বৃষ্টিবিঘ্নিত প্রথম টি-২০ ম্যাচে ওভার প্রতি প্রায় ১৩ রান তুলে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় টি-২০ ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ওঠে রেকর্ড ৫১৭ রান। ক্যারিবিয়ানদের গড়া রানের পাহাড় টপকে জয় ছিনিয়ে নেয় দক্ষিণ আফ্রিকা এবং সিরিজে সমতা ফে✅রায়। এবার সিরিজের নির্ণায়ক তথা শেষ টি-২০ ম্যাচে ফের রানের বন্যা বওয়াল দু'দল। চার-ছক্কার ফুলঝুরি দেখা গেল জোহানেসবার্গে।
শেষমেশ 𝕴হাই-স্কোরিং ম্যাচে রুদ্ধশ্বাস জয় তুলে নিয়ে সিরিজ জেতে ওয়স্ট ইন্ডিজ। অথচ একটা সময় ম্যাচে কার্যত কোণঠাসা দেখাচ্ছিল ক্যারিবিয়ানদের। লোয়ার অর্ডারে রোমারিও শেফার্ডের ধুমধাড়াক্কা ব্যাটিং ও বল হাতে আলজারি জোসেফের চমকেই ম্যাচ তথা সিরিজ জিততে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজ।
জো'বার্গে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে শুরুতে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজ রান তোলার গতি বজায় রা🙈খলেও নিয়মিত অন্তরে উইকেট খোয়াতে থাকে। একসময় ১৬১ রানে ৮ উইকেট হারিয়ে বসে তারা। সেখান থেকে শেষ চার ওভারে ঝড় তুলে ওয়েস্ট ইন্ডিজ পৌঁছে যায় ৮ উইকেটে ২২০ রানে।
৯ নম্বরে ব্যাট করতে নেমে শেফার্ড ২২ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলে নট-আউট থাকেন। তিনি ২টি চার ও ৩টি ছক্কা মারেন। ১০ নম্বরে ব্যাট করতে নামা আলজারি জোসেফ অপরাজিত থাকেন ৯ বলে ১৪ রান করে। তিনি ১টি চার ও ১টি 𝄹ছক্কা মারেন।
এছাড়া নিকোলাস পুরান ২টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১৯ বলে ৪১ রান করে আউট হন। ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৫ বলে ৩৬ রান করে মাঠ ছাড়েন ব্র্যান্ডন কিং। 🦩কাইল মায়ের্স ১৭, ♍রোভম্যান পাওয়েল ১১, রেমন রেইফার ২৭, জেসন হোল্ডার ১৩ ও রোস্টন চেস ৬ রানের যোগদান রাখেন।
দক্ষিণ আফ্রিকার হয়ে লুঙ্গ𒁃ি এনগিদি, কাগিসো রাবাদা ও এꦦনরিখ নরকিয়া ২টি করে উইকেট দখল করেন। ১টি উইকেট নেন এডেন মার্করাম।
জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকাও শুরু থেকে ঝড় তোলে। তবে তীরে এসে তরী𝐆 ডোবে তাদের। নির্ধারিত ২০ ওভারে দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটের বিনিময়ে ২১৩ রান তুলে রণে ভঙ্গ দেয়। ৭ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জিতে ২-১ ব্যবধানে টি-২০ সিরিজের দখল নেয় ওয়েস্ট ইন্ডিজ।
ব্যর্থ হয় রিজা হেনড্রিক্সের ধুমধাড়াক্কা হাফ-সেঞ্চুরি। ১১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৪ বলে ৮৩ রান করে আউট হন তিনি। রিলি রসউ করেন ২১ বলে ৪২ রান। তিনি ৪টি চার ও ৩টি ছক্কা মারেন। ক্যাপ্টেন মার্করাম ১৮ বলে ৩৫ রান করে নট-আউট থাকেন। তিনি ৪টি চার মারেন। কুইন্টন ডি𒆙'কক ২১, ডেভিড মিলার ১১, এনরিখ ক্লাসেন ৬ ও ওয়েন পার্নেল ২ রান করে মাঠ ছাড়েন।
আলজার�෴�ি জোসেফ ৪ ওভারে ৪০ রানের বিনিময়ে একাই ৫টি উইকেট দখল করেন। ১টি উইকেট নেন জেসন হোল্ডার। ম্যাচের সেরা হয়েছেন জোসেফ। সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন জনসন চার্লস।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।