দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে একটি হাই ভোল্টেজ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা। সেই ম্যাচে শাকিবদের পরাজিত করে শ্রীলঙ্কা দল চলতি এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের জায়গা পাকা করেছে। এই জয় শ্রীলঙ্ক💛া দলের কাছেও সবচেয়ে স্মরণীয় জয় বলে মনে করা হচ্ছে। কারণ এই ম্যাচের আগে একে অপরের দল নিয়ে বাক্য যুদ্ধ শুরু করেছিল দুই দল। শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা ও বাংলাদেশ দলের পরিচালক খালিদ মাহমুদ এই লড়াই-এর শুরু করেছিলেন। ম্যাচের আগে🍬 সংবাদ সম্মেলনে একে অপরের বোলিং নিয়ে অনেক কথাই বলেছেন দুই দলের কোচ ও অধিনায়ক।
ম্যাচের আগে,শনাকা বলেছিলেন যে ব🍸াংলাদেশের মাত্র দুজন বিশ্ব-মানের বোলার আছে। জবাবেমাহ🌠মুদ বলেছিলেন যে শ্রীলঙ্কার কেউ নেই। এ প্রসঙ্গে শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক মাহেলা জয়বর্ধনে বলেছিলেন,‘মনে হচ্ছে শ্রীলঙ্কার বোলারদের ক্লাস এবং ব্যাটসম্যানদের দেখানোর সময় এসেছে যে তারা মাঠে কী করতে পারে।’
আরও পড়ুন… বাংলাদেশ ম্যাচে ক🦩েন কোড সিগন্যাল দেখাচ্ছিলেন? জয়ের পরে কী বললেন শ্রীলঙ্কা কোচ
এরপরে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ জেতার পর আরেকটি টুইটে বাংলাদেশের ক্রিকেট দলকে কটাক্ষ করেছেন জয়বর্ধনে। এই টুইটে তিনি শ্রীলঙ্কার বিশ্বমানের পারফরম্যা♉ন্সের কথা জানিয়েছেন। মাহেলা জয়বর্ধনে টুইট করে লিখেছেন,‘খেলোয়াড়দের ভালো পারফরম্যান্স। দারুণ কামব্যাক এই ম্যাচে জয়ের চাপে। এটা বলা নিরাপদ যে এটি একটি বিশ্বমানের পারফরম্যান্স ছিল।’
এ﷽ই ম্যাচে প্রথমে ব্যাট করে,বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৩ রানের বিশাল রান সংগ্রহ করেছিল। আফিফ হোসেꦉন ২২ বলে ৩৯ রান করেন এবং মোসাদ্দেক হোসেন মাত্র ৯ বলে ২৪ রান করে ছিলেন। জবাবে শ্রীলঙ্কা শুরুটা ভালো করে। তবে বিরতিতে তিন উইকেট নেন এবাদত হোসেন। কুশল মেন্ডিস চারবার আউট হতে হতেও আউট হননি। এবং তিনি বাংলাদেশের বিরুদ্ধে ৬০ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন।
আরও পড়ুন… আবা✱র কি বিরাট বনাম𝓡 বাবরের লড়াই দেখা যাবে! পাকিস্তান-হংকং ম্যাচেই ঠিক হবে ভাগ্য
শনাকা একটি অধিনায়কের ইনিংস খেলেন এবং তাঁর ৪৫ রানের নকটি শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত হয়। ত𝐆বে মেন্ডিস,শনাকা ও চামিকা করুণারত্নের বড় উইকেট নেওয়ার পর ম্যাচে প্রত্যাবর্তন করেছিল বাংলাদেশ। তবে অভিষেক হওয়া অসিথা ফার্নান্দো দুটি চার মেরে বাংলাদেশের সেই স্বপ্নে জল ঢেলে শ্রীলঙ্কাকে জয়ী করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।