া কাপের শেষ ম্যাচে ইনিংসের গোড়াপত্তন করতে নেমে সেঞ্চুরি করায় ওপেনে ভারতের বিকল্প বাড়ল বলে মনে করছেন রবি শাস্ত্রী। তবে তাঁর দাবি, টি-২০ ব💎িশ্বকাপে ভারতের উচিত কোনও বাঁ-হাতি ব্যাটসম্যানকে দিয়ে ওপেন করানো।
উল্লেখযোগ্য বিষয় হল, স্টার স্পোর্টসের আলোচনায় শাস্ত্রী ওপেনার হিসেবে এমন দু'জন বাঁ-হাতি ব্যাটসম্যানের বিকল্পের কথা উল্লেখ করেন, এই মুহূর্তে জাতীয় নির্বাচকদের মাথায় তেমন কোনও পরিকল্পনা রয়েছে বলে মনে হয় না। আসলে বাঁ-হাতি ওপেনার হꦛিসেবে শাস্ত্রীর প্রথম পছন্দ ইশান কিষাণ। তা নাহলে বিকল্প হিসেবে শিখর ধাওয়ানের নামও উল্লেখ করেন তিনি।
🍎আরও উল্লেখযোগ্য বিষয় হল, চারজন বিশেষজ্ঞ পেসার হিসেবে শাস্ত্রী যাঁদের নাম নেন, তাতেও রয়েছে চমক। বুমরাহ, শামি ও হার্ষালের সঙ্গে শাস্ত্রী মহসিন খান অথবা꧙ অর্শদীপ সিংয়ের মধ্যে একজনকে বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন।
আরও পড়ুন:- T20 বিশ্বকাপের দ💧ল ঘোষণার আগে দেখে নিন Asia Cup-এ ভারতের ১৭ জন ক্রিকেটার কেমন খেলেছেন
শাস্ত্রী দলের ১৫ নম্বর সদস্য হি🥂সেবে বাড়তি কোনও ব্যাটসম্যান অথবা পঞ্চম পেসারকে বেছে নিতে বলেছেন। বাড়তি ব্যাটসম্যান বলতে হুডাই এগিয়ে। পঞ্চম পেসার হিসেবে অর্শদীপ ও মহসিনের মধ্যে যিনি দ্বিতীয় পছন্দ হবেন, তাঁর কথাই সম্ভবত বলতে চেয়েছেন রবি। তাছাড়া ভুবনেশ্বর কুমারের বিকল্পও থাকছে নির্বাচকদের সামনে।
রবি শাস্ত্রীর বেছে নেওয়া টি-২০ বিশ্বকাপের ভারতীয় স্কোয়াড: রোহিত শর্মা (ক্যাপ্টেন), লোকেশ রাহুল (ভাইস ক্যাপ্টেন), ইশান কিষাণ/শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীনেশ কার্তিক/সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ঋষভ পন্ত (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহালꦡ, জসপ্রীত বুমরাহ,ꦜ মহম্মদ শামি, মহসিন খান/অর্শদীপ সিং, হার্ষাল প্যাটেল, বাড়তি ব্যাটসম্যান (দীপক হুডা) অথবা পঞ্চম কোনও পেসার।
আ♈রও পড়ুন:- IND Legends vs SA Legends: বিনি-🌸ইউসুফের যুগলবন্দিতে বিরাট জয় ইন্ডিয়ার
ইরফান পাঠান অবশ্য শꦰেষ মুহূর্তে বিশ্বকাপের ভারতীয় দলে বিস্তর রদবদল চান না। তিনি এশিয়া কাপের মূল স্কোয়াডে কয়েকটি বদল করেছেন। যদিও মহম্মদ শামি ও ভুবনেশ্বর কুমারের ম♔ধ্যে একজনকে বিশ্বকাপের দলে নেওয়া উচিত বলে মতামত পেশ করেন জুনিয়র পাঠান। ইরফান আলোচনা ক্রমে দীপক হুডার নাম নেন নিজের পছন্দের ভারতীয় স্কোয়াডে। তাঁকে দিয়ে বোলিং করানোর পরামর্শও দেন। তবে কার জায়গায় হুডাকে স্কোয়াডে নেওয়া হবে, সেবিষয়ে কিছু উল্লেখ করেননি পাঠান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।