SL vs BAN Asia Cup Highlights: বল হাতে ডꦫুবিয়েছিলেন। ব্যাট হাতে সেই আসিথ ফার্নান্দোই শ্রীলঙ্কার নায়ক হয়ে উঠলেন। তিন বলে অপরাজিত ১০ রান করে রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দিলেন। দু'উইকেটে জয়ের সুবাদে সুপার ফোরে উঠে গেল শ্রীলঙ্কা। অন্যদিকে, একটি ম্যাচেও জিততে না পেরে দেশে🦹 ফেরার বিমান ধরতে চলেছেন বাংলাদেশের টাইগাররা।
শ্রীলঙ্কার ইনিংসের হাইলাইটস
রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করে শ্রীলঙ্কা। কিন্তু ষষ্ঠ ওভারে প্রথম উইকেট পড়ার পর ম্যাচের রাশ নিজেদের হাতে নিতে থাকে বাংলাদেশ। একাধিক উইকেটের ধাক্কা সামলে শ্রীলঙ্কার ইনিংস টানতে থাকেন কুশল মেন্ডিস এবং শানাকা। দু'জনে শ্রীলঙ্কাকে ম্যাচে ফিরিয়ে আনেন। কিন্তু সঠিক সময় মেন্ডিসকে আউট করে ম্যাচে ফেরেন শাকিব আল হাসানরা। তারপরও দাসুনের সৌজন্যে ম্যাচে এগিয়ে ছিল শ্রীলঙ্কা। কিন্তু শেষের দিকে দাসুন এবং চামিকা করুণারত্নে আউট হয়ে যাওয়ায় ম্যাচের পাল্লা বাংলাদেশের দিকে ঝুলে যায়। শেষপর্যন্ত পেসার আসিথা ফার্নান্দোর তিন বলে অপরাজিত ১০ রানের সৌজন্যে ম্যাচে জিতে এশিয়া কাপের সুপার ফোরে উ♈ঠে যায় শ্রীলঙ্কা।
বাংলাদেশের ব্যাটিং হাইলাইটস
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত ন♑েন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৮৩ রান তোলে বাংলাদেশ। যা সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। ২২ বলে ৩৯ রান করেন আফিফ হোসেন। নয় বলে ২৪ রান করেন মোসাদ্দেক হ𒁏োসেন। ২৬ বলে মেহেদি হাসান মিরাজ করেন ৩৮ রান।
বাংলাদেশ হারতেই ‘নাগিন ডান্স’ KKR তারকার, ভাইরাল ভিডিয়ো
চার বছর আগে ‘নাগিন ডান্স’ করেছিল বাংলাদেশ। এবার তা সুদে-আসলে ফিরিয়ে দিল শ্রীলঙ্কা। এশিয়া কাপের রুদ্ধশ্বাস ম্যাচে জয়ের পর ড্রেসিংরুম এবং বাউন্ডারির ধারে ‘নাগিন ডান্স’ করতে দেখা গেল শ্রীলঙ্কা তথা কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) তারকা চামিকা করুণাত্নেকে। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে – আরও পড়ুন এখানে
জিতে গেল শ্রীলঙ্কা
জিতে ♊গেল শ্রীলঙ্কা! তৃতীয় বলে ২ রান নিয়েছিল। নো বল হওয়ায় তিন রান। জয় শ্রীলঙ্কার। চার বল বাকি থাকতে ২ উইকেটে জয়।
দ্বিতীয় বলে চার রান
দ্বিতীয় বলে চার রান🎃! বিশাল শট। জয়🎃ের জন্য শ্রীলঙ্কার চার বলে চাই তিন রান।
প্রথম বলে এক রান
বল করতে এসেছেন মেহ꧋েদি হাসান। প্রথম বলে এক রান। জয়ের জন্য শ্রীলঙ্কার পাঁচ বলে 🍷চাই সাত রান।
শেষ ওভারে শ্রীলঙ্কার চাই ৮ রান
১৯ তম ওভারে উঠল ১৭ র🔯ান। শেষ বলে ফার্নান্দো চার মারলেন। জয়ের জন্য ছয় বলে আট রান চাই।
আত্মঘাতী রান আউট করুণারত্নে
দুর্দান্ত শাকিব আল🌌 হাসান। আউট করুণারত্নে। ১০ বলে ১৬ রান করে আউট হলেন। শ্রীলঙ্কার স্কোর আট উইকেটে ১৭১ রান। থিকশানার বল ব্যাটের কাণায় গেলে শর্ট কভারের বেশি চায়নি। একেবারে আত্মঘাতী রানের সিদ্ধান্ত করুণারত্নের। সময় নিয়ে তিনটে স্টাম্পে মারলেন শাকিব। ম্যাচ ডান?
দু'ওভারে শ্রীলঙ্কার চাই ২৫ রান
দু'ওভারে শ্র🍸ীলঙ্কার চাই 🧜২৫ রান। ১৮ তম ওভারে উঠল ৯ রান।
শ্রীলঙ্কার স্বপ্ন শেষ? মারার বলে আউট শানাকা
বড়সড় ধাক্কা শ্রীলঙ্কার! স্বপ্ন শেষ লঙ্কা বাহিনীর? মারার বল ছিল। কিন্তু লং অনে বাউন্ডারির কিছুটা আগে ধরা ♊পড়লেন। ৩৩ বলে ৪৫ রান করে আউট। ১৭.৫ ওভারে শ্রীলঙ্কার স্কোর ১৫৯ রান। মেহেদি হাসান আউট করলেন।
ওভাররেটের থেকে ১ ওভার পিছিয়ে বাংলাদেশ
আপাতত ওভাররেটের থেকে এক ওভার পিছিয়ে আছে বাংলাদেশ। যা বাংলাদেশের বড় চিন্তাক কারণ হ🎶তে পারে। সেক্ষেত্রে একটি ওভারে 🐓বাংলাদেশকে ৩০ গজের বৃত্তের মধ্যে বাড়তি একজন ফিল্ডারকে রাখতে হবে।
১৮ বলে ৩৪ রান চাই শ্রীলঙ্কার
১৭ তম ওভারে হল ন'রান। ১৮ বলে ৩৪ ꦬরান চাই শ্রীলঙ🐓্কার। আছেন শানাকা এবং করুণারত্নে।
শেষ চার ওভারে ৪৩ রান বাকি শ্রীলঙ্কার
শেষ চার ওভারে ৪৩ রান বাকি শ্রীলঙ্কার। ক্রিজে আছেন শ্রীলঙ্কার অধিনায়ক শানাকা এবং কেকেআর তা🌠রকা করুণা💟 চামিরারত্নে।
ছয় উইকেট পড়ল শ্রীলঙ্কার
তাসকিন আহমেদকে ম🍒্যাচ থেকে সরিয়ে রাখা যাচ্ছে না। এবার আউট করলেন হাসারাঙ্গাকে। ১৫.৩ ওভারে শ্রীলঙ্কার স্কোর ছয় উইকেটে ১৩৯ রান। ডিপ কভারে ভালো ক্যাচ মেহেদি হাসানের।
শ্রীলঙ্কার স্বপ্নে বড় ধাক্কা, শাকিবের দারুণ চালে এল পঞ্চম উইকেট
শ্রীলঙ্কার স্বপ্নে বড় ধাক্কা। আগের বলেই থার্ডম্যানে ফিল্ডার রাখেন শাকিব। ঠিক সেখানেই ক্যাচ দিয়ে আউট হলেন কুশল মেন্ডিস ১৪.৩ ওভারে শ্রীলঙ্কার স্কোর পাঁচ উইকেটে ১৩১ রান। মেন্ডিস ৩৭ বলে ৬০ রান করেন। মুস্ত🐎াফিজুর উইকেট পেলেন। ক্যাচ নিলেন তাসকিন আহমেদ।
১৩ তম ওভারে উঠল ২২ রান
১৩ তম ওভারে উঠল ২২ রান। ১৩ ওভার শেষে শ্রীলঙ্ক♊ার স্কোর উইকেটে চার উইকেটে ১১৭ রান। শানাকা করেছেন ১৫ বলে ২০ রান। কুশলের অবদান ৩৩ বলে ৫২ রান।
অর্ধশতরান পূরণ মেন্ডিসের
অর্ধশতরান পূরণ করলেন কুশল মেন্ডিস। কমপক্ষে চার থেকে পাঁচবার জীবনদান পেয়েছেন। ৩২ꦓ বলে 🐼৫০ করলেন।
চাপে শ্রীলঙ্কা
আট বলে দু'রান করেছেন দাসুন শানকা। ২৭ বলে ৪৫ রা𓆏নে অপরাজিত আছেন কুশল মেন্ডিস।
১১ ওভারে শ্রীলঙ্কার স্কোর চার উইকেটে ৮৮ রান
১১ ওভারে শ্রীলঙ্কার স্কোর 🍸চার উইকেটে ৮৮ রান। ক্রিজে আছেন
‘অপমানের’ জবাব টাইগারদের, শ্রীলঙ্কার ৪ উইকেটই পেলেন পেসাররা
‘অপমানের’ জবাব টাইগারদের। শ্রীলঙ্কার চতুর্থ উইকেটের পতন। চার উইকেটই পে꧃লেন পেসাররা। নবম ওভারের পঞ্চম বলে আউট হলেন রাজাপক্ষ। তাসকিন আহমেদের শর্ট বল চামচের মতো তুলে দেন। যে শটটার জন্য ফিল্ডার রেখেছিলেন শাকিব আল হাসান। পু༺রো নিখুঁত পরিকল্পনা। বাংলাদেশের স্কোর চার উইকেটে ৭৭।
তৃতীয় উইকেট ইবাদতের
কী দুর্দান্ত স্পেলটাই না করছেন ইবাদত। এবার আউট আসালঙ্কা। তবে উജইকেটের ৮০ শতাংশ কৃতিত্ব তাসকিন আহমেদের। ৭.৪ ওভারে শ্রীলঙ্কার স্কোর তিন উইকেটে ৬৭ রান। ধানুষ্কার ব্যাটের উপরের বল লাগে। বল বিশাল উপরে উঠে যায়। ফাইন লেগ থেকে ২০ মিটার দৌড়ে এসে ডাইভ দিয়ে ক্যাচ তাসকিনের। শেষের দিকে মনে হচ্ছিল, ক্যাচ ফস্কে যাচ্ছে।
নো বলে আউট, জীবনদান পেলেন মেন্ডিস
সপ্তম ওভারের শে꧂ষ বলে আউট কুশল মেন্ডিস। তবে তাঁকে আটকানো হয়। রিপ্লেতে দেখা যায় নো বܫল। ও হো বাংলাদেশ! ৬.৫ ওভারে শ্রীলঙ্কার স্কোর দু'উইকেটে ৬১ রান। বড় জীবনদান কুশল মেন্ডিসের।
অভিষেকে ওভারেই জোড়া উইকেট ইবাদত, দুর্দান্ত শুরু বাংলাদেশের
অভিষেকে ওভারেই জোড়া উইকেট ইবাদত হোসেনের। ৬ ওভারে শ𓂃্রীলঙ্কার স্কোর দুই উইকেটে ৪৮ রান। শর্ট লেংথে বল ফেলেছিলেন। বাজে শট নির্বাচন আসালঙ্কার।
অভিষেকের প্রথম ওভারেই উইকেট ইবাদতের, প্রথম ধাক্কা শ্রীলঙ্কার
পাওয়ার প্লে'র শেষ ওভারে প্রথম উইকেট পড়ল শ্রীলঙ্কার। আউট নিসাঙ্কা। আন্তর্জাতিক টি-টোয়েꦅন্টি অভিষেক ইবাদত হোসেনের। ৫.৩ ওভারে শ্রীলঙ্কার স্কোর এক উইকেট ৪৫ রান।
পঞ্চম ওভারে উঠল ১৮ রান
মার খেলেন শাকিব আল হাসান। পঞ্✨চম ওভারে উঠল ১৮ রান। পাঁচ ওভারে শ্রীলঙ্কার স্কোর বিনা উইকেটে ৪৪। কুশল অপরাজিত ২৩ রানে (১৩ বল)। নিসাঙ্কা করেছেন ১৭ꦏ বলে ২০ রান।
২ ওভারে শ্রীলঙ্কার স্কোর ৯/০
আপাতত পেসারদের লড়াইয়ে জয়ী বাংলাদেশ। দুই ওভারে শ্রীলঙ্কার স্কোর বিনা উইকেটে নয় রান। দ্বিতীয় ওভারের শেষ বলে উই♚কেটের পিছনে ক্যাচ ফস্কালেন মুশফিকুর রহিম।
শেষ ১০ ওভারে বাংলাদেশ ৯৮ রান তুলেছে
শꦯেষ ১০ ওভারে বাংলাদেশ ৯৮ রান তুলেছে। সেটাই কি ম্যাচের ফারাক গড়ে দে🀅বে?
রান তাড়া করতে শুরু করল শ্রীলঙ্কা
রান তাড়া করতে শুরু করল শ্রীল🦩ঙ্কা। নেমেছেন কুশল মেন্ডিস। বল করছেন মুস্তাফির রহমান।
‘মিডিয়ায় কী বলছে তা নিয়ে উদ্বিগ্ন নই,’ শানাকার বিতর্কিত উত্তর নিয়ে শাকিবের জবাব
বিতর্ক নয়, বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসানের মতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভালো ক্রিকেট খেলাই হল আসল লক্ষ্য। বৃহস্পতিবার শাকিব বলেছেন যে তাঁর দল ২০২২ এশিয়া কাপ-এ শ্রীলঙ্কার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলার আগে সাম্প্রতিক বিতর্ক নিয়ে উদ্বিগ্ন নয়। – বিস্তারিত পড়ুন
পেসারদের বেধড়ক মার, মোসাদ্দেকের বিস্ফোরণে ১৮৩ রান বাংলাদেশের
পেসারদের বেধড়ক মার। শেষের দিকে মোসাদ্দেক হোসেনের বিস্ফোরণে ১৮৩ র𒁏ান তুলল বাংলাদেশ। শেষ ওভারে উঠল ১৭ রান। শেষ পাঁচ ওভারে উঠল ৬০ রান। নয় বলে ২৪ রানে অপরাজিত থাকলেন মোসাদ্দেক। তাসকিন আহমেদ ছয় বলে ১১ রানে অপরাজিত।
১৮০ রান তুলতে পারবেন টাইগাররা?
১৯ ওভারে বাংলাদেশের স্কোর সাত উইকেটে ১৬৬ রান। ১৮০ রান তুলতে পারবꩲেন টাইগাররা?
১৮০ রানের লক্ষ্যে বাংলাদেশ
আরও এক উইকেট হারাল বাংলাদেশ। এবার আউট বাংলাদেশের স্কোর ১৮.১ ওভারে সাত উই𝓡কেটে ১৫৯ রান। চার বলে ১১ রানে💛 খেলছেন মোসাদ্দেক হোসেন।
পরপর উইকেট পড়ল বাংলাদেশের, এবার ফিরলেন মাহমুদুল্লাহ
কয়েক বলের ব্যবধানে জোড়া উইকেট হারাল বাংলাদেশ। আউট মাহমুদুল্লাহ। ২২ বলে ২৭ রান করেছেন। বাংলাদেশের স্কোর ১৭.১ ওভারে ছয় উইকেটে ১🥀৪৭ রান।
দুর্দান্ত কাউন্টার অ্যাটাকিং ইনিংস খেলে আউট আফিফ, প্রাণ আনলেন টাইগারদের
দুর্দান্ত কাউন্টার অ্যাটাকিং ব্যাটিংয়ের পর আউট আফিফ হোসেন। ২২ বলে ৩৯ রান করলেন। ১৬.৪ ওভারে বাংলাদেশের স্কোর পাঁচ উইকেটে ১৪৪। বড় শট𝄹 মারতে গিয়ে আউট💃 হলেন।
১৫ ওভারে বাংলাদেশের স্কোর ৪/১২৩
১৫ ওভারে বাংলাদেশের স্কোর চার উইকেটে ১২৩ রান।🌳 হাসারাঙ্গার ওভারে ১৪ রান হল। ছক্কা এবং চার মারলে❀ন মাহমুদুল্লাহ।
শেষ ৭ বছরে মাত্র ১ সেঞ্চুরি পার্টনারশিপ বাংলাদেশের
গত সাত বছরে মাত্র একটা সেঞ্চুরি পার্টনারশিপ বাংল🤡াদেশের। স♉েখানে ভারতের সেই সংখ্যাটা ২৩। পাকিস্তানের ১৮।
১৩ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৪/১০৩
১৩ ওভার শেষে বাংলা🍒দেশের স্কোর চার উইকেটে ১০৩ রান। হাসারাঙ্গার ওভারে উঠল ১২ রান। মাহমুদুল্লাহ অপরাজি꧒ত চার রানে (আট বল)। আফিফ করেছেন ১৯ রান (১১ বল)।
মারতে গিয়ে বোল্ডডডডড শাকিব, ৪ উইকেট হারাল বাংলাদেশ
মারতে গিয়ে বোল্ডডডড𒁃ড শাকিব আল হাসান। টপের উপর দিয়ে মারতে গিয়েছিলেন। পুরোপুরি বল মিস করেন। স্টাম্প ভেঙে গেল। ২৪ রান (২২ বল) করে আউট হলেন। ১০.৩ ওভারে বাংলাদেশের স্কোর চার উইকেটে ৮৭ রান। উইকেট নিলেন থি🎶কসানা।
দ্বিতীয় খেলোয়াড় হিসেবে T20-তে দুর্দান্ত নজির শাকিবের
দশম ♓ওভারে উঠল ১৫ রান। ১০ ওভারে ♐বাংলাদেশের স্কোর তিন উইকেটে ৮৫ রান। শাকিব অপরাজিত ২৩ রানে (২০ বল)। সঙ্গে আফিফ হোসেন (ছয় রান)। এই ওভারেই বিশ্বের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে টি-টোয়েন্টি ৬,০০০ রান এবং ৪০০ উইকেট নেওয়ার নজির গড়লেন শাকিব।
‘ব্র্যাডম্যান’-কে আউট করলেন KKR তারকা, ৩ উইকেট পড়ল বাংলাদেশের
বাংলাদেশকে ধাক্কা দিলেন 🍃কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) তারকা চামিরা করুণারত্নে। আট ওভারে বাংলাদেশের রান তিন উইকেটে ৬৩ রান। মুশফিকুর রহিম পাঁচ ব🅘লে চার রান করলেন। ক্রিজে আছেন শাকিব।
বাজিমাত ‘সুপারস্টার’ RCB তারকার, ঝোড়ো ইনিংস খেলে আউট মেহেদি
আউট মেহেদি হাসান! প্রথম ওভারেই বাংলাদেশকে ধাক্কা﷽ রয়্যাল চ্যালেঞ্🏅জার্স ব্যাঙ্গালোরের তারকা ওয়ানিন্দু হাসারাঙ্গার। ডিপ মিড উইকেটের উপর দিয়ে বড় শট মারার চেষ্টা। বল পুরোপুরি মিস করলেন। বল আছড়ে পড়ল স্টাম্পে। ২৬ বলে ৩৮ রান করলেন মেহেদি। বাংলাদেশের স্কোর ২ উইকেটে ৫৮ রান।
পিটিয়ে ছাতু করছেন মেহেদি, পাওয়ার প্লে'তে ৫৫ তুলল বাংলাদেশ
ছয় ওভারে বাংলাদেশের স্কোর এক উইকেটে ৫৫ রান꧃। মেহেদি অপরাজিত ৩৮ রা♍নে (২৪ বল)। শাকিব করেছেন ছয় বলে চার রান।
বাকিরা সমস্যায়, শ্রীলঙ্কা বোলারদের পেটাচ্ছেন বাংলাদেশের মেহেদি
পঞ্চম ওভারে উঠল ১৮ রান। একটি ছক্কা এবং একটি চার মারলেন মেহেদি। বাকিরা টাইমিংয়ে সমস্যায় পড়ছেন। আর মেহেদি পেটাচ্ছেন। ৫ ඣওভারে বাংলাদেশের স্কোর এক উইকেটে ৪৭ 🥂রান। মেহেদি একাই ১৯ বলে অপরাজিত ৩১ রান করেছেন।
চার ওভার শেষে বাংলাদেশের স্কোর ১/২৯
চতুর্থ ওভারে উঠল ༺১০ রান। চার ওভার শেষে বাংলাদেশের স্কোর এক উইকেটে ২৯ রান। 💎তৃতীয় বলে প্রথম ছক্কা মেহেদির।
প্রথম উইকেট পড়ল বাংলাদেশের, টাইমিংয়ে সমস্যা টাইগারদের
অভিষেকেই উইকেট অসিথা ফার্নান্দোর। ছয় বলে পাঁচ রান করে আউট সাব্বির রহমান। বাংলাদেশের স্কোর ২.৫ ওভারে এক উইকেট ১৯ রান। আক্রমণাত্মক খেলার চেষ্টা করলেও ঠিকমতো𝓀 টাইমস করতে পারছেন না টাইগাররা। পুল করতে গিয়ে ব্যাটের খোঁচা সাব্বিরের। উইকেটের পিছনে সহজ ক্যাচ কুশল মেন্ডিসের।
দ্বিতীয় ওভারে বাংলাদেশের স্কোর ১৪/০
দ্বিতীয় ওভারে 🐼তিন রান উঠল। মাহিশ থিকশানা বল করেন। ব♈াংলাদেশের স্কোর ২ ওভারে বিনা উইকেটে ১৪ রান।
প্রথম ওভারে বাংলাদেশ তুলল ১১ রান
প্রথম বলে চার, শেষ বলে চার। প্রথম ওভারেไ বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ১১ রান। প্রথম বলেই প্যাডেল সুইপ সাব্বিরের। ফাইন লেগ দিয়ে চার।
শুরু ম্যাচ, প্রথম বলে চার বাংলাদেশের
শুরু ম্যাচ। প্র🧸থম বলে চার বাংলাদেশের। লেগ বাই। মেহেদির লেগ প্যাডের কাছে বল দিলশানা মাধুশানকার। মেহেদির সঙ⛦্গে আছেন সাব্বির রহমান।
মরণবাঁচন ম্যাচে, বাংলাদেশ সুপার ফোরে যেতে পারবে?
এশিয়া কাপের মরণবাঁচন ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিল শ্রীলঙ্কা। অর্থাৎ গত ম্যাচে মূলত যে কারণে হেরেছিল💃 বাংলাদেশ, সেই কাঁটার মুখোমুখি করতে হবে বাংলাদেশকে। শ্রীলঙ্কা প্রথম একাদশে একটি পরিবর্তন করেছে। বাংলাদেশ তিনজনকে বসিয়ে দিয়েছে। যে ম্যাচের অঙ্কটা খুব সোজা - যে দল জিতবে, সেই দল ‘সুপার ফোর’-এ উঠবে।
আফগানিস্তানের বিরুদ্ধে হার বাংলাদেশ এবং শ্রীলঙ্কা
আফগানিস্তানের বিরুদ🉐্ধে হেরেছে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ। শ্রীলঙ্কা হেরেছিল আট উইকেটে। তাও ৫৯ বল বাকি থাকতে। 🐻বাংলাদেশ হেরেছিল সাত উইকেটে। নয় বল বাকি থাকতে হেরেছিল বাংলাদেশ।
শ্রীলঙ্কার প্রথম একাদশ
শ্রীলঙ্কার প্রথম একাদশ: কুশল মেন্ডিস (উইকেটকিপার), পাথুম নিসাঙ্কা, চরিথ আসালঙ্কা, ভানুকা রাজജাপক্ষ, দানুষ্কা গুনাথিলাকা, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, মাহিশ থিকশানা, অসিথা ফার্নান্দো এবং দিলশানা মাধুশানকা।
বাংলাদেশের প্রথম একাদশ
আফগানিস্তান ম্যাচেই দুই ওপেনারকেই বসিয়ে দিল বাংলাদেশ। বাংলাদেশের প্রথম একাদশ: সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, শাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেট♚কিপার), মাহমুদুল্লাহ, মেহদি হাসান মিরাজ, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন (অভিষেক হচ্ছে)।
‘আমরাও প্রথমে ব্যাট করতে চাইছিলাম'
শাকিব আল হাসান: আমরাও প্রথমে ব্যাট করতে চাইছিলাম। কিন্তু এটা আমাদের হাতে নেই। আমরা যদি হাতে উইকেট রাখতে পারি, তাহলে শেষ ১০ ওভার কাজে লাগাতে পারব। (গত ম্যাচে) আমরা ভাল༒ো ব্যাট করিনি। আমরা যদি আজ ভালো ব্যাট করি এবং হꦑাতে উইকেট রাখি, তাহলে ম্যাচটা জমে যাবে।
টসে জিতে প্রথমে বোলিং শ্রীলঙ্কার, পরীক্ষার মুখে টাইগারদের ব্যাটিং
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিল শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করবে বাংলাদেশ। গত ম্যাচে প্🍎রথমে ব্যাটিং করে ভরাডুবির মুখে পড়েছিলেন শাকিব আল হাসানরা।
শ্রীলঙ্কার সম্ভাব্য প্রথম একাদশ
শ্রীলঙ্কার সম্ভাব্য প্রথম একাদশ: কুশল মেন্ডিস (উইকেটকিপার), পাথুম নিসাঙ্কা, চরিথ আসালঙ্কা, ভানুকা রাজাপক্ষ, দানুষ্কা গুনাথিলাকা, দাসুন শানাকা, ও🥂য়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, মাহিশ থিকশানা, মাথিশা পাথিরানা এবং দিলশানা মাধুশানকা।
বাংলাদেশের সম্ভাব্য প্রথম একাদশ
বাংলাদেশের সম্ভাব্য প্রথম একাদশ: মহম্মদ নইম, আনামুল হক, শাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান, মহম্মদ সইফুদ্দিন, তাসকিন আহমেদ, মুস্💮তাফিজুর রহমান/নাসুম আহমেদ।
টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ
টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ ১২ টি ম্যাচে মুখোমুখি হয়েছে। আটটি🐓 জিতেছে শ্রীলঙ্কা। তবে শেষ তিনটি ম্যাচের দুটিতে হেরেছে।
কথার লড়াই হবে এবার মাঠে, হারলেই বিদায় এশিয়া কাপ থেকে
কথার লড়াই🔥 শুরু হয়ে গিয়েছে। সেই উত্তপ্ত আবহের মধ্যেই বৃহস্পতিবার দুবাইয়ে এশিয়া কাপের গ্রুপ ‘বি’-র গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামছে বাংলাদেশ। যে ম্যাচের অঙ্কটা খুব সোজা - যে দল জিতবে, সেই দল ‘সুপার ফোর’-এ উঠবে। গ্রুপ ‘বি’ থেকে ‘সুপার ফোর’-এ আফগানিস্তানের সঙ্গী কোন দেশ হবে?
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।