এই প্রথমবার আয়োজিত হতে চলেছে আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপ। কবে কোথায় বসবে টুর্নামেন্টের 🔯উদ্বোধনী আসর, তা নির্ধারিত হয়েছে আগেই। এবার প্রকাশিত হল টুর্নামেন্টের সূচি। জেনে নেওয়া যাক প্রথম অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপের খুঁটিনাটি।
কবে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট:২০২৩ সালের ১৪ জানুয়ারি শুরু হবে উদ্বোধনী অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপ। চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত। ১৫ দিনে মোট ৪১টি ম্যাচ খেলা হবে টুর্নামেন্টে। গ্রুপ লিগে প্রতিদিন ৪ট✅ি করে ম্যাচ খেলা হবে। উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়া মাঠে নামবে বাংলাদেশের বিরুদ্ধে।
কোথায় অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপ:দক্ষিণ আফ্রিকার বেনোনি ও পোচেস্ট্রুমে বসবে অনূর্ধ্ব🔴-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপের আসর। ২০২০ সালে এই দু'টি শহরেই আয়োজিত হয়েছিল অনূর্ধ্ব-১৯ ছেলেদের বিশ্বকাপ।
কতগুলি দল অংশ নেবে টুর্নামেন্ট:মোট ১৬টি দল অংশ নেবে উদ্বোধনী অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপে। আইসিসির ১১টি পূর্ণ সদস্য দলের সঙ্গে ৫টি সহযোগী দল মাঠে নামবে। আয়োজক দক্ষিণ আফ্রিকা ছাড়া বিশ্বকাপে অংশ নেবে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আ𒁃মেরিকা যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, পাকিস্তান, জিম্বাবোয়ে, রওয়ান্ডা, আয়ারল্যান্ড, ইন্দোনেশিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ভারত, আমಞিরশাহি ও স্কটল্যান্ড।
কোন ফর্ম্যাটে খেলা হবে টুর্নামেন্ট:১৬টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপের ৩টি করে দলে সুপার সিক্স রাউন্ডের যোগ্যতা অর্জন করবে। সুপার সিক্স রাউন্ড অনুষ্ঠিত হবে ২টি আলাদা গ্রুপে। এ-গ্রুপের দলগুলি মাঠে নামবে ডি-গ্রুপের দলগুলির বিরুদ্ধে। বি-গ্রুপের দলগুলি খেলতে নামবে সি-গ্রুপের দলগিুলির বিরুদ্ধে। সুপার সিক্সের ২টি গ্রুপের ২টি করে দল সেমিফাইনালের যোগ্যতা অর্জন করবে এবং দুই সেমিফাইনালের বিজয়ী দল খেলবে ফাইনাল ম𒅌্যাচ।
টুর্নামেন্টের গ্রুপ বিভাগ:এ-গ্রুপ: অস্ট্রেলিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আমেরিকা যুক্তরাষ্ট্রবি-গ্রুপ: ইংল্যান্ড, পাকিস্তান, জিম্বাবোয়ে, রওয়ান্ডাসি-গ্রুপ: আয়ারল্যান্ড, ইন্দোনেশিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজডি-গ্রুপ:⛎ ভারত, দক্ষিণ আফ্রি🐠কা, আমিরশাহি, স্কটল্যান্ড
ভারতের গ্রুপ লিগের সূচি:১৪ জানুয়ারি: বনাম দক্ষিণ আফ্রিকা (বেনোনি)১৬ জানুয়ারি: বনাম আমিরশাহি (বেনোনি)১৮ জানুয়ারি: বনাম স্কটল্যান্ড (বেনোনি)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।